পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Govt Pension Case Documents । পেনশন কেস রেডি করতে যেসব কাগজপত্র প্রয়োজন পড়ে।

গনকর্মচারী (অবসর)আইন, ১৯৭৪ এর ৪ নং ধারা অনুযায়ী ৫৭ বছর পূর্ণ হলে অবসর গ্রহণ বাধ্যতামূলক। পরবর্তীতে ৫৭ এর স্থলে ৫৯ বছর করা হয়েছে। মেয়াদান্তে পেনশন সুবিধা প্রাপ্ত হয়ে চাকুরী হতে চূড়ান্ত অবসর গ্রহণ করেন।

  • পিআরএল মঞ্জুরী কপি।
  • প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়ন পত্র।

  • বিগত তিন বৎসরের না দাবী পত্র(ক) টেলিফোন বিল (খ) বিদ্যুৎ বিল (গ) গাড়ী ভাড়া (ঘ) বাড়ি ভাড়া (ঙ) অন্যান্য
  • সরকারী বাসার না দাবী পত্র।
  • সরকারী যানবাহন অধিদপ্তরের না দাবী (গাড়ীর প্রাধিকার প্রাপ্তদের)
  • প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষনাপত্র।
  • অডিট আপত্তি না দাবী

বিস্তারিত জানতে চেকলিষ্ট দেখুন পেনশন কেস রেডি করতে যেসব কাগজপত্র প্রয়োজন পড়ে: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *