প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

Govt. Pension Delay due to Audit 2024 । অডিট ইস্যুতে পেনশন মঞ্জুরীতে বিলম্ব করা যাবে না?

অবসরগামী সরকারি কর্মচারীর কোন কর্মস্থলের কর্মকালীন কোন মেয়াদের হিসাব অনিরীক্ষিত থাকার কারণে তার পেনশন মঞ্জুরিতে যেন বিলম্ব না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এজি অফিস ইচ্ছাকৃত বিলম্ব করতে পারবে না? না। অডিট করতে হবে এমন ইস্যুতেও পেনশন বিলম্ব করা যাবে না। হিসাব নিরীক্ষার দোহাই দিয়ে যেন পেনশন মঞ্জুরি বিলম্ব না হয়। পেনশন মঞ্জুর কারী কর্তৃপক্ষের পেনশন মঞ্জুন না করা বা বিলম্ব করার কোন ভিত্তি নেই। পেনশন মঞ্জুরিতে বিলম্ব/অপেক্ষা করার মত অনভিপ্রেত ও বিধিবর্হিভূত প্রবণতা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

প্রধান এজি কি এমনটি বলেছে? হ্যাঁ। বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএন্ডএজি) এর কার্যালয় হতে ১৭-১২-২০১৮খ্রি: তারিখের সিএজি/রি-২/২০১৫/বিবিধ/২৪৩/৯৫৮ সংখ্যক পত্রে অবসরগামী সরকারি কর্মচারীর কোন কর্মস্হলের কর্মকালীন কোন মেয়াদের হিসাব অনিরীক্ষিত থাকার কারণে তার পেনশন মঞ্জুরিতে যেন বিলম্ব না হয় সে বিষয়ে ব্যবস্হা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অডিট নিয়ে বিএসআর এ কি বলা আছে? কোন কোন পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ অধীনস্হ কর্মচারীর কর্মকালীন হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় পেনশন মঞ্জুরি প্রদানে অহেতুক বিলম্ব করে থাকে যা কোনভাবেই কাম্য নয়। পেনশন মঞ্জুরি বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ এর বিধি ২৪২-৫০৫ ও বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ আদেশ, ২০০৯ দ্বারা নিয়ন্ত্রিত । এ সকল বিধি-বিধান বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, পেনশন মঞ্জুরির ক্ষেত্রে কর্মচারীর চাকরির কর্মকালীন কোন মেয়াদের হিসাব অনিরীক্ষিত থাকলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ কর্তৃক পেনশন মঞ্জুরি না করা অথবা পেনশন মঞ্জুরিতে বিলম্ব/অপেক্ষা করার কোন বিধিগত ভিত্তি নেই।

অবসরগামী সরকারি কর্মচারীর কর্মস্হলের কোন মেয়াদের হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় পেনশন মঞ্জুরিতে বিলম্ব করা যাবে না। কোন ভাবে একজন সরকারি চাকরিজীবীকে অবসরে যাওয়ার সময় হয়রানি করা যাবে না

 


হিসাব অনিরীক্ষিত অজুহাতে আর নয় পেনশন মঞ্জুরীতে বিলম্ব বিস্তারিত জানতে পরিপত্র দেখুন: ডাউনলোড

সরকারি কি এজি অফিসকে কপি পাঠিয়েছে? 

হ্যাঁ। অবসরগামী কর্মচারীর কর্মকালীন কোন মেয়াদের হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ার কারণে পেনশন মঞ্জুরি না করা অথবা পেনশন মঞ্জুরিতে বিলম্ব/অপেক্ষা করার মত অনভিপ্রেত ও বিধিবহির্ভূত প্রবণতা থেকে বিরত থাকার জন্য পেনশন মঞ্জুরকারী সকল কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এমন পত্রে অনুলিপি সকল হিসাব রক্ষণ অফিসকে পাঠানো হয়েছে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *