ফর্ম I আবেদনপত্র । নমুনা

Govt. Official Letter Form 2025 । বিভিন্ন ফরম্যাটে দাপ্তরিক আদেশ লিখনের ফরম্যাট কি?

সরকারি দপ্তরে দাপ্তরিক কাজ করতে আমাদের সাধারণত বিভিন্ন প্রকার দপ্তারিক আদেশ জারি করা হয়। তা দপ্তরাদেশ, দাপ্তরিক আদেশ বা অফিস আদেশ নামে পরিচিত-Govt. Official Letter Form 2025 

দাপ্তরিক আদেশ কি? দাপ্তরিক আদেশ বলতে সরকারি বা বে সরকারি অফিসের অভ্যন্তরীণ কাজকর্মের জন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া একটি আনুষ্ঠানিক নির্দেশ বা সিদ্ধান্তকে বোঝায়। এই আদেশের মাধ্যমে কর্মপরিবেশে বিভিন্ন নিয়ম-কানুন, সিদ্ধান্ত বা কার্যক্রম পরিচালিত হয়। অফিসের অভ্যন্তরীণ কার্য পরিচালনার জন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ বা সিদ্ধান্তকে অফিস আদেশ বলা হয়। দাপ্তরিক কাজ বা অফিসের কাজের জন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ বা সিদ্ধান্তকে দাপ্তরিক আদেশ বলা হয়।

দপ্তরাদেশ কি? দাপ্তরিক কাজে কোনো কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ বা সিদ্ধান্তকে দপ্তরাদেশও বলা হয়। এই আদেশগুলি সাধারণত নতুন নিয়োগ, পদোন্নতি, বদলি, ছুটি, বেতন বৃদ্ধি, নিয়ম-কানুন পরিবর্তন ইত্যাদি বিষয়ে দেওয়া হয়ে থাকে। এই আদেশগুলি অফিসের কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করে। 

  • নতুন নিয়োগ, অব্যাহতি, যোগদান, পদোন্নতির আদেশ জারি করতে হয়।
  • বাসা বরাদ্দ বা কোন কাজে কাউকে পাঠাতে ভ্রমন বা কার্যাদেশ জারি করা হয়।
  • এটি সচিবালয়ের নির্দেশমালা ২০১৪ অনুসারে লিখতে হয়।

যে কোন প্রকার দপ্তরাদেশ, দাপ্তরিক আদেশ বা অফিস আদেশ নিচের ফরমেটে লিখবেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *