নতুন বিশেষ সুবিধা প্রজ্ঞাপন ২০২৫ । সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে?
সরকার মহার্ঘ ভাতা দিচ্ছে না-অন্তর্বর্তীকালীন সরকার পূর্বে বিশেষ সুবিধা বাতিল করে ১৫% হারে কর্মচারীদের জন্য স্পেশাল বেনিফিট ঘোষণা করেছে-কর্মকর্তাদের ক্ষেত্রে ১০% বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি হয়েছে-প্রকৃত পক্ষে পূর্বের ৫% বাদ দিলে কর্মচারীদের ১০% এবং কর্মকর্তাদের ৫% বেতন বাড়ছে-নতুন বিশেষ সুবিধা প্রজ্ঞাপন ২০২৫
বিশেষ সুবিধা কি?– সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা- Special Benefit বলতে বোঝানো হয়—সরকার কর্তৃক প্রদত্ত এমন কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা, যা শুধুমাত্র সরকারি চাকুরে হিসেবে পাওয়া যায় এবং যা সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। সরকারি চাকরিতে একবার নিয়োগ পেলে সাধারণত চাকরি স্থায়ী হয় এবং নিয়ম না ভাঙলে চাকরিচ্যুতির ঝুঁকি খুব কম। চলতি বছর কর্মচারীদের ১৫% বিশেষ সুবিধা যোগ হবে এবং ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হবে। মোট বেতন থেকে ১০০০ টাকা স্পেশাল বেনিফিট কর্তন হবে।
অবসর উত্তর ছুটিতে গেলে কি পাবেন? হ্যাঁ। ০১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতিবছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড ১ ও তদূর্ধ্ব হতে গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকুরিরত কর্মচারীগণ ১০% হারে এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ এর অন্তর্ভুক্ত চাকুরিরত কর্মচারীগণ ১৫% হারে ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীগণ PRL গমণের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপর্যুক্ত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।
একজন কেরানির কত বাড়বে? সরকারি কর্মচারীর বিশেষ সুবিধা ২০২৫ । একজন কর্মচারীর কত বেতন বাড়ছে চলুন দেখি। ১ জুলাই ২০২৫ তারিখে মূল বেতন ১৭,৫২০ টাকা। ১১-২০ গ্রেডে জন্য ১৫% হারে বিশেষ সুবিধা আসে ২,৬২৮ টাকা। পূর্বের প্রাপ্য ১,০০০ টাকা বাদে অবশিষ্ট থাকে ১৬২৮ টাকা। মোট বিশেষ সুবিধা বৃদ্ধি ১,৬২৮ টাকা। ১০% টিকল কি? চলুন দেখি ১৭,৫২০*১০% = ১,৭২০ টাকা অর্থাৎ বিশেষ সুবিধা বা প্রনোদনা ১০% বৃদ্ধি পেল না।
সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বা Special Benefit ২০২৫ / সরকারি কর্মচারীদের ১৫%+৫% = ২০% বাড়বে কিন্তু ৫% বিয়োগ হবে এবং কর্মকর্তাদের ক্ষেত্রে ১০%+৫% = ১৫ বাড়বে কিন্তু ৫% কমবে
একজন ১১ গ্রেডে কর্মচারী মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, বিশেষ প্রনোদনা, শিক্ষা ভাতা মিলিয়ে কল্যান তহবিলে কর্তন বাদে মোট বেতন দাড়ায় ১৬,৫৯৫ টাকা। সেখান থেকে জিপিএফ এ প্রতি মাসে বাধ্যতামূলকভাবে ৫% কর্তন করতে হয়। কেউ স্বেচ্ছায় ২৫% পর্যন্ত কর্তন ৩/৪ ভাগ বেতন হাতে পায় বা তার ব্যাংক হিসেবে আসে সেই টাকা দিয়েই তাকে সংসার চালাতে হয়। হ্যাঁ। চাকরিকাল বাড়লে মূল বেতনও বাড়তে থাকে। তবে প্রতি বছর মূল্যস্ফিতি যেখানে ১০% সেখানে ৫% বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট বেতনকে নেগেটিভ গ্রোথে নিয়ে যায়। ১৮ বছর চাকরি করলে তার মোট বেতন দাড়াবে ৩৩,৫৫৫ টাকা তখন এই টাকা মূল্য কতটা থাকতে পারে সেটি বিবেচ্য বিষয়। ২০ তম গ্রেডে প্রথম ধাপে ১০০০ টাকা বাদ দিলে মাত্র ২৩৭ টাকা বিশেষ সুবিধা পেয়েছে।
Caption: Pronodona Proggapan Bangladesh
প্রনোদনা বা বিশেষ সুবিধা ২০২৫ । একজন ২০ গ্রেডের কর্মচারী ১০ বছর চাকরি করলে তার কত বাড়বে?
