বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) শুধুমাত্র ১ম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে ২য় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্ত দপ্তর/সংস্হা/কর্পোরেশন/ কোম্পানী কর্তৃক পূরণ করা হয়ে থাকে-সরকারি শূন্য পদ পূরণের নির্দেশনা ২০২৪
নির্দেশনা কি জারি হয়েছিল? গত ০২ সেপ্টেম্বর ২০২১ তারিখের ১৫৪ নং পত্রের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) প্রবেশকালে সর্বোচ্চ বয়সসীমা অতিক্রান্ত প্রার্থীদের আবেদনের সুযোগ করে দেয়ার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ আগস্ট, ২০২১ তারিখের ০৫.০০.১৭০.১১.০১৭.২০.১৪৩ নং স্মারক পত্রের মাধ্যমে আগামী ৩১/১২/২০২১ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।
নতুন সরকার কি তরুনদের কিছু দিবে? ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্যমতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
১৫ দিনের মধ্যে নতুন নির্দেশনা আসতে পারে? তাঁর মন্ত্রণালয়/ বিভাগ, অধীন দপ্তর/সংস্হা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহে অনুমোদিত শূন্য পদসমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্হা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এতদ্ব্যতীত শূন্যপদ পূরণে ইতোমধ্যে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসকল তথ্যাদি ওয়ার্ড ফাইলসহ পত্রপ্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্যও অনুরোধ করা হয়েছে।
নতুন নিয়োগের নির্দেশনা ২০২৪ । শুন্যপদ খুব শিঘ্রই পূরণ হতে পারে
সরকারি এবং স্বশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল শুন্য পদসমূহ দ্রুত পূরণের নির্দেশনা: ডাউনলোড