সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার
শুধু বিসিএস এর ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য? না। সরকারি সকল চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হইবে। উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নরুপ আলোচনার মাধ্যমে উক্ত অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে।
স্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি কার্যকর হইবে? সেটি স্ব-স্ব প্রতিষ্ঠান নির্ধারণ করবে। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন- সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।” বাংলাদেশ পুলিশ ও সেনা বাহিনীর ক্ষেত্রে এ নিয়ম বা ৩২ বছর বয়স প্রযোজ্য হইবে না।
তিন বারের বেশি বিসিএস উত্তীর্ণ হওয়া যাবে না? না। এ অধ্যাদেশের আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে অনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (ব্যাস, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে- এরূপ বিধি সংযোজন করবে।
৩৫ নয় বরং ৩২ নির্ধারণ করেছে সরকার / চাকরিতে প্রবেশের বয়স নিয়ে সরকার নতুন কি সিদ্ধান্ত দিল
গেজেট প্রকাশিত হয়েছে? না। সরকার প্রেস রিলিজ প্রকাশ করেছে এবং গেজেট আকারে প্রকাশ হলে এটি কার্যকর হইবে।
Caption: Govt. Decision about Job age
সরকার চাকরিতে প্রবেশের বয়স সীমা ২০২৪ । এখন বয়স ৩৫ নাকি ৩২ করা হলো?
- বিসিএস ক্যাডার চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
- সকল সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
- স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রেও এটি কার্যকর করবে।
- প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ এটি প্রযোজ্য নয়।
- বিসিএস পরীক্ষায় পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে।
বিসিএস কি?
বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। এটি বাংলাদেশের সরকারি চাকরির সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পদগুলোর একটি। বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হওয়া মানে বাংলাদেশের প্রশাসনিক, আইনগত, অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের সেবা করার সুযোগ পাওয়া। বিসিএস ক্যাডার হিসেবে সমাজে একটি বিশেষ মর্যাদা পাওয়া যায়। দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ। বিসিএস ক্যাডার হিসেবে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল কর্মজীবন গড়ার সুযোগ। প্রতিযোগিতামূলক বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা। বিসিএস ক্যাডার হতে হলে একটি কঠিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস করতে হয়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা এবং অন্যান্য বিষয়ের উপর প্রশ্ন থাকে।
মানুষ কি বলছে?
৩২ একদম পারফেক্ট। ১ম থেকেই আমি ৩২ আন্দোলনে ছিলাম। তবে বিসিএস সর্বোচ্চ ৩ বার! এটা একটু ভেবে দেখা দরকার। অন্তর ৫ বার হলে সবার জন্য ভাল হবে। আর একটা ক্লজ এড করা উচিৎ। তা হলো ১ বার ক্যাডার জব পেলে সে আর ২য় বার বিসিএস দিতে পারবে না। | অবতীর্ণ /বিশেষণ পদ/ যাহা অবতরণ করিয়াছে; স্বর্গ হইতে অবতাররূপে আবির্ভূত; নিম্নাগত; উপস্থিত; উত্তীর্ণ, অতিক্রান্ত। | নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত |
৩৫ এর আন্দোলন যারা শুরু করেছে, তারা হয়ত ৩৫ ছুই ছুই তাদের দিকটা বিবেচনায় নেওয়া দরকার ছিল। | এটা একটা ভালো সিদ্ধান্ত । আমি সরকারকে সাধুবাদ জানাই । | Good decision |
সবচেয়ে বাজে সিদ্ধান্ত। তীব্র নিন্দা জানাচ্ছি | যতদিন তার বয়স থাকবে ততদিন সে পরীক্ষা দেবে। অসুবিধা কি ? প্যাচাল তো আবার বাদলো। | ৩৫ করার জোর দাবি জানাচ্ছি! |