স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৫-১০-২০১৯ খ্রি: তারিখের ৪৫.০০.০০০০.১৫৫.৯৯.০১৪.১৮.৬৮৭ নম্বর পরিপত্রের মাধ্যমে ডোপ টেস্ট পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। পরিপত্রটি নিম্নরুপ:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য সেবা বিভাগ,
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা,
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
স্মারক নং-৪৫.০০.০০০০১৫৫.৯৯.০১৪.১৮.৬৮৭; তারিখ: ১৫-১০-২১৯
পরিপত্র
বিষয়: ডোপ টেস্ট পরীক্ষার ফি নির্ধারণে সম্মতি জ্ঞাপন।
উপর্যুক্ত বিষয়ে অর্থ বিভাগের ১৭-০৯-২০১৯ তারিখের ০৭.০০.০০০০.১৪৫.২৭.০০২.১৫.৩২ সংখ্যক পত্রের পরিপ্রেক্ষিতে সরকারী চাকুরীতে নিয়োগের পূর্বে বাছাইকৃত ব্যক্তির বিদ্যমান স্বাস্থ্য পরীক্ষার সাথে ডোপ টেস্ট পরীক্ষা অন্তর্ভূক্ত করার লক্ষ্যে সকল সরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে Non specific test এবং Alcohol Test এর হার ছক অনুযায়ী নির্ধারণে নিম্নোক্ত শর্তে সম্মতি জ্ঞাপন করা হলো:
- Non Specific test-600/- ( (i) Benzodiazepines 150/- (ii) Amphetamine-150/- (iii) Oplates-150/- (iv) Cannabinoids-150 )
- Alcohol-300/-
২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(মো: আবু রায়হান মিয়া)
উপসচিব
ফোন: ৯৫৫৬৯৮৯
ডোপ টেস্ট পরীক্ষার ফি নির্ধারণে সম্মতি জ্ঞাপন সংক্রান্ত পরিপত্র সংগ্রহে রাখুন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: ডোপ টেস্ট করাতে সর্বমোট কত টাকা লাগে?
- উত্তর: ৯০০/- (নয়শত টাকা) মাত্র।
- প্রশ্ন: ডোপ টেস্ট কেন করাতে হয়?
- উত্তর: নতুন চাকরি হলে স্বাস্থ্য পরীক্ষার অংশ ডোপ টেস্ট করানো বাধ্যতামূলক।
Akhon je Kono sorkari job ar khatay dop test korano orchid karon.
Tarao madok sebon koray…
Tader dekhay.
Sadaron manual aro Beshi Beshi koray
নতুন নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক