কোন ক্ষেত্রে বিভাগীয় প্রধান অন্যরূপ কোন নির্দেশ না দিলে- (এ) ছুটির প্রারম্ভে সরকারী ছুটি যুক্ত হইলে ছুটি এবং ছুটি কালীন বেতন ভাতাদি সরকারী ছুটির দিন শেষ হওয়ার পরবর্তী প্রথম দিন হইতে গণনা করিতে হইবে-সরকারী নৈমিত্তিক ছুটি গণনার নিয়ম ২০২৪
(বি) ছুটির বা যোগদান কালের শেষে সরকারী ছুটি যুক্ত হইলে ছুটি বা যোগদান কালের মেয়াদ শেষ হইবে এবং ছুটি কালীন বেতন ভাতাদি গণনা করা হইবে ঐ তারিখ পর্যন্ত, সরকারী ছুটি যুক্ত না হইলে যে তারিখে ছুটির মেয়াদ শেষ হইত। [বিএস.আর. পার্ট-১ এর বিধি-১৫৫]
ব্যাখ্যা: ছুটির প্রারম্ভে অথবা শেষে যেখানেই সরকারী ছুটি যুক্ত হউক না কেন, ছুটি কালীন সময় গণনায় এবং ছুটি কালীন বেতন ভাতাদি হিসাবের সময় সরকারী ছুটির দিন বা দিনসমূহ বাদ যাইবে। অর্থাৎ প্রথম বা শেষের সরকারী ছুটির দিন বাদে ছুটির দিন গণনা করা হইবে।