নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

সরকারি নৈমিত্তিক ছুটির আবেদন নমুনা ২০২৪ । নৈমিত্তিক ছুটি সর্বোচ্চ কতদিন ভোগ করা যায়?

সরকারি কর্মচারীরা বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকেন। আসলে নৈমিত্তিক ছুটি কোন ছুটিই নয়। নৈমিত্তিক ছুটি কালীন সময়কে কর্মরত কাল হিসাবেই গন্য করা হয়। সর্বোচ্চ ১০ দিন ছুটি এক সাথে ভোগ করা যাবে। এর বেশি প্রয়োজন হলে অর্জিত ছুটি নিতে হবে।

পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ ১৫ দিনে দেওয়া যেতে পারে। জনস্বার্থে অফিস প্রদান নৈমিত্তিক ছুটি মঞ্জুর নাও করতে পারেন। এ ছুটি কোন অধিকার নয়, এটা দৈননন্দিন জরুরী প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। ছোটখাটো কাজে অর্জিত ছুটি নিতে হয় না। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ যথেষ্ট। নৈমিত্তিক ছুটির দরখাস্তের ফরম । CL Leave Form

প্রধান সামরিক আইন প্রশাসকের সচিবালয়, সংস্থাপন বিভাগের ৮ই এপ্রিল, ১৯৮২ইং তারিখের ইডি (রেগ-৬১)/ছুটি-১৪/৮১-২৪(৫০০১) নম্বর বিজ্ঞপ্তিতে নৈমিত্তিক ছুটি মঞ্জুরী সংক্রান্ত নির্দেশমালা জারি করা হয়েছে।

পূর্ববর্তী সকল আদেশ বাতিলক্রমে সরকার নিম্নোক্ত আদেশ জারী করিতেছেনঃ

নৈমিত্তিক ছুটি চাকুরী বিধিমালা স্বীকৃত ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটি জনিত অনুপস্থিতিকে কাজে অনুপস্থিতি হিসাবে গণ্য করা হয় না। বাংলাদেশ চাকুরী বিধিমালার প্রথম খন্ডের ১৯৫ নং বিধির টীকা ২-এ উল্লেখিত শর্ত সাপেক্ষে এইরূপ ছুটি মঞ্জুর করা হয়। এই ধরণের ছুটিতে অনুপস্থিত কর্মকর্তার কর্মদায়িত্ব পালনের জন্য কোন বদলীর (Substitute) ব্যবস্থা করা হইবে না। তাই নৈমিত্তিক ছুটি ভোগকারী কর্মকর্তার অনুপস্থিতির কারণে যদি জনস্বার্থ ক্ষুন্ন হয় তাহা হইলে ছুটি প্রদানকারী ও ছুটি ভোগকারী কর্মকর্তা উভয়েই দায়ী থাকিবেন।

পঞ্জিকাবর্ষে সকল সরকারী কর্মচারী বৎসরে সর্বমোট ১৫ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করিতে পারিবেন। (পরবর্তীতে এটি ২০ দিন করা হয়েছে)

কোন সরকারী কর্মচারীকে একসংগে ১০ দিনের বেশী নৈমিত্তিক ছুটি প্রদান করা যাইবে না। তবে, অত্র বিভাগের ২৫-২-১৯৮২ তারিখের বিজ্ঞপ্তি ইডি (রেগ-৬)/ছুটি-১৩/৮০-১৪ মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলায় কর্মরত সকল কর্মচারীকে এক বৎসরে মঞ্জুরযোগ্য ১৫ দিনের নৈমিত্তিক ছুটি একই সংগে ভোগ করিতে দেওয়া যাইতে পারে।

কোন কর্মকর্তা আবেদন জানাইলে সর্বোচ্চ ৩ দিনের নৈমিত্তিক ছুটি একবার বা একাধিকবার রবিবার অথবা অন্য কোন সরকারী ছুটির দিনের পূর্বে অথবা পরে সংযুক্ত করার অনুমনি প্রদান করা যাইতে পারে। যে ক্ষেত্রে এই ধরণের আবেদন করা হইবে না বা অনুমতি দেওয়া হইবে না, সেই সকল ক্ষেত্রে রবিবার বা সরকারী ছুটির দিনগুলিও নৈমিত্তিক ছুটি হিসাবে গণ্য করা হইবে।

নৈমিত্তিক ছুটি উভয়দিকে সরকারী ছুটির সঙ্গে সংযুক্ত করা যাইবে না।
কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নৈমিত্তিক ছুটি ভোগকারী কোন ব্যক্তি সদরদপ্তর ত্যাগ করিতে পারিবে না।

নৈমিত্তিক ছুটিতে থাকালীন কোন ব্যক্তিকে সদরদপ্তর হইতে এমন দূরত্বে যাইতে অনুমতি দেওয়া যাইবে না, যেখান হইতে সদরদপ্তরের কাজে যোগদানের আদেশ পাওয়ার পর কাজে যোগদান করিতে ৪৮ ঘণ্টার অধিক সময় লাগিতে পারে।

নিয়মিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ অথবা অধন্তন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ নৈমিত্তিক ছুটি এবং তৎসংগে সদরদপ্তর ত্যাগের অনুমতি প্রদান করিতে পারিবেন। গুরুতর অসুস্থ্যতা, বিশেষ করিয়া সংক্রামক ব্যধির (যেমন, গুটি বসন্ত) ক্ষেত্রে কাজে যোগদানের নির্দেশ প্রাপ্তির সংগে সংগেই কাজে যোগদান সম্ভব নয় বিধায় এই সকল ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার প্রশ্ন উঠে না। তবে ব্যক্তিগত অসুবিধা, সামান্য অসুস্থ্যতা (যেমন, সাধারণ জ্বর) ইত্যাদি কারণে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যাইতে পারে। দুই পাশে সরকারি বা সাপ্তাহিক ছুটি লাগিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া যাবে না।

নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন কেহ বিদেশে গমন করিতে পারিবেন না। সরকারী কাজে অথবা প্রশিক্ষণার্থে বাংলাদেশের বাহিরে অবস্থানরত কর্মকর্তাদিগকে নৈমিত্তিক ছুটি প্রদান সরকার নিরুৎসাহিত করেন। তবে কেবল বিশেষ পরিস্থিতিতে অত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে নৈমিত্তিক ছুটি প্রদান করা যাইবে। এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশমালা সকল সরকারী কর্মকর্তা/কর্মচারীদিগকে গোচরীভূত করিবার জন্য অনুরোধ জানানো হইল। আদেশটি জারি করেছেন উপসচিব এ,এ, খান।

নৈমিত্তিক ছুটি আবেদন ফরম্যাট । যেভাবে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন করবেন

Casual Leave format bd

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: দু’পাশে সরকারি ছুটি থাকিলে মাঝের ১ বা ২ দিন কি নৈমিত্তিক ছুটি নেয়া যাবে?
  • উত্তর: না, সেক্ষেত্রে আপনারকে একপাশের সরকারি/সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে অর্থাৎ যোগ করে বন্ধের দিনসহ নৈমিত্তিক ছুটি নিতে হবে।
  • প্রশ্ন: দু’পাশে সরকারি ছুটি থাকিলে মাঝের ১ দিন রবিবার থাকে শুধু রবিবার নৈমিত্তিক ছুটি নেয়া যাবে?
  • উত্তর: না, সেক্ষেত্রে আপনারকে একপাশের সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে অর্থাৎ ২ দিন যোগ করে বন্ধের দিনসহ ৩ দিন নৈমিত্তিক ছুটি নিতে হবে।
  • প্রশ্ন: কর্তৃপক্ষ ডাকলে নৈমিত্তিক ছুটি শেষ হওয়ার পূর্বেই কি আসতে হবে?
  • উত্তর: হ্যাঁ, ৪৮ ঘন্টার মধ্যেই আসতে হবে। ৪৮ ঘন্টা অনেক সময় বর্তমানে দেশের যে কোন প্রান্ত থেকেই আসা সম্ভব।
  • প্রশ্ন: নৈমিত্তিক ছুটি কি কর্মকাল হিসাবে গন্য?
  • উত্তর: হ্যাঁ, নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন সকল সুবিধা ভোগ করা যায়, এ দিনগুলির জন্য সরকার বেতন দেয়। অন্য ছুটিতে সদস্য প্রকার আর্থিক সুবিধা বিদ্যমান নয়।
  • প্রশ্ন: একসাথে সর্বোচ্চ কতদিন নেয়া যায়?
  • উত্তর: ১০ দিন নেয়া যাবে। পার্বত্য এলাকার জন্য সর্বোচ্চ ১৫ দিন।

নৈমিত্তিক ছুটি ভোগের বিধি বিধান সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

নৈমিত্তিক ছুটির আবেদন নমুনা

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

20 thoughts on “সরকারি নৈমিত্তিক ছুটির আবেদন নমুনা ২০২৪ । নৈমিত্তিক ছুটি সর্বোচ্চ কতদিন ভোগ করা যায়?

  • প্রশ্ন :বর্তমানে শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি। এর আগে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার নৈমিত্তিক ছুটি ভোগ করতে চাইলে কি শুক্রবার ও শনিবার ও ছুটির অন্তর্ভুক্ত হবে? উল্লেখ্য রবিবার এবং সোমবার কোন সরকারী ছুটি নেই।

  • আপনি যদি সপ্তাহে একদিন অফিস করলে কোন দিকেই মিলিয়ে নিতে হবে না।

  • ১ দিন সিএল ছুটি নিয়ে গমন করার পর পরে আর ১ দিন ছুটি প্রয়োজন হলে সে ছুটি কি ছুটি হিসেবে গণ্য হবে?

  • সিএল ছুটি। কর্তৃপক্ষের টেলিফোনিক অনুমতি নিয়ে নিবেন।

  • সাধারণত পঞ্জিকা বর্ষের প্রথম দিন থেকে নৈমিত্তিক ছুটি গণনা করা হয়। কিন্তু যদি কয়েকজন পঞ্জিকা বর্ষের মাঝে যোগদান করেন (যেমন: এপ্রিল বা মে মাস) তবে, তাদের জন্য কতদিন নৈমিত্তিক ছুটি বরাদ্দ থাকবে? সেটা কি ২০ দিন থাকবে নাকি মাসের সংখ্যা কমে যাওয়াতে তাদের ছুটির পরিমাণও কমে আসবে?

  • ছুটির পরিমাণও আনুপাতিক হারে কমবে।

  • বহস্পতিবার অসুস্থ থাকায় স্কুলে উপস্থিত থাকতে পারি নি।প্রধান শিক্ষক কে ফোন দিয়ে জানান হয়েছিল।
    রবিবার থেকে ক্লাস নিচ্ছি।প্রধান শিক্ষক বলছেন ৩ দিনের ছুটির(বৃহস্পতি,শুক্র,শনি) আবেদন জমা দিতে। আমার কি করা উচিত।

  • আপনি একদিনের নৈমিত্তিক ছুটির আবেদন দিবেন। এমন কোন বিধি নাই।

  • নৈমিত্তিক ছুটি নিলে কি অর্জিত ছুটি থেকে ছুটি বাদ যায়?

  • রবিবার থেকে চার দিনের ছুটি চাইলে শুক্র-শনিবারসহ কি যোগ করতে হবে?

  • না। যদি আপনি বৃহস্পতিবার অফিস করেন।

  • শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারপর রবিবার নৈমিত্তিক ছুটি নিলাম। তারপর আবার সোমবার সরকারি ছুটি। তাহলে আমার কয়দিনের ছুটি হবে?

  • দুই দিন নিলেই হবে। রবিবার এবং সোমবার।

  • শুক্রবার, শনিবার, রবিবার সরকারী ছুটি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই ৪ দিন ছুটি নিতে হলে কয় দিনের ছুটির আবেদন করতে হবে?

  • পুজার ছুটি ০৯ হতে ১৯ তারিখ পর্যন্ত। আমি কি এর সঙ্গে ৭ দিন নৈমিত্তিক ছুটি নিতে পারব?

  • পারবেন। কর্তৃপক্ষ দিলে অবশ্যই পারবেন। শুক্র শনিসহ নিতে হবে।

  • সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে, টেলিফোনে জানিয়ে, সাতদিন ছুটিকাটিয়ে, পরে নৈমিত্তিক ছুটির আবেদন করা যায় কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *