বেতন ভাতাদি আদেশ, ২০১৫ এর ২৬ নং অনুচ্ছেদ অনুযায়ী ০১ জুলাই ২০১৬ তারিখ হইতে প্রাধিকারভূক্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডোমেস্টিক এইড এলাউন্স হইবে মাসিক ৩০০০ (তিন হাজার) টাকা। উল্লেখ্য যে, কুক এলাউন্সি ও সিকিউরিটি এলাউন্স প্রাপ্য কর্মকর্তাগণ এই এলাউন্স পাইবেন না-ডোমেস্টিক এইড এলাউন্স ২০১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি অধিশাখা-৩
www.mof.gov.bd
নং-07.173.031.03.00.014.2010.42; তারিখ: 04/10/2010
বিষয়: সরকারের সচিব ও সচিব পদমর্যাদা কর্মকর্তাগণের ডোমেস্টিক এইড এলাউন্স (Domestic Aid Allowance) বৃদ্ধি।
সরকারের সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাগনের বিদ্যমান মাসিক ডোমেস্টিক এইড এলাউন্স (Domestic Aid Allowance) ১,৩০০/- (এক হাজার তিনশত মাত্র) টাকা হইতে ৩,০০০/- (তিন হাজার) টকায় বৃদ্ধি করা হ’ল।
২। এ বাবদ প্রয়োজনীয় ব্যয়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার নিজস্ব বাজেট থেকে নির্বাহ করা হবে।
৩। এ বর্ধিত ১ জুলাই, ২০১০ তারিখ থেকে কার্যকর হবে।
এ.এফ আমিন চৌধুরী
উপসচিব
ফোন: ৯১৭১১৭৪
ডোমেস্টিক এইড এলাউন্স ২০১৫: ডাউনলোড
বি:দ্র: ২০১০ সালে জারিকৃত আদেশ ২০১৫ সালের জাতীয় পে স্কেলে বহাল রাখা হয়েছে। বর্তমানে ডোমেস্টিক এলাউন্স এর পরিবর্তে কুকিং ও নিরাপত্তা প্রহরী এলাউন্স কার্যকর রয়েছে।
Cook and Security Allowance 2025 । সরকারি কুক ও সিকিউরিটি এলাউন্স কত?