Ex Bangladesh Leave App Format 2025 । বহিঃ বাংলাদেশ ছুটি মঞ্জুরীর আবেদনপত্র (নমুনা সংযুক্ত) কোথায় পাবে?
সরকারি চাকুরিজীবীদের ব্যক্তিগত কাজে বিদেশ যাওয়া বা চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের প্রয়োজন পড়ে। ইচ্ছে করলেই সরকারকে না জানিয়ে ২০তম গ্রেড থেকে ০১ তম গ্রেডের কোন কর্মচারী বিদেশ যেতে বা দেশ ত্যাগ করতে পারেনা। সাধারণত প্রত্যেক কর্মচারীদেরকে তার সদর দপ্তরের কাজে আবেদন করে বিদেশ যাওয়া জন্য বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুর করে নিতে হয়-Ex Bangladesh Leave App Format 2025
আপনার নিজের বা পরিবারের যে কোন সদস্যদের চিকিৎসার জন্য বিদেশ যেতে হলেও আপনাকে কোন একটি কারণ দেখিয়ে আবেদন করতে হবে।
বহিঃ বাংলাদেশ ছুটি কি? বহিঃ বাংলাদেশ ছুটি বলতে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যক্তিগত প্রয়োজনে (যেমন ভ্রমণ, চিকিৎসা, আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ, হজ পালন ইত্যাদি) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাংলাদেশের বাইরে অবস্থানের জন্য যে ছুটি মঞ্জুর করা হয়, তাকে বোঝায়। এই ছুটি ভোগের জন্য অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন প্রয়োজন। সাধারণত এই অনুমোদনের জন্য সরকারি আদেশ (Government Order বা GO) জারি করা হয়।
এটি কি অর্জিত ছুটি? হ্যাঁ। সাধারণত এটি অর্জিত ছুটি (Earned Leave) থেকে কর্তন করা হয়। তবে ক্ষেত্রবিশেষে অন্যান্য প্রকার ছুটিও (যেমন বিনা বেতনে ছুটি) অনুমোদিত হতে পারে। ছুটির সময় বেতন ও ভাতা প্রাপ্তি নির্দিষ্ট বিধিমালা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। কর্তৃপক্ষ ছুটির সাথে নির্দিষ্ট শর্ত আরোপ করতে পারে, যা কর্মচারীকে মেনে চলতে হয়। সহজভাবে বললে, সরকারি চাকরিজীবী যখন নিজের প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ছুটি নেন, তখন তাকে বহিঃ বাংলাদেশ ছুটি বলা হয়।
নিচে একটি নমুনা কপি প্রদর্শন করা হলো।
সরকারি চাকুরিজীবীদের ব্যক্তিগত কাজে বিদেশ যাওয়া বা চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের প্রয়োজন পড়ে। ইচ্ছে করলেই সরকারকে না জানিয়ে ২০তম গ্রেড থেকে ০১ তম গ্রেডের কোন কর্মচারী বিদেশ যেতে বা দেশ ত্যাগ করতে পারেনা। সাধারণত প্রত্যেক কর্মচারীদেরকে তার সদর দপ্তরের কাজে আবেদন করে বিদেশ যাওয়া জন্য বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুর করে নিতে হয়।
শেষ: এ সংক্রান্ত কোন সাহায্য প্রয়োজন হলে আপনি ইমেইল করতে পারেন: alaminmia.tangail@gmail.com ঠিকানায়। ধন্যবাদ

আসসালামুআলাইকুম,
আমি যদি সরকারী ছুটির মধ্যে বাংলাদেশের বাহিরে যাই তা হলে আমি কীভাবে ছুটিতে যাব। বিস্তারিত জানতে চাই। আইন সহ।
জিও জারি করে দেশের বাহিরে যেতে হবে। সরকারি অনুমতি ব্যতীত দেশের বাহিরে যাওয়া যাবে না। অর্জিত ছুটি নিয়ে দেশের বাহিরে যেতে হবে।
আমি বহিঃ বাংলাদেশ ছুটি নিয়ে ভারতে চিকিৎসার জন্য যাই। ১৫ দিন অনুমোদিত ছুটির অতিরিক্ত থাকি। এই ছুটি কিভাবে নিব। এই
ছুটি পরবর্তী ছুটির আবেদন করুন। ভূতাপেক্ষা ছুটি মঞ্জুর করবে সরকার বা কর্তৃপক্ষ।
আমার মা একজন সরকারি চাকরিজীবী। তিনি গত 33 বছর ধরে পরিবার পরিকল্পনায় কাজ করছেন। আমার মা আমাকে ইউরোপে দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি তার ছুটি এবং বাংলাদেশের বাইরে যাওয়ার অনুমতি নিয়ে চিন্তিত। লোকেরা তাকে বলেছিল যে সে বাংলাদেশ থেকে বাইরে বেড়াতে গেলে তার পেনশনের সমস্যা হবে। এটা কি সত্যি? এই অবস্থায় তার পেনশন পর্যন্ত অপেক্ষা করা উচিত? আমি আপনার মূল্যবান উত্তর জন্য অপেক্ষা করছি.
অবশ্যই না। বহি: বাংলাদেশ ছুটি পেনশনের সাথে সম্পৃক্ত নয়। ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে তিনি সর্বোচ্চ ৪ মাস পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। এই ছুটি বহি: বাংলাদেশ ছুটিতে রুপান্তর করে বা আদেশ জারি করে বাহির থেকে ঘুরে আসতে পারবেন।
একজন কর্মচারী পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করার উদ্দেশ্যে বহিঃবাংলাদেশ ছুটি নিয়ে সেখানে গিয়ে পড়াশুনার জন্য ভাল সুযোগ পেলে কিভাবে সেখান থেকে উচ্চশিক্ষা ছুটি মঞ্জুর করা হবে।
নবম বা উপরের গ্রেডের ক্ষেত্রে এমন সুযোগ পায় যদি সুপারিশ করার লোক থাকে। চেস্টার করতে পারেন। তবে স্কলারশীপ নিয়ে গেলে এমনিতেই প্রেষণ ছুটি পাবেন।
আমি একজন সরকারি কর্মচারি আমার চাকুরিতে যোগদানের 1 বছর হয়েছে আমি কি 2 মাসের জন্য বিদেশ গমনের কোন ছুটি প্যাপ্য আছি কিনা
অবশ্যই প্রতি বছর ৩৩ দিন দিন পূর্ণ গড় বেতনে এবং ৩২ দিন অর্ধগড় বেতনে অর্জিত ছুটি জমা হয়। ঐখান থেকেই আপনি বহি: বাংলাদেশ ছুটি ভোগ করতে পারবেন।
স্যার, আসসালামু আলাইকুম।
আমি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। রমজানের অবকাশে আমার সন্তানের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। আমি কি অবকাশকালীন বিদেশ গমনের অনুভূতি পাব? যদি পাই তাহলে আমাকে সে বিধিমালা প্রদানের অনুরোধ করছি।
ফারুক হোসেন
না। এমন বিধি আমার জানা নেই। আপনাকে অর্জিত ছুটি বা বিনা বেতনে ছুটিকে বহি: বাংলাদেশ রূপান্তর করেই বিদেশ যেতে হবে।
আমাার জিও হয়েছে ১৪-০২-২০২৩ তারিখে। উক্ত জিওতে আমি ছুটি চেয়েছি ২০-০৩-২০২৩ হতে ০৪-০৪-২০২৩ তারিখ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে । এ অবস্থায় আমি জিও দেখিয়ে বিদেশ (ভারত) জেতে পরবো কিনা? এই জিও দিয়ে ১৯-০৪-২০২৩ তারিখ হতে ছুটি ভোগ করতে পারবো কিনা?
যেহেতু ছুটি ভোগের প্রকৃত তারিখ উল্লেখ আছে। তাই করতে পারবেন।
বাংলাদেশে কি এরকম কোনো গ্রুপ আছে যারা বিভিন্ন দেশে ঘুরতে যায়? থাকলে জানাবেন। কৃতজ্ঞ থাকবো।
ফেসবুকে খোজ করুন পাবেন।
আসসালামু আলাইকুম আমার স্ত্রী একজন প্রাইমারী শিক্ষক। আমাদের সন্তানের চিকিৎসার জন্য ভারত যাওয়া জরুরী। ছুটির জন্য আবেদনের যাবতীয় নমুনা কপি পেলে খুব উপকার হতো।
https://bdservicerules.info/%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6/
বহি বাংলাদেশ ১৫ / ৩০ দিনের ছুটির যে প্রজ্ঞাপন আছে ওটার লিংক আমার খুব দরকার।
এ সংক্রান্ত আদেশগুলো এখানে দেখুন
আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বহি বাংলাদেশ ছুটির জন্য আবেদনের সাথে আমাকে কি কি সংযুক্তি দিতে হবে?
১. আবেদন পত্র
২. আবেদন ফরম এ বিস্তারিত
৩. অর্জিত ছুটির হিসাব (কত নং ফরম)
৪. পাসপোর্টের ফটোকপি।
আর কিছু?
ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণের আবেদন ফরম
এবং https://fid.portal.gov.bd/sites/default/files/files/fid.portal.gov.bd/page/348dce89_d9c1_4a3b_9bc8_c21686903db2/ex-Bangladesh%20%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%20%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE.pdf দিতে হবে।
আমি উপ সহকারী প্রকৌশলী পদে ১০ বছর যাবত কর্মরত আছি। সম্প্রতি আমি অন্য একটি দেশের ভিসা পেয়েছি। সেক্ষেত্রে আমি কীভাবে যেতে পারি। একটু পরামর্শ দিবেন।
বহি: বাংলাদেশ ছুটি নিয়ে যেতে পারেন। স্থায়ীভাবে যেতে চাইলে চাকরি ছেড়ে দিয়ে যেতে পারেন।