- মূল বেতন ১২,৮৬০ টাকা।
- ১৫% হিসাব করলে ১৯২৯ টাকা।
- ১০০০ টাকা বাদ দিলে থাকে ৯২৯ টাকা।
- বার্ষিক ইনক্রিমেন্টের পর ৯২৯ টাকা বিশেষ সুবিধা পাবেন।
কর্মকর্তাদের কত বৃদ্ধি পেল?
একজন সরকারি কর্মকর্তার মূল বেতন ৭১,২০০ টাকা। সে হিসেবে ৭১,২০০*১০% = ৭,১২০ টাকা। সেখানে যদি পূর্বে ৭১,২০০*৫% = ৩,৫৬০ টাকা। পূর্বে প্রনোদনা বা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চ গ্রেডের বা ৪র্থ গ্রেডের একজন কর্মকর্তার বিশেষ সুবিধা বাড়বে ৭,১২০-৩,৫৬০ = ৩৫৬০ টাকা বাড়বে। শুধু তাই নয়, কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্টও বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে।

8-20 grade Salary Structure Full sheet pdf Download
পেনশনারদের জন্যও ১৫% প্রযোজ্য? হ্যাঁ। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেল এর আওতাভুক্ত সরকারি- | বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং | পুন:স্থাপনকৃত পেনশনারগণসহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ হতে বেতনগ্রেড ভেদে (গ্রেড ১ এবং তদূর্ধ্ব হতে গ্রেড ৯ পর্যন্ত) ১০% এবং (গ্রেড ১০ হতে গ্রেড ২০ |
পর্যন্ত) ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হ’ল। এ ‘বিশেষ সুবিধা’ | চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১০০০ (এক হাজার) টাকা এবং পেনশন | ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। |
১৪ গ্রেডে ১০ বছর চাকরি করলে কত বাড়বে?
একজন কর্মচারীর ১০ বছর চাকরি করলে বেতন কত টাকা বাড়ছে চলুন দেখি ১ জুলাই ২০২৫ তারিখে মূল বেতন ১৭,৫২০ টাকা। ১১-২০ গ্রেডে জন্য ১৫% হারে বিশেষ সুবিধা আসে ২,৬২৮ টাকা। পূর্বের প্রাপ্য ১,০০০ টাকা বাদে অবশিষ্ট থাকে ১৬২৮ টাকা। মোট বিশেষ সুবিধা বৃদ্ধি ১,৬২৮ টাকা। ১০% টিকল কি? চলুন দেখি ১৭,৫২০*১০% = ১,৭২০ টাকা অর্থাৎ বিশেষ সুবিধা বা প্রনোদনা ১০% বৃদ্ধি পেল না। উর্ধ্বতম কর্মকর্তাদের ২০০০-৩৫০০ টাকা বাড়লেও কর্মচারীদের ক্ষেত্রে খুবই সামান্য বেতন বৃদ্ধি পাচ্ছে যা বর্তমান বাজার ব্যবস্থায় খুব একটা প্রভাব ফেলবে না।
আমি ১৩ তম গ্রেডের একজন
সরকারি কর্মচারী ১ লা জলাই 2025 ইং আমার মূল বেতন ২৭৪৩০৳
হলে আমার মোট বেতন কত?
45056 Taka