সরকারি দপ্তরে বেতন, ভ্রমণ ও আনুষাংগিক বিভিন্ন বিল করতে হয় যা হাতে লিখে করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার আপনি কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন-Govt. All Kinds of Bill Form Download
সরকারি বিল ফরম কি? সরকারি বিল ফরম হলো সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কাজের জন্য ব্যয় করা টাকা দাবি করার জন্য ব্যবহৃত একটি নথি। বিভিন্ন ধরণের কাজের জন্য আলাদা আলাদা বিল ফরম ব্যবহার করা হয়। বেতন বিল: সরকারি কর্মচারীদের বেতন দাবি করার জন্য। ভ্রমণ ব্যয় বিল: সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে ভ্রমণের জন্য ব্যয় করা টাকা দাবি করার জন্য। ক্রয়, সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল: সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান কর্তৃক ক্রয় করা দ্রব্য, সরবরাহ ও সেবার জন্য ব্যয় করা টাকা দাবি করার জন্য। অন্যান্য বিল: চিকিৎসা বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল ইত্যাদি।
ওয়ার্ড ফাইল হবে? হ্যাঁ। সকল ফরম এমএস ওয়ার্ড এ করা। গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল ফরম। নন গেজেটেড কর্মচারীদের বেতন বিল ফরম । ভ্রমণ ব্যয় বিল গেজেটেড কর্মকর্তা ফরম। ভ্রমণ ব্যয় বিল নন-গেজেটেড কর্মচারী ফরম। ক্রয় সরবরাহ ও ব্যয় বিল ফরম। সঠিক ও স্পষ্টভাবে সকল প্রয়োজনীয় তথ্য যথাযথ স্থানে লিখুন। প্রযোজ্য ক্ষেত্রে, সমর্থনকারী কাগজপত্র (যেমন, ভ্রমণ ভাউচার, রসিদ ইত্যাদি) সংযুক্ত করুন। বিলটি সঠিকভাবে স্বাক্ষরিত ও অনুমোদিত করুন। নির্ধারিত সময়ের মধ্যে বিলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিন।
সরকারি বিল তৈরি ফরম ডাউনলোড । সরকারী কোষাগার হতে টাকা উত্তোলনের জন্য যে ফরমে বিল করতে হয়
আপনি বাংলাদেশ সরকারের প্রিন্টিং অফিসের ওয়েবসাইট (https://forms.portal.gov.bd) থেকে বিভিন্ন ধরণের সরকারি বিল ফরম ডাউনলোড করতে পারেন।এছাড়াও, আপনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও বিল ফরম ডাউনলোড করতে পারেন।
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষুধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
- সরকারি চাকুরিকাল কি? । পদোন্নতির জন্য চাকুরিকাল গণনায় বিবেচ্য বিষয়গুলি কি কি?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
সকল বিল ফরমসমূহ MS Word এ একসাথে: ডাউনলোড । All Bill Form PDF । TA Bill Blank Form PDF: Download
সরকারি বিল কোথায় পাশ হয়?
বিল ফরম তৈরি সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন তা হলো বিল ফরম পূরণের ক্ষেত্রে কোন বিষয়ে সন্দেহ থাকলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। ভুল তথ্য দিয়ে বিল পূরণ করলে তা বাতিল হতে পারে। নির্ধারিত সময়ের পর বিল জমা দিলে তা গ্রহণ করা নাও হতে পারে। বিল পাশের জন্য নির্ধারিত হিসাবরক্ষণ অফিসে যেতে হবে এবং সোনালী ব্যাংক বা নির্ধারিত ব্যাংক হতে ক্যাশ করতে হবে।
This is my running mail
কোন স্কুল/কলেজ ২০২৪ সালে এসে ২০১৮ সাল হতে জাতীয় করনের মঞ্জিরী পায়।
তবে কি ঐ স্কুল/কলেজ ২০১৮ সাল হতে শ্রান্তি বিনোদনের বকেয়া পাওয়ার কোন সুযোগ আছে ?
এসব ক্ষেত্রে ভাতাগুলো বকেয়া পাওয়া যাবে না।
তাহলে ইনাদের শ্রান্তি বিনোদন পাওয়ার নিয়ম কি ?
কবে আবেদন করবে ?
ধরা হলো ২০২৪ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে মঞ্জুরী প্রদান করা হলো। ২০১৮ সালের ২৭ শে
সেপ্টেম্বর থেকে তা গননা করা হবে বলে।
ধরে নিলাম ১ লা জুলাই/২৪ তাদের এ বিষয়ে করণীয় কি।
আর হ্যাঁ আপনাদের এমন কোন লাইফ চ্যাট সিস্টেম আছে নাকি যেখানে কিছুক্ষণের মধ্যে উত্তর পাওয়া যায়।কারণ অনেক সময় আমি কোথায় কমেন্ট করেছি সেটাই খুজে পাইনা।
ধন্যবাদ
অনুগ্রহ করে alaminmia.tangail@gmail.com এ মেইল করুন। বিস্তারিত লিখে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।
যে তারিখ হতে রেগুলার করা হলে ঐ তারিখ হতে শ্রান্তি বিনোদন ছুটির হিসাব করা হবে। যা চলে গেছে তো গেছেই। কারণ শুধু ভাতা পাওয়ার সুযোগ নেই। শ্রান্তি বিনোদনের ক্ষেত্রে ছুটি এবং ভাতা একই সাথে ভোগ করতে হয়। বকেয়া পাওয়া যায় না।