সরকার নির্ধারিত সময়ের মধ্যে পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়ােজনীয় সকল ডকুমেন্ট যথাযথ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হয়। সরাসরি কোন আবেদন গ্রহণযােগ্য হবে না। আবেদনপত্রের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) হতে ডাউনলােড করা যাবে-মাস্টার্স ফেলোশিপ ২০২৪
ফেলোশীপ আবেদনের শর্ত কি? আবেদনপত্রের সংগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত Unconditional Offer Letter (Full time) সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে Times Higher Education এর সর্বশেষ World University Ranking (over all)-এ উল্লিখিত University-সমূহের মধ্যে ৩০০ পর্যন্ত র্যাংকিং এর University হতে Offer Letter প্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন বিবেচ্য হবে। আবেদনের শেষ তারিখ পর্যন্ত কার্যকর (valid) TOEFL iBT/IELTS (Academic) স্কোর থাকতে হবে। আবেদনকারীগণের IELTS-এ ন্যূনতম স্কোর ৬.০ হতে হবে (Individual Band Score সর্বোচ্চ ১ টি ৫.৫ গ্রহণযােগ্য)। তদ্রুপ TOEFL-এ সমমান প্রাপ্তগণও বিবেচ্য হবেন।
ফেলোশীপ আবেদনের সর্বোচ্চ বয়সসীমা কত? মাস্টার্স প্রােগ্রামে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।। চাকরিতে প্রবেশের পরে দেশে ও বিদেশে প্রেষণে/শিক্ষা ছুটিতে মাস্টার্স সম্পন্ন করে থাকলে, এ প্রকল্পের | আওতায় দ্বিতীয় বৈদেশিক মাস্টার্সের জন্য বিবেচিত হবেন না। মাস্টার্স কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হবে। সরকারি/বেসরকারি/ আন্তর্জাতিক কোন পূর্ণাঙ্গ বা আংশিক বৃত্তি/ফেলােশিপপ্রাপ্ত প্রার্থীগণ এ মাস্টার্স কোর্সের জন্য বিবেচিত হবেন না।
সর্বোচ্চ কয় বছর বিদেশ থাকা যায়? চূড়ান্তভাবে নির্বাচিত/মনােনীত কর্মকর্তাগণের অধ্যয়নের বিষয়/বিশ্ববিদ্যালয় (Times Higher Education) এর-উচ্চতর Ranking এর ক্ষেত্রে প্রযোজ্য)/কোর্স-সেশন সর্বোচ্চ একবার যৌক্তিক কারণে পরিবর্তনযােগ্য। চূড়ান্তভাবে নির্বাচিত/মনােনীত প্রার্থীগণকে আবশ্যিকভাবে নির্ধারিত বিশ্ববিদ্যালয় ও নির্ধারিত সেশনে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে, প্রার্থীর ব্যক্তিগত কোন কারণে নির্ধারিত কোর্সে, নির্ধারিত সেশনে অংশগ্রহণে ব্যর্থ হলে মনােনীত প্রার্থীর মনােনয়ন সরাসরি বাতিল বলে গণ্য হবে। উক্ত প্রার্থী ভবিষ্যতে এ প্রকল্পের আওতায় সকল প্রকার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না। বৈদেশিক মাস্টার্স ডিগ্রিতে মনােনীত কর্মকর্তাগণ কাঙ্ক্ষিত অধ্যয়ন শেষে দেশে ফিরে ন্যূনতম ০২ বছর দেশে কর্মজীবন অতিবাহিত করবেন মর্মে দুই জন উপযুক্ত সাক্ষীর স্বাক্ষরসহ নির্ধারিত ফরমে ৩০০ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড প্রদান করবেন। মাস্টার্স বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের On Campus পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।
বৈদেশিক বৈদেশিক মাস্টার্স ফেলোশিপ অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রাপ্ত কর্মকর্তাগন । যারা ফেলোশিপে মাস্টার্স সম্পন্ন করবে
ফেলোশীপের বিষয় ২০২৪ । যে সকল বিষয়ে ফেলোশীপ মাস্টার্স সম্পন্ন করা যায়
- Public Management/ Public Policy/ Governance/ Development Administration
- Environmental Issues/Global Warming/Climate Change
- Disaster Management
- Renewable Energy
- Economics/ Development Economics/Finance
- Sustainable Development/Development Studies
- Social Studies/Gender studies/Sociology
- Financial Management/ Business & Trade
- Diplomacy/Negotiations
- Organizational Leadership/ICT Management
- Policy Evolution/ Policy Implementation/ International Development Law/International
- Law and other relevant issues
ফেলোশীপ করতে টোফেল লাগে কি?
হ্যাঁ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। চাকরি স্থায়ী হতে হবে। সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের প্রত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। আবেদনকারীগণের IELTS-এ ন্যূনতম Band Score ৬.০ হতে হবে এবং Individual Band Score একটির বেশী ৫.৫ গ্রহণযােগ্য হবে না/TOEFL-এ সমমান।। চাকরি জীবনে যারা ইতােপূর্বে প্রেষণে/শিক্ষাছুটি প্রাপ্ত হয়ে দেশে/বিদেশে পিএইচডি/মাস্টার্স সম্পন্ন করেছেন তাঁদের আবেদন করার প্রয়ােজন নেই। কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে কর্মকর্তার মেধাকে অগ্রাধিকার প্রদান করা হবে; সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থের প্রয়ােজন হলে প্রার্থীকে তা নিজস্ব তহবিল হতে বহন করতে হবে।
আবেদন ছক: ডাউনলোড