সমাজসেবা অধিদফতর একটি গুরুত্বপূর্ণ সরকারী অফিস। এ অফিসের বিভিন্ন ধরনের সমাজসেবা অফিসার কর্মরত থাকেন। সমাজসেবা অফিসার (উপজেলা, মিউনিসিপ্যাল, রেজিস্ট্রেশন, হাসপাতা, অর.ও, এতিম, কিশোর উন্নয়ন কেন্দ্র, প্রবেশন অফিসার লিয়াজো রিসার্চ ইত্যাদি পদ সমমান পদ থাকে। এসব পদের বেতন ভাতাদি ও পদোন্নতি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আজ আমরা জানবো। উপজেলা সমাজসেবা অফিসার
সমাজসেবা অফিসার বা সমমানের পদে বয়স সীমা
৩০ বৎসর; তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বৎসর শিথিলযোগ্য। মোট কথা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর বয়স ৩০ এ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর গ্রহণযোগ্য। পদোন্নতির ক্ষেত্রে যে কোন বয়সের হতে পারে। সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৩
নিয়োগ পদ্ধতি ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা
সমাজসেবা অফিসার পদের মোট পদের শতকরা ২০ ভাগ পদ পদোন্নতির মাধ্যমে এবং মোট পদের শতকরা ৮০% ভাগ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম ম্রেণীল স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীল স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ (চার) বৎসর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী থাকতে হবে। তবে শর্ত থাকে যে, সমাজকল্যাণ, সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ের প্রার্থীগণ অগ্রাধিকার পাইবেন। পদোন্নতির ক্ষেত্রে স্টোর অফিসার, সমাজসেবা অফিসার, প্রশাসনিক কর্মকর্তা ইত্যাদি পদে অন্যুন ৫ (পাঁচ) বৎসরের চাকুরীসহ কোন স্নাতক বা সমমানের ডিগ্রী বা ৭ বছর চাকুরী সহ উচ্চমাধ্যমিক বা সমমান পাশ লাগবে। সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৩
উপজেলা সমাজসেবা অফিসার পদোন্নতি সংশোধিত বিধিমালা ২০২০
সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৩ সংশোধন
উপজেলা সমাজসেবা অফিসার বা সমমান পদে বেতন ভাতাদি
উপজেলা সমাজসেবা অফিসার বা কর্মকর্তা পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে গেজেটেড পদে ৯ম গ্রেড (২২০০০-৫৩০৬০) স্কেলে প্রারম্ভিক বেতন হইবে ২২০০০ টাকা+বাড়ি ভাড়া ৪০% থেকে ৫০% পর্যন্ত+চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। সর্বমোট ২২০০০+৮৮০০+১৫০০ = ৩২৩০০ টাকা। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে বেতনে ভিন্নতা হবে। উচ্চতর গ্রেড প্রাপ্যতা সহ একজন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ৮ম গ্রেড ২৩০০০-৫৫৪৭০ টাকা স্কেলে ৪১৩৬০ টাকা মূল বেতন হতে পারে। এক্ষেত্রে তার বেতন দাঁড়াবে ৪১৩৬০+৩৫% বাড়ি ভাড়া+১৫০০ (চিকিৎসা ভাতা। সর্বোমোট বেতন ভাতাদি ৪১৩৬০+১৪৪৭৬+১৫০০ = ৫৭,৩৩৬ টাকা মাত্র। এছাড়া যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ইত্যাদি প্রাপ্য হইবেন।
একজন সমাজসেবা অফিসার কি ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকে?
উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, সৈয়দপুর, নীলফামারী সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভন্ন কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছে-যার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা কার্যক্রম, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, হিজড়া ও দলিত সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইত্যাদি। দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য অন্য সকল উপজেলার মতই এ কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে পল্লী সমাজসেবা সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম। এছাড়া, পল্লী অঞ্ছলের মা’দেরকে আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়ন করার জন্য পরিচালিত হচ্ছে পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্রেঋণ কার্যক্রম। উপজেলা রোগী কল্যান সমিতির মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ডাক্তারি পরামর্শ ও প্রয়োজণীয় ঔষধ সরবরাহ করা হয়। তাছাড়া, সমাজসেবা অধিদফতরের নির্দশনায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে এ কার্যালয়। সূত্র: সমাজসেবা অধিদফতর