জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

GPF Calculation by Self । সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই

সরকারি চাকরি ০২ বছর অতিবাহিত হওয়ার পর জিপিএ বা সাধারণ ভবিষ্য তহবিলে অর্থ কর্তন বাধ্যতামূলক। বছর শেষে জিপিএফ স্লিপ এ দেখানো জমাকৃত অর্থ ও সুদের পরিমাণ যাচাই করুন নিজেই।


১। প্রারম্ভিক জের (বিগত বছরে ৩০ জুন পর্যন্ত মোট স্থিতি)

২। বৎসরের সুদ (প্রতি মাসে কর্তন১২)

৩। বৎসরের সুদ (সুদের হার ১৩%) তাহলে প্রারম্ভিক জের০.১৩ +মাসিক কর্তন ০.০৮৪৫ = যোগফল

৪। প্রত্যাহার (অগ্রিম উত্তোলন)

৫। জের (১+২+৩) -৪ = ৫

উদাহরণ: মতিন সাহেবের পূর্বে স্থিতি ৪৯,৯৭৮ টাকা, মাসিক কর্তন ১,৫০০ টাকা, অগ্রিম উত্তোলন নাই। বছরান্তে তার হিসাব নিম্নরূপ:

১। প্রারম্ভিক জমা = ৪৯,৯৭৮ /- টাকা মাত্র।

২। বৎসরের জমা ১,৫০০১২ = ১৮,০০০/- টাকা।
৩। বৎসরের সুদ ৪৯,৯৭৮০.১৩ = ৬,৪৯৭.১৪ টাকা এবং ১,৫০০০*০.০৮৪৫ =১,২৬৭.৫০ টাকা, তাহলে সর্বমোট ৭,৭৬৪.৬৪ টাকা মাত্র।
৪। প্রত্যাহার – প্রযোজ্য নয়।
৫। ৪৯,৯৭৮ টাকা +১৮,০০০ টাকা +৭,৭৬৪.৬৪ টাকা = ৭৫,৭৪২.৬৪ টাকা সর্বোমোট জমা মাত্র।

GPF Calculation by Self । সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই

সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।