বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সরকারি পিয়নের বেতন ভাতাদি ২০২৪ । পিওন ও দারোয়ান মাসে কত টাকা বেতন ভাতাদি পায়?

একজন সরকারি পিয়নের মাসিক বেতন ১৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা হতে পারে-নতুন যারা যোগদান করেন তাদের মূল বেতন ৮২৫০ টাকা সাথে অন্যান্য ভাতা মিলে ১৪ থেকে ১৫ হাজার টাকার মতো বেতন পান-দীর্ঘদিন ধরে যারা চাকরি করে তারা দেখা যাচ্ছে সব মিলিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকার মত বেতন পান- শহরে তো বাড়ি গাড়ি দূরের কথা এই টাকা দিয়ে মূল্যস্ফীতির বাজারে সংসার চালিয়ে গ্রামে বাড়িতেই একটা ঘর বাড়ি করা সম্ভব না– সরকারি পিয়নের বেতন ভাতাদি ২০২৪

তাহলে একজন পিয়নের বেতন কত? – এখন দেখবো ঢাকা শহরে চাকরি করলে ২০ তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন পান।

  • মাসিক মূল বেতন ৮২৫০ টাকা।
  • মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬৫% হারে ৫৬০০ টাকা।
  • মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • মাসিক শিক্ষা ভাতা ১০০০ টাকা (একসন্তানের জন্য ৫০০ টাকা হারে)
  • মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা।
  • মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
  • মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা ১০০ টাকা।
  • বিশেষ সুবিধা ১০০০ টাকা।
একজন অফিস সহায়ক মাসে সর্ব সাকুল্যে ১৭৯৫০ টাকা। সরকারি চাকরি করেন মানেই এই লাখ লাখ টাকা বেতন পান এই ধ্যান ধারণা থেকে সবার বেরিয়ে আসা উচিত। 

একজন বড়কর্তার বেতন কত? – জাতীয় বেতন স্কেলের গ্রেড-০২ (৬৬০০০-৭৬৪৯০) এ মূল বেতন ৭৩,৭২০ টাকা। ঢাকায় চাকরিরত কালে বাড়ি ভাড়া বাবদ ৩৬৮৬০ টাকা ৫০% হার ধরে। চিকিৎসা ভাতা সকল কর্মকর্তা কর্মচারীর জন্য ১৫০০ টাকা নির্ধারিত। শিক্ষা সহায়ক ভাতা (সন্তান পড়াশুনায় থাকলে সর্বোচ্চ ১০০০ টাকা পান), সাধারণত এ পর্যায়ের কর্মকর্তাদের সন্তানের বয়স ২৩ বছর অতিক্রম করে তাই তারা পান না)। সচিব বা সমপর্যায়ের কর্মকর্তাদের বেতন ভাতাদি ও অন্যান্য সুবিধাদি।

একজন গার্ড বা দারোয়ানের বেতন কত? এখন দেখবো উপজেলা বা অন্যান্য এলাকায় চাকরি করলে ২০ তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন পান।
  • মাসিক মূল বেতন ৮২৫০ টাকা।
  • মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০% হারে ৪৫০০ টাকা।
  • মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • মাসিক শিক্ষা ভাতা ১০০০ টাকা (একসন্তানের জন্য ৫০০ টাকা হারে)
  • মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা।
  • মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
  • মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা ১০০ টাকা।
একজন গার্ড মাসে সর্ব সাকুল্যে ১৫৮৫০ টাকা। দীর্ঘদিন ধরে চাকরি করা একজন দারোয়ানের বেতন সর্বোচ্চ মানে মূল বেতন সর্বোচ্চ 20 হাজার টাকা। সবমিলিয়ে ২৮ থেকে ৩০ হাজার টাকা পেয়ে থাকেন একজন পেনশনের দ্বারপ্রান্তে আসা নিরাপত্তা প্রহরী বা গার্ড।

পিয়ন ঝাড়ুদার ও গার্ডের বেতন কত / এসব পোস্ট ১৭ থেকে ২০ গ্রেডের হয়ে থাকে-তাই মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বিশ হাজারের মধ্যে হয়ে থাকে

এখানে দেখা যাচ্ছে একজন নিরাপত্তা প্রহরী চাকরি শেষে তার মূল বেতন দাঁড়িয়েছে 20 হাজার 290 টাকা। একজন একজন পিয়ন ও ঝাড়ুদারের পেনশন কালীন মূল বেতন এমন হয়ে থাকে।

Caption: PRL Order

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৪ । কোন গ্রেডে কোন পদ , বেতন কত টাকা?

  1. অফিস সহায়ক-২০-৮২৫০-এস.এস.সি বা সমমান পাশ।
  2. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
  3. হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  4. উচ্চমান সহকারী-১৪-১০২০০- স্নাতক বা সমমান।
  5. হিসাব রক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান।
  6. প্রশাসনিক কর্মকর্তা-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
  7. সহ-সম্পাদক-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
  8. সহকারী বিজনেস ম্যানেজার-১২-১১৩০০- স্নাতক বা সমমান।
  9. গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  10. মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  11. অডিটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান পাশ।
  12. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
  13. অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
  14. ক্যাটালগার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  15. কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-স্নাতক বা সমমান। (কম্পিউটার অপারেটর পদ গ্রেড কোন কোন মন্ত্রণালয়ে ১১ আবার কোন কোন মন্ত্রণালয়ে ১৩)
  16. রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
  17. স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  18. রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
  19. টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  20. ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
  21. ইক্যুইপমেন্ট এটেনডেন্ট-১৯-৮৫০০-বিজ্ঞানে এস.এস.সি বা সমমান পাশ।
  22. প্লাম্বার-২০-৮২৫০-অষ্টম শ্রেনী পাশ।
  23. এমএলএসএস-২০-৮২৫০- অষ্টম শ্রেনী পাশ।
  24. গার্ড (নিরাপত্তা প্রহরী)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  25. মালী-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  26. পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  27. সিপাহি (জিডি)-১৭-৯০০০-এস.এস.সি পাশ।
  28. নির্বাহী প্রকৌশলী-৫-৪৩০০০-প্রকৌশলে স্নাতক।
  29. সহকারী প্রকৌশলী-৯-২২০০০-প্রকৌশলে স্নাতক।
  30. হিসাব রক্ষক-১১-১২৫০০-স্নাতকোত্তর বা সমমান।
  31. ফটোকপি অপারেটর-১৯-৮৫০০-মাধ্যমিক স্কুল পাশ বা সমমান।
  32. সার্ভেয়ার-১৫-৯৭০০-মাধ্যমিক স্কুল পাশ সার্ভে ডিপ্লোমাসহ
  33. উপ-সহকারী প্রকৌশলী-১০-১৬০০০-প্রকৌশলে ডিপ্লোমা
  34. পিএ-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  35. ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
  36. বাস/ট্রাক চালক-১৬-৯৩০০-অষ্টম শ্রেনী পাশ।
  37. সেকশন অফিসার-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
  38. সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  39. লাইব্রেরিয়ান-৯-২২০০০- ডিপ্লোমা পাশ।
  40. ইউনিয়ন পরিষদ সচিব-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  41. মেশিন অপারেটর-১৮-৮৮০০-মাধ্যমিক স্কুল পাশ।
  42. প্রভাষক-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
  43. ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ।
  44. বাবুর্চি-১৯-৮২৫০-এস.এস.সি পাশ।
  45. হিসাব রক্ষণ কর্মকর্তা-৯-২২০০০-স্নাতক বা সমমান।
  46. বিসিএস ক্যাডার যোগদান-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
  47. মেডিকেল অফিসার-৯-২২০০০-এমবিবিএস পাশ।
  48. সহকারী সচিব-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
  49. অগ্নি নির্বাপক মোটর চালক-১৪-১০২০০-মাধ্যমিক স্কুল পাশ।
  50. নার্স (মিডওয়াইফ)-১২-১১৩০০-নার্সিং এ ডিপ্লোমা।
  51. হাউজকিপার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  52. লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
  53.  বৈজ্ঞানিক কর্মকর্তা-৯-২২০০০-বিজ্ঞানে স্নাতক।
  54. আইন কর্মকর্তা-৯-২২০০০-আইনে স্নাতক বা সমমান।
  55. প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১৪-১০২০০-স্নাতক বা সমমান সহ বিএ/বিএড
  56. এমপিও ভূক্ত সহকারী প্রধান শিক্ষক-৯-২২০০০-স্নাতক বা সমমান
  57. প্রধান প্রকৌশলী-৩-৫৬৫০০-প্রকৌশলে স্নাতক বা সমমান।
  58. পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ।
  59. পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-২৪৬৮০

ফাস্ট ক্লাস অফিসার কোন গ্রেডের কর্মকর্তা?

১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।

চাকরির শুরুতে পিয়নের ১৪ হাজার টাকাপ্রথম শ্রেণীর কর্মকর্তার ৩০ হাজার টাকা১০ বছর চাকরি করা কর্মকর্তার ৬০ হাজার টাকা
সচিব বা উপসচিবের ৮০ থেকে ৯০ হাজার টাকাএকজন গার্ডের ১৪ থেকে ১৫ হাজার টাকাএকজন ঝাড়ুদার 14 থেকে 15 হাজার টাকা
পিয়ন পেনশন এককালীন পায় বিশ থেকে ২৫ লক্ষ টাকাকর্মকর্তা পায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকাগার্ড পায় 20 থেকে 25 লক্ষ টাকা

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *