সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

Stationery Used in Govt. Office । সরকারি অফিসে হোয়াইট ফ্লুইড এবং আলপিন ব্যবহার কি নিষেধ?

সরকারি বিভিন্ন কাজে ফ্লুইট ব্যবহার করা হয় যেমন সার্ভিস বই লিখন, ক্যাশ বই লিখন বা বিল সংশোধন করনে এটি ব্যবহৃত হয়-Stationery Used in Govt. Office

আলপিন কি ব্যবহার করা যাবে? না। সরকারি অফিসে যে সকল স্টেশনারী ব্যবহার সরকার নিষিদ্ধ করেছে তার মধ্যে কারেক্টিব ফ্লুইড/হোয়াইট ফ্লুইড, আলপিন, পিনকুশন রয়েছে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। সরকার এগুলো নিষিদ্ধ করেছে তাই স্বচ্ছতা আনয়নের এগুলো ব্যবহার করা যাবে না।

কারেক্টিব ফ্লুইড/হোয়াইট ফ্লুইড কি? কারেক্টিভ ফ্লুইড বা হোয়াইট ফ্লুইড সাধারণত সরকারি দপ্তরে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। এটি এক ধরনের তরল যা দিয়ে কাগজে লেখা কোনো তথ্য মুছে ফেলা বা সংশোধন করা যায়। এই ফ্লুইডটি সাধারণত সাদা রঙের হয়, তাই একে হোয়াইট ফ্লুইডও বলা হয়। সরকারি দলিল, অফিসিয়াল রেকর্ড, আর্থিক লেনদেনের রেকর্ড ইত্যাদি সংশোধনের ক্ষেত্রে কারেক্টিভ ফ্লুইড ব্যবহৃত হয়। কোনো ভুল তথ্য লেখা হয়ে গেলে তা মুছে ফেলে সঠিক তথ্য লেখার জন্য কারেক্টিভ ফ্লুইড ব্যবহার করা হয়। দলিলগুলো স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাখতে কারেক্টিভ ফ্লুইড ব্যবহার করা হয়।

আলপিন কি? আলপিন হলো একপ্রকারের সরু, সূচাগ্র কীলকবিশেষ, যা সাধারণত কাগজ ইত্যাদি ফুঁড়ে, গেঁথে রাখার জন্য ব্যবহৃত হয়। আলপিনকে সংক্ষেপে পিনও বলা হয়ে থাকে।  নোটিশ বোর্ড, চার্ট, ম্যাপ ইত্যাদিতে কাগজ চিঠি চাপা রাখার জন্য আলপিন ব্যবহৃত হয়। ছোট ছবি বা পোস্টার টাঙানোর জন্য আলপিন ব্যবহার করা হয়। আলপিন দিয়ে আরো অনেক ছোটখাটো কাজ করা যায়, যেমন- দুটি জিনিস একসাথে জোড়া দেয়া, কিছু সাময়িকভাবে ঠিক করে রাখা ইত্যাদি।

সরকারি অফিসে স্টেশনারী ব্যবহার ২০২৪ । নিষিদ্ধ স্টেশনারী কি এখনও ব্যবহার হচ্ছে?

আলপিন বিভিন্ন আকার, আকৃতি ও উপাদানের তৈরি হয়। সাধারণত ধাতু, প্লাস্টিক ইত্যাদি দিয়ে আলপিন তৈরি করা হয়।

 

কারেকটিব/হোয়াইট ফ্লুইড ব্যবহার করেছে সরকার এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড

বাংলাদেশে কারেক্টিভ ফ্লুইড ব্যবহার  কোন ক্ষেত্রে হয়?

বাংলাদেশে সরকারি দপ্তরে কারেক্টিভ ফ্লুইড ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। কিছু ক্ষেত্রে কারেক্টিভ ফ্লুইড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই সরকারি চাকরিজীবীদের উচিত এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট নিয়মাবলী পর্যালোচনা করা। আপনি যদি সরকারি চাকরিজীবী হন এবং কারেক্টিভ ফ্লুইড ব্যবহার নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে আপনার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। কারেক্টিভ ফ্লুইড ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে ব্যবহার করলে দলিলপত্র স্বচ্ছ ও নির্ভুল রাখা সম্ভব। কিন্তু ভুলভাবে ব্যবহার করলে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *