ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

Sonali Bank Personal Loan 2025 । ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা লোন নিলে কিস্তি কত দিতে হবে?

সোনালী ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) পাওয়া যায়। সোনালী ব্যাংক “বিশেষ ক্ষুদ্র ঋণ” নামে একটি প্রোগ্রামও চালু করেছে, যা তাদের বেতনভুক্ত কর্মচারীদের জন্য, যা বিশেষ করে নির্দিষ্ট শাখায় বেতন পরিশোধের জন্য নির্ধারিত থাকতে হয়-Sonali Bank Personal Loan 2025

কত টাকা আয় থাকলে লোন পাওয়া যায়? প্রথমত আপনার বয়স মিনিমাম ১৮ বছর হতে হবে। বাংলাদেশী নাগরিক হওয়া আবশ্যক লোনের যোগ্য হতে। আপনার মিনিমাম মাসিক আয় ২,২৮৮ টাকা হতে হবে। আয় বাড়লে লোনের পরিমাণও বাড়বে। সর্বনিম্ন এক লক্ষ টাকা হতে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির বয়স ১-৫ বছর হতে হবে।

সোনালী ব্যাংকের লোনের সুদের হার ১৩.২৫% এবং প্রসেসিং ফি ০.৫% হবে

আপনি যদি ২ লক্ষ টাকা ০৩ বছর মেয়াদে লোন নেন তবে আপনার মাসিক কিস্তি আসবে ৪০০০ টাকা তাই সমস্ত খরচ বাদ দিয়ে আপনার মাসিক নীট বেতন ন্যূনতম ৪০০০ টাকা হতে হবে (মোট বেতন হতে কর্তন বাদে)। মূল শর্ত হলো লোনের মাসিক কিস্তির পরিমাণ নীট বেতনের বেশি হবে না।

সোনালী ব্যাংক ব্যক্তিগত লোন ২০২৫ । সবার জন্য কমন ডকুমেন্টস কি কি?

  • আবেদনকারীর-২ কপি ছবি, NID কার্ডের কপি, এক্টিভ মোবাইল নাম্বার, স্যালারি সাটিফিকেট/পে-স্লিপ।
  • গ্যারান্টর-২ কপি ছবি, NID কার্ডের কপি, এক্টিভ মোবাইল নাম্বার, স্যালারি সাটিফিকেট/পে-স্লিপ।
  • এছাড়াও ব্যাংক কর্তৃক চাহিত অন্যান্য ডকুমেন্ট।

সোনালী ব্যাংকের ব্যক্তিগত লোন পাবেন কারা?

সোনালী লোন লোণের জন্য আবেদন করতে পারবে সরকারী, আধা-সরকারী, বেসরকারী, এনজিও, এবং মাল্টি ন্যাশানাল কোম্পানীতে চাকুরীরত কর্মকর্তাগণ। এছাড়াও বেসরকারী ব্যাংক, বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীগন এবং এমপিওভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক/ কর্মকর্তা/কর্মচারীগনও আবেদন করতে পারবেন। নিঃশর্ত লোনের জন্য ডিপিএস, এফডিয়ার থাকলে তার বিপরীতেও সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়া যাবে। প্রবাসী ভাইদের যদি ওয়েজ আর্নার্স বন্ড কেনা থাকে তার বিপরীতে ও এই লোন নেওয়া যাবে।

 

সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি।

 

ব্যাংক কর্তৃক আরোপিতব্য বিভিন্ন চার্জ/ ফি/ কমিশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

78 thoughts on “Sonali Bank Personal Loan 2025 । ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা লোন নিলে কিস্তি কত দিতে হবে?

  • md mijanur rahman

    আমি বর্ডার গার্ড বাংলাদেশের একজন সৈনিক,,,পারিবারিক সমস্যা সমাধানের জন্য আমি ২ লক্ষ টাকা ঋণ নিতে চাই,,,আমি মাসিক ১০ হাজার টাকা কিস্তি দিতে পারবো,,,আমার বেসিক বেতন ৯ হাজার এবং সর্ব মোট ১৮ হাজার টাকা,,মাসিক ১০ হাজার টাকা কিস্তি দেওয়া টা আমার জন্য সহজ হবে,,,,আমি কিভাবে লোন পেতে পারি,,,

  • বাস্বতা টের পাবেন ব্যাংকে গেলে

  • ঠিকই বলেছেন।

  • আপনি সিটি ব্যাংকে যোগাযোগকরেন।লোন পাবেন নিশ্চিত কোন প্রকার জামেলা ছারাই।

  • মো সাইদুর রহমান

    আমি বিদেশ জাবো এর জন্য কি লোন দিয়ে থাকেন

  • আমি নিতে চাই কিভাবে করা যায়

  • কর্মসংস্থান ব্যাংক এ যোগাযোগ করুন।

  • md ripon kowsir

    আমি পুলিশে জব করি আমি পার্সোনাল লোন পাবো কি আমার মুল বেতন ১৪০১০ টাকা সব মিলে পাই ২২০০০ টাকা আমি ৩০০০০০ টাকা তুলবো

  • ব্যক্তিগত লোন অবশ্যই নিতে পারবেন

  • আমি ১০ লক্ষ টাকা নিতে চায়,কিভাবে নিতে পারি?

  • অতুল প্রসাদ দে মোবাইল 01833089702

    আমি গামেন্টস চাকরি করি আমার পোস্ট কোয়ালিটি ইনচাজ আমার বেতন 27000 হাজার টাকা ।একসাথে বিয়ে টাকা জোগান আমার পক্ষে অসম্বক হয়ে পরেছে এবং আমার বোনের বয়স বাড়তে পেরেছে।আমাকে দয়া করে 500000লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিলে আমি আপনার কৃতজ্ঞ থাকিব।আমি মাসিক 10000 হাজার টাকা লোন চালাতে পারব।আমার উপর দয়া করেন

  • অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন। ইনশাল্লাহ পেয়ে যাবেন।

  • MD Ismail Miah

    আমার ইমার্জেন্সি পার্সোনাল লোনের প্রয়োজন, আমি কি আপনাদের ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবো?

  • আমি ঢাকাতে oppo সৌরুম এ চাকরি করি, আমার মাসিক আয় 17500 , আমি 200,000 লাখ টাকা লোন নিতে চাই,দয়া করে আমাকে শোন দিয়ে সহায়তা করুন

  • অনুগ্রহ করে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

  • বেতন অনুসারে পাবেন। সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

  • সোনালী ব্যাংকে ঋণ নিছেন এমন একজন ব্যক্তি ফোন নামবারটা দেন

  • Talk to your nearest branch

  • মোঃ আফসার উদ্দিন। ডেপুটি রেজিস্ট্রার। ঢাবি

    আমার ২০২২ সালের জুলাই মাসে এলপিআর শুরু হবে। পারসোনাল লোন ১০০০০০০টাকা নিতে পারবো।

  • অন্যান্য আয় বিবেচনা করে ব্যাংক দিতেই পারে। যোগযোগ করুন।

  • মো আলমগীর আলম

    আমি সোনালীব্যাংক থেকে ঝণ নিতে চাই আমি বাংলাদেশ ফায়ারসার্ভিস এ ফায়ারফাইটার হিসাবে কাজ করি আমার এ্যাকান্ড সোনালীব্যাংক এ আছে এবং EFT থে বেতন হয় সেনালী ব্যাংকে এবং ব্যাক ম্যানেজার ঝণ দিতে চায় না আমি এর কারণ টা জানতে চাই এবং আপনাদের কাছে আকুল আবেদন,,, আমি পারসানাল লোন নিতে চায়ই,,,

  • অন্য ব্রাঞ্চে কথা বলুন। ঋণ পাবেন। প্রয়োজনে একাউন্ট স্থানান্তর করবেন।

  • দুই বছরে পরিশোধ করতে চাইলে ৫ লাখ টাকার মাসিক কিস্তি কত আসবে?আমি কি এই অনুযায়ী লোন নিতে পারবো??আমি একজন এমপিওভুক্ত শিক্ষক

