ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২০২৫ । বেসরকারি শিক্ষকগণ কি মূল বেতনের ২৫% উৎসব ভাতা পায়?

সরকারি কর্মচারীদের উৎসব ভাতা এরশাদ সরকারের পূবর্বর্তী সময়ে বেতন হতে প্রতিমাসে কর্তন করে সমন্বয় করা হতো কিন্তু পরবর্তী বার্ষিক দুইটি উৎসব ভাতা যা মূল বেতনের ১০০% হারে প্রদান করা হয় –এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২০২৫

বেসরকারি শিক্ষক বোনাস কত? শতভাগ উৎসব ভাতা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় মানববন্ধন বা কর্মসূচী পালন করলেও অদ্যবধি শিক্ষকগণের দাবীতে কোন কর্নপাত করা হয়নি।এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক এমপি-মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছিলেন এবং স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা এই তিনটি বিষয় নিয়ে সকল শিক্ষক সংগঠন এক হয়ে দাবি আদায়ের জন্য তীব্র আন্দোলন করছে।

এমপিওভূক্ত একজন শিক্ষক উৎসব ভাতা ২৫% নাকি ৫০% হারে পায়? ২০০৪ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা মূল বেতনের ৫০% উৎসব ভাতা হিসেবে প্রদানের নির্দেশনা জারি করা হয়। আজও ২০০৪ সালের নির্দেশনা মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা আজও বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা মূল বেতনের ৫০% উৎসব ভাতা পাচ্ছে। দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরতদেরকে জাতীয় বেতন স্কেল অনুসারে উৎসব ভাতা প্রদান করা হয়ে থাকে।

বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা পান কি এরা? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। বর্তমান সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। এক্ষেত্রে ৮২৫০ টাকা মূল বেতন ধারী বছরে একবার ১৬৫০ টাকা পান এবং ৭১২০০ টাকা মূল বেতন ধারী ১৪২৪০ টাকা বাংলা নববর্ষ ভাতা হিসাবে প্রাপ্য হন।

বোনাসের বঞ্চনা নিয়ে বেসরকারি শিক্ষকদের ঈদ ২০২৫ । ২০০৩ সাল থেকে শিক্ষকরা ২৫% উৎসব ভাতা পেলেও কর্মচারীরা পান ৫০%

বেতন স্কেল ২২ হাজার টাকা হলেও তিনি ঈদে বোনাস পাবেন ৫ হাজার ৫০০ টাকা। তাঁর মতোই সারাদেশের এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষক আসন্ন ঈদে উৎসব ভাতা বা বোনাস পাবেন মূল বেতনের চার ভাগের এক ভাগ, অর্থাৎ সিকিভাগ। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পাবেন মূল বেতনের ৫০ শতাংশ। যেমন– রাজধানীর মীরপুর সিদ্ধান্ত হাই স্কুলের তৃতীয় শ্রেণির কর্মচারী (দপ্তরি) সুলতান আহমেদের বেতন স্কেল ৮ হাজার ৫০০ টাকা। তিনি ঈদে বোনাস পাবেন এর অর্ধেক অর্থাৎ ৪ হাজার ২০০ টাকা।

Caption: Eid Bonus

Teacher EID Bonus 2025 । ঈদ বোনাস ২৫% এ কেমন কথা?

