সরকারি কর্মচারী চাকরি শেষে পেনশন পেয়ে থাকেন- এক্ষেত্রে তাকে তার বয়স ৫৯ বছর পূর্ণ করতে হয়- নতুবা চাকরির ২৫ বছর পূর্ণ করলে পেনশনে যেতে পারে-পারিবারিক পেনশন আইন ২০২৪
তিনি যদি এই দুটি শর্ত পূরণ করার পূর্বেই মৃত্যুবরণ করে থাকে তখন পারিবারিক পেনশন মঞ্জুর করা হয়। ২৫ বছর পূর্ণ করেও মৃত্যু বরণ করতে পারেন সে ক্ষেত্রে অথবা অবসরের পর মারা গেলেও পারিবারিক পেনশন মঞ্জুর করা হয়। পরিবারিক পেনশন তার পরিবার পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুসারে পেনশনযোগ্য চাকরিকাল অনুসারে পেনশন দাবী নিষ্পত্তি করা হয়। কোন কর্মচারী চাকরি হইতে অবসর গ্রহণ করিলে উক্ত কর্মচারী অথবা তাঁহার মৃত্যুতে তাঁহার পরিবার নিম্নোক্ত সুবিধাদি পাইবেন।
নিজ অবসর বা পরিবারিক পেনশন ২০২৪ । পেনশনে থাকাকালীন যে সকল সুবিধা গ্রহণ করা যায়
- (ক) পেনশন;
- (খ) পারিবারিক পেনশন;
- (গ) আনুতোষিক;
- (ঘ) চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হইয়া পড়া অথবা চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে মৃুত্যুবরণকারী কর্মচারীকে/পরিবারকে প্রদেয় এককালীন বিশেষ আর্থিক সহায়তা;
- (ঙ) চিকিৎসা ভাতা;
- (চ) চিকিৎসা সুবিধা;
- (ছ) উৎসব ভাতা;
- (জ) বাংলা নববর্ষ ভাতা;
- (ঝ) অবসর-উত্তর ছুটি;
- (ঞ) ছুটি নগদায়ন;
- (ট) যৌথবীমা তহবিলের সুবিধা;
- (ঠ) কল্যাণ তহবিলের সুবিধা; এবং
- (ড) ভবিষ্য তহবিলের সঞ্চিত অর্থসহ সঞ্চিত অর্থের ইনক্রিমেন্ট/সুদ।
পারিবারিক পেনশন কখন দেওয়া হয়?
পারিবারিক পেনশন হলো এমন একটি আর্থিক সুবিধা যা কোন সংস্থা বা সরকার মাধ্যমে সম্পাদিত হয়। এটি পরিবারের সদস্যদের বয়স, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু বা অন্যান্য সমস্যার কারণে আয়কর কর্মচারী, সেনাবাহিনীর সদস্য, বিদেশী কর্মচারী এবং অন্যান্য লোকদের জন্য প্রদান করা হয়। পারিবারিক পেনশন একটি লক্ষ্য রাখে যে প্রত্যেক সদস্যের জীবনযাপনের একটি নির্দিষ্ট পরিমাণ পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়। পারিবারিক পেনশনের কিছু উদাহরণ হলো বিভিন্ন দেশের সরকারি পেনশন যেমন বাংলাদেশের ওয়েলফেয়ার এবং ওল্ড এজ আলাদা পেনশন, ভারতের ন্যাশনাল পেনশন সিস্টেম এবং আমেরিকার সোশ্যাল সিকিউরিটি সিস্টেম।
সর্বশেষ বেসিক বা মূল বেতন অনুসারে পেনশন হিসাব হয় । চাকরিকাল পেনশন হিসাবেরও অন্যতম ভিত্তি
আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালার সম্পূর্ন বইটির PDF কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
FAQ’s
০১। পেনশন কত দিন পাওয়া যায়?
উত্তর: আজীবন পেনশন পাওয়া যায়।
০২। স্ত্রী বা স্বামী ছাড়াও কি পরিবারের অন্য সদস্য আজীবন পেনশন পায়?
উত্তর: না।
০৩। সন্তান কি পেনশন পেতে পারেন?
উত্তর: পারেন। ২৫ বছর বয়স পর্যন্ত অথবা পেনশন যাওয়ার পর ১৫ বছর পর্যন্ত যে কোন বয়সের সন্তান।
০৪। একাধিক স্ত্রী থাকলে?
উত্তর: দু’জনে সম অংশ পাবেন।