  • Loan Amount:
    500000
    Tk

    Interest Rate:
    9
    %

    Year:
    2

    Monthly Payment is Tk. 22842.37

  • মোঃ রিয়াজ উদ্দিন

    আমি একজন ব্যবসায়িক আমি একটি লোন নিতে চাই। আমি কত টাকা লোন নিতে পারবো এবং কি করে নিতে পারবো। দয়া,করে জানাবেন

  • ঋণ সব সময় সক্ষমতার উপর নির্ভর করে। অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে পারবেন।

  • অসীম মাখাল

    আমি একজন খামারি গরু ছাগল পালন করি এবং সেলুন কাজ করি আমার স্তী এক চাকরি করে আমাদের আয় বাড়ানোর জন্য সাত লাখ টাকা দরকার আমাদের আয় মাসে ২৫০০০ টাকা আমরা দুইজনে মিলে কি লোন নিতে পারবো

  • পারবেন। যৌথ ঋণ

  • ভাইয়া আমার হেলালী ২০০০০ হাজার ব্যাংকে আসে এবং টিএ /ডিএ / ওভার টাইম মিলে ১০০০০ টাকা মতো পাই আমি কি দোষ পেতে পারি

  • মোঃ শাহ আলম

    ভাই, আমি সোনালী ব্যাংক থেকে গতকাল ৫ বছরের জন্য ৬ লক্ষ টাকার ১টি পারসোনাল লোন নিয়েছি আমার নিকট থেকে প্রসেসিং ফি নামে ৩০০০ টাকা কেটেছে। এবং আমার কিস্তির পরিমাণ ধরা হয়েছে ১২৫০০টাকা।
    প্রশ্ন –
    ১/ প্রসেসিং ফি নামে কোন ফি আছে কি?
    ২/ পরিপত্র অনুসারে আমার কিস্তি আসে ১২৪৫৫/- কিন্তু তারা কেন ৪৫ টাকা বেশি নিবে?
    ৩/ আমি এখন এই লোনটি ৩ বছরের শেষ করতে চাই আমার কিস্তি কত আসবে?
    ৪/ কিস্তির পরিমাণ যদি আমার সমুদয় বেতনের চেয়ে কিছু বেশি হয় তা হলে তা আমার একাউন্ট থেকে তা পূর্ণ করা সম্ভব?
    আপনার পরিচয় ও মোবাইল নম্বর যদি দেওয়া যায় তা হলে উত্তর সহ আমার ই-মেইলে অনুগ্রহ করে দিয়ে দিয়েন।

  • প্রথমত ১% প্রসেসিং কস্ট হয়ে থাকে ঋণের ক্ষেত্রে যা এ বছরই .৫% করা হয়েছে। যা কেটেছে তা ঠিক আছে। কিস্তির পরিমাণ যাই হোক না কেন এককালীন কাটাতে যাবেন না। যে কোন ব্যাংক ৫ বছরের সুদ প্রথমে কেটে নিবে তাই আপনি আগে পরিশোধ করতে অতিরিক্ত কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না। ৫ বছরের জন্য লোন নিয়ে ৩ বছরে পরিশোধ করলে লস খাবেন। অন্য দিকে স্যালারিতে কিস্তি না কুলালে বাকী অংশ একাউন্টে প্রতিমাসে জমার রাখবেন। আরও তথ্য লাগলে email: alaminmia.tangail@gmail.com

  • ভাই,পরিপত্র অনুযায়ী ৬লক্ষ টাকার ৫ বছরের কিস্তি হয় ১২৪৫৫টাকা কিন্তু তারা আমার নিকট থেকে ১২৫০০ তথা ৪৫টাকা বেশি কিস্তি ধার্য করল কেন?

  • এটি ব্যাংক অতিরিক্ত চার্জ হিসাবে ধার্য করেছে। অনুগ্রহ করে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জিজ্ঞাসা করুন।

  • রেজাউল ইসলাম

    আমি পারটেক্স কয়লা গ্রুপে চাকরি করি আমার সেলারি কার্ডে ২২০০০ টাকা আসে আমি একটা জমি কিনতে চাই আমায় কি ৫০০০০০ টাকা লোন দেয়া যাবে

  • পাওয়ার কথা। ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • সিরাজুল মোস্তফা

    মহোদয়,
    আমি বেকার, আমি গাড়ী নেওয়ার জন্য লোন নিতে চাই।আমি কি লোন নিতে পারব।

  • সাধারণত এ ধরনের লোন দেওয়া হয় না। তবে আপনি কর্মসংস্থান ব্যাংক হতে সহজ শর্তে কর্মসংস্থানের জন্য ঋণ নিতে পারেন।

  • ভাইয়া, আমার মাসিক আয় ২৫০০০ টাকা। আমি ১৫ লক্ষ টাকা লোন নিতে চাচ্ছি। সে ক্ষেত্রে আমার একটা প্রশ্ন,, আমি একটা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা লোন তোলা আছে। ওই ব্যাংক এখনো আমার কাছে ২ লক্ষ টাকা পায়।সে ক্ষেত্রে আমার এখন টাকার খুব জরুরি দরকার তাই আপনাদের ব্যাংক থেকে লোন নিয়ে ওই ব্যাংকের টাকা টা দিয়ে দিবো।এমন কোন উপায় আছে কি????

  • পনের লক্ষ টাকা লোন ব্যক্তিগত পাবেন না, তবে জমি জামানতে গৃহ নির্মাণ লোন পাবেন। কিন্তু পূর্ণ টাকা পাওয়ার ক্ষেত্রে ঋণের দুই লক্ষ টাকা ঋণ পেয়েই পরিশোধ করে পূর্ণ ঋণ গ্রহণ করতে হবে। ঋণ পরিশোধের জন্য প্রথম এজন্য আংশিক লোন পাবেন।

  • আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে কর্মরত। আমাদের প্রোভিডেন্ট ফান্ড নেই। এমতাবস্থায় আমরা কি লোন নিতে পারবো? প্লিজ জানাবেন।

  • এই লোনের সাথে প্রভিডেন্ট ফান্ডের সম্পর্ক নেই

  • MD: TAJIBUR RAHMAN

    আমি একজন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। আমার বেতন (বেসিক -১৫৪৬০টাকা) । সর্বমোট বেতন ২৭৭২৫ টাকা। আমার বেতন সোনালী ব্যাংকে অনলাইনের মাধ্যমে জমা হয়। আমি সোনালী ব্যাংক থেকে ৪ লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে চাই। আমাকে কি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন দেয়া যাবে?

  • অবশ্যই পাবেন। আপনি আপনার নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।

  • আমি একটি গাড়ি কিনতে চাই আমি পেশায় একজন ড্রাইভার এবং আমি জামানত হিসেবে জমির দলিল দিতে পারবো আমি কি লোন পাবো

  • আমার ধারনা অন্যান্য কিছু আয় দেখাতে পারলে আপনি লোন পাবেন। অনুগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চ শাখায় যোগাযোগ করুন।

  • Mohamed Hridoy

    সর্বনিম্ন কত টাকা বেতনে ব্যক্তিগত লোন পাওয়া যাবে, এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে?

  • ১০-২০ হাজার টাকা বেতনেও পাওয়া যাবে। সেক্ষেত্রে লোনের পরিমাণ কম হবে।

  • আমি গরুর ফাম করতে চাই ব্যবসার জন্য ৬ লক্ষ টাকা বাৎসরিক লোন কীভাবে পাবো

  • পর্যাপ্ত জামানত দেখালে লোন পাবেন নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।

  • আমি ৭০০০০০ টাকা পার্সোনাল লোন নিতে চাই ৩ বছরের জন্য ৷ আমার মাসিক কিস্তি কত হবে?
    আর এই লোন নেওয়ার জন্য আমার কি কি দরকার হবে ?

  • মো: জবাইদুর রহমান

    এখন সোনালি ব্যাংক ২০ লক্ষ টাকা পারসোনাল লোন দিচ্ছে জানি কিন্তু এর পরিশোধ এর মেয়াদ ৮ বছর করবে শুনছি আপনি কি কোন খবর দিতে পারবেন

  • এমন আদেশ আমার চোখেও পড়েছে কিন্তু এটি ক্ষেত্রে সময় বেশি দেওয়া কথা বলা ছিল।

  • আমার ৫০০০০০ লখ টাকা দরকার গাড়ি কিনার জন্য

  • আমার পাঁচ লখ টাকা ধরকার গাড়ি কিনার জন্য

  • ব্যাংক থেকে ক্যাশ দিবে না কিন্তু গাড়ি কিনে দিবে। নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • নিকটস্থ বাঞ্চে যোগাযোগ করুন।

  • আমি এক লাখ টাকা নিতে চাই
    কি করতে হবে
    আর এক লাখে মাসে কত

  • অনুগ্রহ করে ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • নিখিল রায়

    আমার পরিচয় –
    নাম – নিখিল রায়
    গ্রাম – ডহরা ,
    থানা – বোচাগঞ্জ, দিনাজপুর।
    আমার ৫-৭ লক্ষ টাকা ঋণ প্রয়োজন । বাজারে কিছু দোকান ঘর দেয়ার জন্য এবং নিজের বাড়ির নিমাণের জন্য এবং কিছু টাকা দিয়ে গরু পালন করার জন্য। আমি কি লোন পেতে পারি । আমার মোবাইল নং- ০১৭৬৪৮৯৩৫২৩। জানাবেন—

  • অনুগ্রহ করে নিকটস্থা ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • আমি প্রবাসে থাকি ভাইয়া, আমার গৃহ নিরম্নানের জন্য লোন এর প্রয়োজন, আমার বাবা দেশে থাকে ওনি কি লোন পাবে ৪০০০০০ টাকা

  • ভূমি জামানত ও আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিলে পেতেই পারেন। নিকটস্থ ব্যাংক যোগাযোগ করুন।

  • ভাইয়া আমার একটা নতুন আইশার ট্রাকটর আছে আর তার সাথে আমি গরুর খামার করার জন্য নতুন একটা পাকা সেড তৈরি করেছি আর ১০ কাঠা করে আমার তিনটা পুকুর আছে এর মধ্যে দুইটা পুকুরে মাছ চাস করছি এই বার একটা নতুন পুকুর খনন করলাম এখন আমি আমার সেডে গরু ঢুকানোর জন্য ও নতুন পুকুরে মাছ ছারার জন্য কি ৫ বছর মেয়াদি ৬০০০০০ টাকা লোন পেতে পারি?

  • ব্যাংক রিক্স এজামশন করে দেখাবে তারপর সিদ্ধান্ত নেবে।

  • মোহাম্মদ ইলিয়াছ মিয়া

    আমি এক্সিবিটর কেনার জন্য লোন নিতে চাই আমার মাসিক আয় 25 হাজার টাকা

  • স্থানীয় ব্রাঞ্চে যোগাযোগ করুন। তারা সহযোগিতা করবেন।

  • আমি মাসে ২০ থেকে ২২ হাজার টাকা বেতন পাই আমি কত লোন পেতে পারি

  • মোট বেতনের অর্ধেক হারে ১০ হাজার টাকার কিস্তি হিসেবে গুনিতক।

  • আমি একটি জায়গা নিতে চাই আমার ৮ লাখ টাকা লাগতেছে আপনারা আমাকে পার্সোনাল লোন দিবেন আমার বাড়ি রামু শ্রীকুল আমি ফার্মেচিতে থাকি আমার বেতন ১০ হাজার টাকা

  • নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *