সরকার কর্তৃক জারীকৃত বিভিন্ন আদেশে নিম্নবর্ণিত ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী সাজ পোশাক ভাতা ও ধোলাই ভাতা পান। মোটরর গাড়ী চালক, নিরাপত্তা প্রহরী, দপ্তুরী, পিয়ন, অফিস সহায়ক, ডেসপাস রাইডার, ইক্যুইপমেন্ট এটেনডেন্ট, রেজিষ্টার্ড নার্স ও অন্যান্য গণ এ ভাতা পাবেন।
কোন গ্রেডের কর্মচারীগণ ওয়াশিং এলাউন্স পান? বর্তমানে গ্রেড ১৭ থেকে ২০ তম গ্রেডের সবাই ধোলাই ভাতা প্রাপ্য হবেন। মোটর গাড়ি চালক ১৬ গ্রেড হলেও। দাপ্তরিক পোশাক ২ বছর অন্তর অন্তর প্রদানের আদেশ জারি হওয়ায় এখন চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে পোশাক পাবেন এবং ঐ মাস থেকে ধোলাই ভাতাও প্রাপ্য হইবেন। ওয়াশিং এলাউন্স প্রতি মাসে বেতনের সাথে পাওয়া যায়।
ধোলাই ভাতা কি প্রতি মাসে ১০০ টাকা? হ্যাঁ। ৩য় ও ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারীগন সাজপোষাক পোশাক ভাতা ও ধোলাই ভাতা পাইয়া থাকেন। প্রতিমাসে মাসিক বেতনের সাথে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১০০ টাকা হারে ধোলাই ভাতা পান। তাদের প্রাপ্ত পোষাক পরিচ্ছেদ ধৌত করণের জন্য ১৭-২০ গ্রেডের কর্মচারীগণ সরকারি পোষাক ও এ পোষাক ধৌলাই করার জন্য ধৌলাই ভাতা বা অন্যান্য ভাতা পেয়ে থাকেন।
Govt. Washing Allowance । এটি সাধারণত ৪র্থ শ্রেণীর কর্মচারীগণ যাদের সরকারি পোষাক আছে তারা পান
গাড়ী ড্রাইভার (২) জমাদার (৩) এম,এল,এস,এস (পিয়ন) (৪) দপ্তরী (৫) অর্ডারলী (৬) ম্যাসেঞ্জার (৭) দারোয়ান (৮) ডেসপ্যাচ রাইডার (৯) রেজিস্টার্ড নার্স। অভিযোগ পাওয়া যাইতেছে যে, উপরে বর্ণিত পদধারীগণ ছাড়াও অন্যান্য ৩য় ও ৪র্থ শ্রেণীল কর্মচারীগণকেও সাজ পোষাক ভাতা ও ধোলাই ভাতা প্রদান করা হইতেছে। এমতাবস্থায়, প্রথম অনুচ্ছেদে বর্ণিত পদধারীগণ ছাড়া অন্য কোন ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীকে সাজ পোষাক ভাতা ও ধোলাই ভাতা প্রদান করা হইয়া থাকিলে তাহাদের পদবী ও নামের তালিকা এন্ট্রি এবং যে আদেশ অনুযায়ী উল্লিখিত সাজ পোষক ও ধোলাই ভাতা প্রদান করা হইতেছে।
ধোলাই ভাতা কখন, কারা পাবেন? এ সংক্রান্ত আদেশ দেখে নিতে পারেন : ডাউনলোড
Important information
সহকারী কুক ধোলাই ভাতা ও পোষাক পাবেন কিনা???
১৭-২০ গ্রেড হলে অবশ্যই পাবেন।