দেশের প্রায় বেশিরভাগ দৈনিক পত্রিকায় এই বিষয়টি ছাপা হয়েছে যে পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে- তাদের বেতন আসলে বেড়ে কত হচ্ছে সে বিষয়টি কোন পত্রিকায় পরিষ্কার করেনি – পোশাক শ্রমিকদের বেতন ২০২৫
গার্মেন্টস কর্মচারীদের বেতন কত বৃদ্ধি পেল? নতুন মূল মজুরি ধরা হয়েছে ৬৭০০ টাকা। অর্থাৎ এই গ্রেডে মূল মজুরি ৬৩ শতাংশ বাড়ানো হয়েছে বলা হলেও, তা প্রকৃতপক্ষে বেড়েছে ২৮.০৪ শতাংশ। গ্রেড চারের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ২৬.৫২ শতাংশ। একইভাবে, গ্রেড তিন, দুই ও এক-এর ক্ষেত্রে মূল মজুরি প্রকৃত বৃদ্ধি পাবে ২৪.১৬ শতাংশ, ২৩.৯৭ শতাংশ এবং ২৪.৭১ শতাংশ। অন্যান্য কর্মীদের বেতন ভাতাদি চূড়ান্ত গেজেট প্রকাশিত হলেও গামের্ন্টস কর্মীদের বেতন ভাতাদির খসড়া গেজেট প্রকাশিত হয়েছে । ২০২৩ সালে মজুরি কাঠামো প্রকাশিত হয়েছে সেখানে সর্বনিম্ন মূল মজুরি ছিল ৬৭০০ টাকা সেখানে ৯% বাড়লে কত টাকা বাড়বে? ৬৭০০*৯% = ৬০৩ টাকা অথাৎ মূল মজুরি বেড়ে দাঁড়াবে ৭৩০৩ টাকা।
প্রতিবছর কত শতাংশ বাড়তো? ৫%। পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠকে। সোমবার সরকার, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, চলতি ডিসেম্বর থেকে ৯ শতাংশ হারে মজুরি বাড়বে, যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা। বেতন বৃদ্ধির সঙ্গে সবশেষ সংশোধিত শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে।
বাড়তি বেতন কি ডিসেম্বর হতেই পাওয়া যাবে? না। সামগ্রিক বিষয় বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এটি বাড়ানো হতো। আর বাকি ৪ শতাংশ ইনক্রিমেন্ট দিতে মালিক ও শ্রমিক পক্ষ মিলে সম্মত হয়েছে। ডিসেম্বরের বেতনের সঙ্গেই শ্রমিকরা এই বাড়তি মজুরি পাবেন।
সব পত্রিকায় মজুরের বৃদ্ধির আলোচনা/ সব মিলিয়ে কি এক হাজার টাকা বাড়ে?
কাজির গরু কাগজে আছে কিন্তু গোয়ালে নেই। মূল্য স্মৃতি যেখানে ১০ থেকে ১১ শতাংশ সেখানে মজুরি বৃদ্ধ করা হচ্ছে নয় পার্সেন্ট। তাহলে ঘাটতি কত থাকলো? সে কথা কেউ বলে না।
Caption: Daily News
গার্মেন্টস কর্মীদের মোট বেতন ২০২৩ । ৯% বাড়লে শুধু মূল বেতন ও বাড়ি ভাড়া বাড়বে
- গ্রেড ১ মূল বেতন ৮২০০ টাকা
- গ্রেড ২ মূল বেতন ৭৮০০ টাকা
- গ্রেড ৩ মূল বেতন ৭৪০০ টাকা
- গ্রেড ৪ মূল বেতন ৭০৫০ টাকা
- গ্রেড৫ মূল বেতন ৬৭০০ টাকা
গার্মেন্টস শ্রমিকের বেতন কত বাড়লো?
সবমিলিয়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন ১ হাজার টাকা থেকে বারোশো টাকার মত বৃদ্ধি পাবে। এ নিয়ে হইচই শুরু হয়ে গেছে যেখানে মূল্যস্ফীতি 10% এর উপরে সেখানে মজুরি বৃদ্ধি মাত্র ৯ পার্সেন্ট। কেউ আসলে শ্রমিকদের পক্ষে কথা বলতে চায় না কেউ বলে না এই ১২-১৪ হাজার টাকায় আজকের দিনে সংসার চালানো সম্ভব। সবাই নীতি কথা বলে গরিবের পক্ষে কথা বলার মত লোক খুঁজে পাওয়া দুষ্কর। সরকার এবং মালিক মিলে ৪% বৃদ্ধি দিয়ে যেন মাথা কিনে নিয়েছে সবার।
গ্রেড-১ -৮২০০ টাকা | গ্রেড ৪-৭০৫০ টাকা | সর্বনিম্ন বাড়ি ভাড়া ৩৩৫০ টাকা |
গ্রেড- ২ -৭৮০০ টাকা | গ্রেড ৫-৬৭০০ টাকা | চিকিৎসা ভাতা ৭৫০ টাকা |
গ্রেড ৩- ৭৪০০ টাকা | সর্বোচ্চ বাড়ি ভাড়া ৪১০০ টাকা | যাতায়াত ৪৫০ টাকা |
সর্বশেষ খাদ্য ভাতা ১২৫০ টাকা। সবার সমহারে নির্ধারণ করা হয়েছে। মূল মজুরি বাড়িভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা খাদ্য ভাতা সবমিলিয়ে সর্বোচ্চ মজুরি দাঁড়ায় ১৪ হাজার ৭৫০ টাকা এবং সর্বনিম্নজুরির দাড়ায় ১২ হাজার ৫০০ টাকা। এখানে শুধু মূল বেতন বাড়বে এবং বাড়ি ভাড়া বাড়বে। অন্যান্য ভাতা গুলো একই থাকবে।
গার্মেন্টস শ্রমিকদের বেতন গ্রেড তালিকা ২০২৪ পিডিএফ । গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন কত?