জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৫ । চাকরির দুই বছর পূর্ণ হলে বাধ্যতামূলক চাঁদা কর্তন ?

জিপিএফ চাঁদা কর্তন দুই বছর পর্যন্ত ঐচ্ছিক বা ইচ্ছাধীন থাকিলেও দুই বছর পূর্ণ হলে তখন আর ইচ্ছাধীন বা ঐচ্ছিক নয়। আপনি চাইলেও বা না চাইলেও নিয়ন্ত্রণকারী অফিস অথবা হিসাবরক্ষণ অফিস এই চাঁদা কর্তন করে দিবেন এবং হিসাব খুলে দিবেন। যদি বকেয়া পড়ে যায় হিসাব রক্ষণ অফিস বকেয়াসহ একইসাথে কর্তন করতে পারেন এবং চালানের মাধ্যমে তা জমা দিতে বাধ্য করতে পারেন-জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৫

বাধ্যতামূলক চাঁদাদাতা ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ এর বিধি-৫(২) এর বিধানমতে রাজস্বখাতের স্থায়ী, শিক্ষানবিস ও অস্থায়ী কর্মচারীর চাকরির মেয়াদ ধারাবাহিকতাক্রমে দুই বৎসর পূর্ণ হইলে উক্ত কর্মচারী বাধ্যতামূলক চাদদাতা হিসাবে বিবেচিত হইবেন এবং উক্ত সময় হইতে তহবিলে চাঁদা প্রদান বাধ্যতামূলক হইবে। বাধ্যতামূলক চাদাদাতা হিসাবে গণ্য হওয়ার সময় হইতে কোন চাদা বকেয়া পড়িলে বিধি-১১এর বিধান মতে হিসাবরক্ষণ কর্মকর্তা উক্ত বকেয়া চাঁদা প্রদানের জন্য নির্দেশ দিতে পারিবেন।

স্বেচ্ছাধীন চাঁদাদাতা বিধি-৫ এর বিধানমতে চাকরির মেয়াদ ধারাবাহিকতাক্রমে দুই বৎসর পূর্ণ হওয়ার পূর্বে কোন কর্মচারী তহবিলে যােগদান করিলে তিনি স্বেচ্ছাধীন চাঁদাদাতা হিসাবে গণ্য হইবেন। কোন কর্মচারীর ৫২ বৎসর বয়স পূর্ণ হওয়ার পর তহবিলে চাঁদা প্রদান অব্যাহত রাখার ক্ষেত্রে উক্ত কর্মচারী স্বেচ্ছাধীন চাঁদাদাতা হিসাবে গণ্য হইবেন। অবসর গ্রহণের পর কোন কর্মচারী চুক্তিভিত্তিতে নিয়ােজিত হইলে উক্ত কর্মচারী স্বেচ্ছাধীন চাঁদাদাতা হিসাবে গণ্য হইবেন।

চাকরির দুই বছর পূর্ণ হলে বাধ্যতামূলক চাঁদা কর্তন ?

হ্যাঁ, সরকারি চাকরিতে যোগদানের পর দুই বছর পূর্ণ হলে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) এ চাঁদা প্রদান বাধ্যতামূলক। তবে, কর্মচারী চাইলে দুই বছর পূর্তির আগেই জিপিএফ এ চাঁদা জমা দেওয়া শুরু করতে পারেন।

জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম কি?

চাকরির ২ বছর পূর্ণ হওয়ার পর জিপিএফ এ যোগদান বাধ্যতামূলক। কর্মচারীর মূল বেতনের সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত জিপিএফ এ চাঁদা কর্তন করা যায়। Pension and Fund Management জানিয়েছে-যদি কোনো কর্মচারী ২ বছরের মধ্যে জিপিএফ এ চাঁদা দিতে ইচ্ছুক হন, তবে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। জিপিএফ এর চাঁদা সাধারণত মাসিক বেতন থেকে কেটে রাখা হয়। অতএব, সরকারি কর্মচারী হিসেবে, চাকরির দুই বছর পূর্ণ হলে জিপিএফ এ চাঁদা দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক।

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ [বাংলা ও ইংলিশ ভার্সন)

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *