সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

বিজিবি বাবুর্চি বেতন ভাতাদি ২০২৪ । সরকারি বাবুর্চি পদে কি পেনশন পাওয়া যায়?

বিজিবি বা সেনা বাহিনী যে সেক্টরেই বাবুর্চী পদে চাকরি নেন না কেন তা ২০ গ্রেডের হবে এবং প্রাথমিক মূল বেতন ৮২৫০ টাকায় পে ফিক্সেশন হবে – বিজিবি বাবুর্চি বেতন ভাতাদি ২০২৪

অসামরিক পদ কাকে বলে?– বাংলাদেশ সামরিক বাহিনী ব্যতিত অন্য সব সরকারি প্রতিষ্ঠানে কমরত কর্মচারীদেরকে অসামরিক সরকারী কর্মচারী বলা হয়। সামরিক বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।কিন্তু বেসামরিক বাহিনী অন্য মন্ত্রণালয়ের অধীনে অথবা স্বাধীন সংস্থা হতে পারে/প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রিত হতে পারে। যেমন বাংলাদেশে সেনা, নৌ, বিমান -এই তিনটা বাহিনীই সামরিক । কারণ এগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে পুলিশ,র‌্যাব ,আনসার, সিআইডি, পিবিআই ইত্যাদি বেসামরিক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এনএসআই বেসামরিক কিন্তু এটি প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রিত । অনেকটা ব্রিটেনের ব্রিটেনের MI6 , MI5 ,NCA এর মতো। প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য নয় এনএসআই।পাশাপাশি দুদক একটি বেসামরিক সংস্থা।

২০তম গ্রেডে সর্বোচ্চ কত টাকা বেতন হতে পারে? ৮২৫০ -৮৬৭০- ৯১১০- ৯৫৭০- ১০০৫০- ১০৫৬০-১১০৯০ -১১৬৫০- ১২২৪০-১২৮৬০-১৩৫১০ -১৪১৯০-১৪৯০০-১৫৬৫০- ১৬৪৪০-১৭২৭০ -১৮১৪০ -১৯০৫০-২০০১০ এই ইনক্রিমেন্টগুলো পাওয়ার পর আর কোন ইনক্রিমেন্ট উক্ত কর্মচারী প্রাপ্য হবেন না। অনেক কর্মচারীই আছে যাদের অফিস সহায়ক পদে যোগদান এবং এই পদেই অবসর তাদের কোন পদোন্নতি হয় না। তবে উচ্চতর গ্রেড পেয়ে ১৯ বা ১৮ তম গ্রেডে পৌছালেও তেমন কোন সুবিধা প্রাপ্য হন না।

একজন সৈনিক মাসে কী পরিমাণ রেশন পান? একজন সৈনিকের দৈনিক শুকনা রেশন স্কেল হল – ১। চাল ৫০০+ গ্ৰাম। ২। আটা ২৪৫ +/— গ্ৰাম। ৩ । ডাল ৮৫ গ্ৰাম। ৪। তেল ৮৫ গ্ৰাম। ৫। চিনি ৬৩ গ্ৰাম। ৬। চা ৭ গ্ৰাম। ৭। লবণ ১৪ গ্ৰাম শীত কাল /২৮ গ্ৰাম গ্ৰীষ্মকাল।

অন্যান্য চাকরির মত সেনা বা নৌ বাবুর্চি একই বেতন ভাতাদি পান তবে অতিরিক্ত হিসেবে সামরিকদের মত রেশন সুবিধাও ভোগ করে থাকে । 

সেনা, নৌ, বিজিবি এবং বন্দরগুলো বাবুর্চি পদ থাকে। সরকারি সকল দপ্তরে বাবুর্চি পদটি বিদ্যমান নয়। আর হ্যাঁ এটি পেনশন যোগ্য পদ এবং বেসামকি বা অসামরিক পদগুলো সরকারি নিয়মে ৫৯ বছর র্পযন্ত চাকরি করে থাকে।

Caption:Download Full Circular 2023 PDF

ঢাকা শহরে চাকরি করলে ২০ তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন পান। এটি পেনশন যোগ্য পদ

  • মাসিক মূল বেতন ৮২৫০ টাকা।
  • মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬৫% হারে ৫৬০০ টাকা।
  • মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • মাসিক শিক্ষা ভাতা ১০০০ টাকা (একসন্তানের জন্য ৫০০ টাকা হারে)
  • মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা।
  • মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
  • মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা ১০০ টাকা।
  • এছাড়া অসামরিক পদেও রেশন পাওয়া যাবে।

বেসামরিক আবার কি?

সামরিক আর বেসামরিক বলতে কি বুঝায় তা হইতো আমরা অনেকেই জানি না। আসলে বেসামরিক জনগণকে নিয়ন্ত্রণে রাখতে বেসামরিকের মধ্য দিয়েই সামরিক শক্তির উদয়। সামরিক বাহিনী হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। বেসামরিককে সামরিক ট্রেইনিং দিয়ে সামরিক হিসেবে গড়ে তোলা হয় যে কারণে বেসামরিক আর সামরিকের মধ্যে বিস্তর তফাৎ পরিলক্ষিত হয়। বেসামরিক সাধারণত আইন ভেঙ্গে থাকবে আর সামরিক তাদের সংশোধন করবে। বেসামরিক ইচ্ছে করলে সামরিককে প্যাংকর জ্যাকহোমার দিয়ে গুলি করবে বা সর্ট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল মারবে আর সামরিককে তা নিয়ন্ত্রণ করতে হবে সামরিক আইনে বৈধ উপায়ে। সামরিকদের নানান ট্রেইনিং এর মধ্যে একটা হল সহ্য করার ট্রেইনিং। বেসামরিক ক্ষিপ্ত হবে, সামরিককে মারবে, হামলা করবে আর সামরিক তাতে সর্বোচ্চ সহনীয়তা দেখাবে। একেবারে যখন না পারবে তখন অ্যাকশানে যাবে। উন্নত দেশের পুলিশ দেখলে বুঝবেন। তাদের উপর পেট্রোল বোমা মারা হয়, লাঠি দিয়ে পেটানো হয়, ঘুসি-লাথি দেয়া হয় আর পুলিশ ঢাল দিয়ে প্রাচীর তৈরি করে আত্মরক্ষা করে। বেসামরিক যেভাবে ক্ষিপ্ত হবে সামরিকের সেভাবে ক্ষিপ্ত হওয়ার সুযোগ নেই। সামরিক প্যারেড করে, বেসামরিক না। বেসামরিকের ক্ষিপ্রতা নিয়ন্ত্রণ করাই সামরিকের কাজ। সূত্র দেখুন

বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের জন্য শুকনা ও তাঁজা রেশন এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, চুয়াডাংগা , গুইমারা, খাগড়াছড়ি এর রোগীদের পথ্য সরবরাহ করণ তালিকা দেখুন

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *