বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

মুক্তিযোদ্ধা ভাতা ২০২৫ । সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রকৃতপক্ষে প্রাপ্ত ভাতার পরিমান কত?

বাংলাদেশের সাধারণ জনগণ অনেকেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত ও শহীদ পরিবাবর্গের রাস্ট্রীয় সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কত পান সে বিষয়ে জ্ঞাত নয়। ২০১৪ সালের আদেশ মোতাবেক ডি শ্রেণীর একজন সাধারণ মুক্তিযোদ্ধা যা যা পাবেন-মুক্তিযোদ্ধা ভাতা ২০২৫

মাসিক মূল ভাতা-৪,০০০/- + চিকিৎসা ভাতা-১,৭০০/- + সাহায্যকারী ভাতা-০০/- + খাদ্য ভাতা-৪,০০০/- + বিবিধ ভাতা-০০/- মোট মাসিক ভাতার পরিমান ছিল  ৪০০০+১৭০০+৪০০০ = ৯,৭০০ টাকা মাত্র। ২০১৪ সালের সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রকৃতপক্ষে প্রাপ্ত ভাতার পরিমান  বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড

২০২৫ সালে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার পরিমাণ ২০,০০০ টাকা। এর পাশাপাশি, তারা আরও কিছু ভাতা পেয়ে থাকেন:

ঈদ বোনাস: বছরে দুটি ঈদ উৎসবের জন্য ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা।

স্বাধীনতা দিবস ভাতা: ৫,০০০ টাকা।

পহেলা বৈশাখ ভাতা: ২,০০০ টাকা।

এই হিসেবে, একজন সাধারণ মুক্তিযোদ্ধা বছরে মোট ২,৬৭,০০০ টাকা ভাতা পেয়ে থাকেন।

এছাড়া, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আরও বেশি পরিমাণে ভাতা পেয়ে থাকেন।

পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সর্বমোট সাকুল্য বেতন বৃদ্ধি করে ন্যূনতম ২০,০০০ টাকা করা হয়। 

মুক্তিযোদ্ধা ভাতা ২০২৩ । সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রকৃতপক্ষে প্রাপ্ত ভাতার পরিমান কত?/

জানুয়ারি ২০২৩ মাসের জন্য ২,১৯,৭৫৮ জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৬৯,৬২,৪১,৭৫৫/- (তিনশত উণসত্তর কোটি বাষট্টি লক্ষ একচল্লিশ হাজার সাতশত পঞ্চান্ন) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন।

শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার মাসিক কত টাকা পান?

মাসিক মূল ভাতা ২৩,০০০/-+চিকিৎসা ভাতা ২০০০ টাকা +খাদ্য ভাতা ৫০০০ টাকা সহ সর্বমোট ৩০,০০০ টাকা ভাতা হিসেবে পেয়ে থাকেন।

মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বর্তমানে সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা হারে সম্মানি ভাতার পাশাপাশি ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা পান। মুক্তিযোদ্ধা ভাতা 2022 । “এ” শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৪৫,০০০ টাকা

 

Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *