Govt. TA DA Bill Submition Duration 2025 । অগ্রীম গৃহীত ভ্রমণ বিল দাখিলের সময়সীমা ১৮ মাস করা হয়েছে কি?
সরকারি বদলী ভ্রমণ ভাতা বিল দাখিলের সময়সীমা ১২ (বার) মাস থেকে বৃদ্ধি করে ১৮ (আঠার) মাস করা সংক্রান্ত অত্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় নিম্নরূপ সম্মতি প্রদান করেছেন যা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে উদ্ধৃত করা হয়েছে-Govt. TA DA Bill Submition Duration 2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
নং-এডি আর এন্ড ডি-০৪৬ তারিখ: মার্চ ২৫, ১৯৯৫ ইংরেজী
অগ্রিম গৃহীত বদলী ভ্রমণ ভাতা বিল দাখিলের সময়সীমা ১২ (বার) মাস থেকে বৃদ্ধি করে ১৮ (আঠার) মাস করা সংক্রান্ত অত্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় নিম্নরূপ সম্মতি প্রদান করেছেন যা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে উদ্ধৃত করা হল;
(কাজী তারিকুল ইসলাম)
সিনিয়র সহকারী সচিব (বিধি ও শৃঙ্খলা)
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: তাহলে কি ১৮ মাস পরেও ভ্রমণ বিল দাখিল করা যাবে?
- উত্তর: না, বিল দাখিলের সময় ১২ মাস কিন্তু শুধুমাত্র বদলিজনিত ভ্রমণ বিলের ক্ষেত্রে ১৮ মাস প্রযোজ্য হবে।
- প্রশ্ন: ভ্রমণ ভাতা কি অগ্রিম গ্রহণ করা যায়?
- উত্তর: হ্যাঁ, বিল দাখিলের মাধ্যমে ভ্রমণ ভাতা অগ্রিম গ্রহণ করা যায়।