  1. শিক্ষকরা জানান, ১৯৯৬ সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৮০ শতাংশ দিত সরকার।
  2. ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা ৯০ শতাংশে উন্নীত করে। ২০০৫ সালে চারদলীয় জোট সরকার তা শতভাগে উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে ৯৫ শতাংশ বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়।
  3. দেখা যায়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও, উৎসব ভাতা বাড়েনি।
  4. আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে ২৫ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে।
  5. এবার ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীকে ২৪০ কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন ৭৮৩ কোটি ৫১ লাখ ৪ হাজার ৭৫০ টাকা।
  6. মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল ৫০ হাজার টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের ৪৩ হাজার টাকা, সহকারী অধ্যাপকের ৩৫ হাজার ৫০০ টাকা, টাইম স্কেলপ্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের ২৯ হাজার টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ২৩ হাজার টাকা, প্রভাষক/গ্রন্থাগারিক, সহকারী শিক্ষকদের (টাইম স্কেলপ্রাপ্ত) ২২ হাজার টাকা, প্রদর্শক/সহকারী গ্রন্থাগারিক/শরীরচর্চা শিক্ষক/সহকারী শিক্ষকদের (টাইম স্কেল ব্যতীত) ১৬ হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের (বিএড ব্যতীত) ১২ হাজার ৫০০ টাকা।
  7. অন্যদিকে, ৫০ শতাংশ বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণির কর্মীদের বেতন স্কেল ৯ হাজার ৭০০ টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণির কর্মীদের ৯ হাজার ৩০০ টাকা, ল্যাব সহকারীর ৮ হাজার ৮০০ টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন স্কেল ৮ হাজার ৫০০ টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন স্কেল ৮ হাজার ৩৫০ টাকা।
  8. বেসরকারি শিক্ষকদের এই উৎসব ভাতা সম্পর্কে প্রবীণ শিক্ষক নেতা ও জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ সমকালকে বলেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক চাইলে সরকারকে অবশ্যই শতভাগ উৎসব ভাতা দিতে হবে। জাতীয় শিক্ষানীতিতেও শিক্ষকদের বৈষম্য কমিয়ে আনার কথা বলা আছে। সরকারি শিক্ষকরা তিন বছর অন্তর একটি বিনোদন ভাতা পান। অথচ বেসরকারি শিক্ষকদের তা দেওয়া হয় না। তাদেরও ভাতাটি দেওয়া উচিত।’ শিক্ষকদের গবেষণা ভাতা চালুর প্রস্তাব করে তিনি বলেন, ‘যোগ্য লোকদের শিক্ষকতায় এনে ভালো বেতন-ভাতা দিতে হবে। তাহলেই দক্ষ শিক্ষক দিয়ে দক্ষ মানবসম্পদ গড়া যাবে।’

এই যুগে পরিবার-পরিজন নিয়ে ৪, ৫ বা ৬ হাজার টাকায় কীভাবে ঈদ উদযাপন সম্ভব?

শিক্ষকরা লজ্জায় এই বোনাসের কথা কাউকে বলতে পারেন না।’ প্রভাষক আবু জামিল মো. সেলিম বলেন, ‘একে তো নামমাত্র বোনাস, সেটি পেতেও অনেক সময় ঈদ পার হয়ে যায়।’ খোঁজ নিয়ে জানা যায়, দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। ২০০৩ সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয়, শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের ৫০ শতাংশ। তবে দুই ঈদে (অথবা পূজায়) ২৫ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ঈদে ৫০ শতাংশ করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের ৯৫ শতাংশ বেতন দেওয়া হতো। পরে ২০০৫ সালে সরকার ৫ শতাংশ বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়; কিন্তু উৎসব ভাতা বাড়েনি।

MPO ভূক্ত কর্মচারী ও সরকারী কর্মচারীদের বেতন ভাতার পার্থক্য

সরকারি সুযোগ সুবিধা ২০২৫বেতন ভাতাদিবেসরকারি সুযোগ সুবিধা ২০২৫বেতন ভাতাদি
সরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন গ্রেড(জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক)সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন গ্রেড(জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক)
বাড়ি ভাড়া ভাতা(উপজেলা মূল বেতনের ৪৫%, ৫০%, ৬০%)বাড়ি ভাড়ানির্ধারিত ১০০০/- টাকা।
চিকিৎসা ভাতা১,৫০০/-চিকিৎসা ভাতা৫০০/-
    
বৈশাখী ভাতা২০%বৈশাখী ভাতা২০%
উৎসব ভাতা১০০%উৎসব ভাতাশিক্ষকদের ২৫% কর্মচারীদের ৫০%
বার্ষিক ইনক্রিমেন্টগড়ে ৫% বা বেশিবার্ষিক ইনক্রিমেন্টনির্ধারিত ৫% হারে
পদোন্নতিবিদ্যমানপদোন্নতিনেই বললেই চলে
বদলির সুযোগবিদ্যমানবদলির সুযোগসুযোগ নাই

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *