শিক্ষা ভাতা । পোষাক । রেশন

দুদক রেশন সুবিধা ২০২৫ । কর্মকর্তাগণও মাসিক ৮ কেজি ভোজ্য তেল সহ চাল, ডাল চিনি আটা পান?

দুর্নীতি দমন কমিশনের সকল পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রেশন নীতিমালা, ২০২০ জারি করা হয়– দুদক রেশন সুবিধা ২০২৫

প্রাধিকারপ্রাপ্ত কর্মচারী কারা? দুর্নীতি দমন কমিশনে কর্মরত সকল পর্যায়ের কর্মচারী। রেশনীগণ (Rationee) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হইতে নিজ নিজ নামে ইস্যুকৃত রেশন কার্ড সংগ্রহপূর্বক নিজ ও পরিবারের সদস্যগণের (পরিবারের অবস্থান দেশের অভ্যন্তরে কর্মস্থল বহির্ভূত হলেও) জন্য নির্ধারিত হারে (স্কেল) রেশন উত্তোলন করিতে পরিবেন । প্রত্যেক কর্মচারী নিজ নিজ কর্মরত ইউনিট (পুলিশ রেশন স্টোর) অথবা নিকটস্থ ইউনিট (যে ক্ষেত্রে নিজ ইউনিটে/জেলায় রেশন প্রদান সুবিধা নাই) হইতে নির্ধারিত মূল্য নগদ পরিশোধ করিয়া রশিদ গ্রহণপূর্বক নিজ ও পারিবারিক রেশন উত্তোলন করিতে পারিবেন। কর্মচারীগণ নিজ নিজ কর্মরত জেলা/ইউনিট ছাড়াও অন্য যে কোন জেলা/ইউনিট (পুলিশ রেশন স্টোর) হইতে নিজ নিজ প্রাধিকার স্কেল অনুযায়ী নিজ ও পারিবারিক রেশন উত্তোলন করিতে পারিবেন। তবে এক্ষেত্রে স্ব-স্ব নিয়ন্ত্রণকারী অবহিত করিবেন ।

একাধিক স্ত্রী থাকলে রেশন? প্রত্যেক কর্মচারী নিজ নিজ কর্মরত ইউনিট এলাকাধীন পুলিশ রেশন স্টোর হইতে নির্ধারিত মূল্য পরিশোধ করিয়া রশিদ গ্রহণপূর্বক নিজ ও পারিবারিক রেশন উত্তোলন করিতে পারিবেন । রেশন প্রদানের বিষয়ে নিম্নলিখিত শর্তসমূহ অনুসরণ করা হইবে। প্রত্যেক কর্মচারী নিজে, তার স্বামী/স্ত্রী এবং সর্বোচ্চ ২ (দুই) সন্তান রেশন প্রাপ্য হইবে । একাধিক স্ত্রীর ক্ষেত্রে কেবল একজনই রেশন গ্রহণের যোগ্য হইবেন।

পরিবারের কয় জনের জন্য রেশন পান? সন্তানদের ২৫ বছর বয়োপ্রাপ্তি পর্যন্ত রেশন প্রদান করা যাইবে। তবে এই সময় সীমার পূর্বেই কোন সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে অথবা অর্থ উপার্জনের সক্ষম হইলে উক্ত সন্তান রেশন প্রাপ্য হইবে না । প্রত্যেক পরিবারে রেশন প্রাপ্ত সদস্য সংখ্যা ৪ (চার) জনের অধিক হইবে না ৷ উপরের ‘গ’ উপানুচ্ছেদে যাহাই উল্লেখ করা হউক না কেন শারীরিকভাবে অসমর্থ, পঙ্গু অথবা বিকলাঙ্গ (প্রতিবন্ধি) সন্তানাদি যদি পিতা-মাতার উপর নির্ভরশীল হয় তবে যত দিন তিনি নির্ভরশীল থাকিবেন ততদিন রেশন প্রাপ্য হইবেন । এ ক্ষেত্রে যথাযথ ডাক্তারী সনদ পত্রের প্রয়োজন হইবে । স্বামী-স্ত্রী উভয়ই দুর্নীতি দমন কমিশনে কর্মরত হইলে যে কোন একজন রেশন সুবিধা প্রাপ্য হইবেন। অপরজন পরিবারের সদস্য হিসেবে রেশন প্রাপ্য হইবেন ৷

দুদক রেশন সুবিধা জনপ্রতি ২০২৫ / কর্মকর্তাগনও রেশন সুবিধায় আওতায় আছেন

দুর্নীতি দমন কমিশনে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী নিজের ও পরিবারের সদস্যদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে রেশন প্রাপ্য হইবেন ।

Caption: Ration Act

দুদক রেশন ২০২৫ । ৪ (চার) সদস্য মাসিক রেশন স্কেল কেজি/লিটার কি?

  1. চাল ৩৫ কেজি
  2. আটা ৩০ কেজি
  3. চিনি ৫ কেজি
  4. ডাল ৮ কেজি
  5. ভোজ্য তেল ৮ লিটার

সাময়িক বরখাস্ত হলেও রেশন পাবেন?

হ্যাঁ। স্বামী-স্ত্রী উভয়ই যদি ভিন্ন ভিন্ন রেশন সুবিধা সম্বলিত সংস্থায় কর্মরত থাকেন তাহা হইলে উভয়ের যে কোন একজন তাহার নিজ সংস্থা হইতে রেশন উত্তোলন করিতে পারিবেন এবং অপরজন পরিবারের সদস্য হিসাবে রেশন প্রাপ্ত হইবেন । পিআরএল-এ থাকাকালীন প্রত্যেক সদস্য একই হারে রেশন প্রাপ্য হইবেন । সাময়িক বরখাস্তকালীন নিজ এবং পরিবারের জন্য রেশন প্রাপ্য হইবেন। ভবিষ্যতে রেশন প্রদান সংক্রান্ত পুলিশ বিভাগের রেশন নীতিমালার যে কোন পরিবর্তিত বিধি-বিধান এর আলোকে/প্রয়োজনে যে কোন সময়ে কমিশন এই নীতিমালা সংশোধন/পরিবর্তন করিতে পারিবেন । বিশেষ দিবসসমূহে প্রীতিভোজ উপলক্ষে প্রাধিকারপ্রাপ্ত সকল কর্মচারী সরকারি নীতিমালার আলোকে বিশেষ রেশন সুবিধা প্রাপ্য হইবেন । রেশন উত্তোলনের ক্ষেত্রে কোন প্রকার Back Feeding প্রযোজ্য হইবে না ।

এক সদস্য এর জন্য কত টুকু রেশন?
চাল ১১ কেজিআটা ১২ কেজিচিনি ১.৭৫ কেজি
ডাল ৩.৫ কেজিভোজ্য তেল ২.৫ লিটার 
   

সচিবালয় রেশন সুবিধা ২০২৫ । বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা/কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার যুক্তিকতা কি?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *