সরকারি চাকুরী শেষে কর্মচারীরা বিশাল অংকের টাকা পেয়ে থাকেন- ২০,০০,০০০/- বিশ লাখ থেকে ১,০০,০০,০০০/- এক কোটি টাকা আনুতোষিক এবং জিপিএফ, লাম্পগ্র্যান্ট মিলে ১০,০০,০০০/- দশ লক্ষ টাকা থেকে ৪০,০০,০০০/- চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এককালিন পেয়ে থাকেন- পেনশনের টাকা বিনিয়োগ খাত ২০২৪
এখন কি ১০০% পেনশন তোলা যায়? না। এখন মূল বেতনের ৯০% এর অর্ধেক আনুতোষিক আকারে তোলা যায় এবং অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে থাকে এবং তা থেকে সরকার মাসিক পেনশন দিয়ে থাকে। মূল বেতন ৩০০০০ টাকা হলে ৩০ লক্ষ টাকার মত এককালীন বা গ্র্যাচুইটি পাওয়া যায়। এ টাকার সঠিক বিনিয়োগ না করতে পারলে আপনার সারা জীবনের অর্থ বা সঞ্চিত টাকা হারিয়ে যাবে।
এত টাকা কোথায় বিনিয়োগ করবেন এ নিয়ে পড়ে বিপাকে-
- কেউ ব্যাংকে রাখে জমা করে।
- কেউ ছেলে মেয়েদের মাঝে কিছু টাকা ভাগাভাগি করে দেন।
- কেউ জমি কেনেন।
- কেউ বাড়ি করেন, কেউ বা ব্যবসা শুরু করেন।
উপরোক্ত বিনিয়োগ করে অধিকাংশ ক্ষেত্রেই তিনি ধরা খেয়ে যান। ব্যবস্থা ঠিক মত করতে পারেনা, ছেলে মেয়েরা পরবর্তীতে তাদের দেখে না, জমি বা বাড়ি থেকে তেমন লাভ আসে না। আমি তাদেরকে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে বলবো। কারণ হল-
- এটি শুধু মাত্র পেনশনারদের জন্য চালু করা হয়েছে।
- এতে সর্বোচ্চ ১১.৭৬ শতাংশ হারে সুদ/মুনাফা পাওয়া যায়।
প্রতি হাজারে ৯১২ টাকা বা তার বেশি মুনাফা পাওয়া যায়। কেউ ৫০,০০,০০০/- টাকা বিনিয়োগ করতে সে প্রায় প্রতি মাসে ৪৫,৬০০/- টাকার মত পাবে।
পেনশনার সঞ্চয়পত্র শুধুমাত্র পেনশনারদের জন্য প্রযোজ্য । এটিতে সর্বোচ্চ মুনাফা নির্ধারিত রয়েছে
সঞ্চয়পত্রের ফরম পেতে লিংকে যান: ডাউনলোড
মুনাফর হার কি?১৫,৩০,৩০ এর উদ্ধে একুই হার/%
মুনাফর হার কি?১৫,৩০,৩০ এর উদ্ধে একুই হার/%
অবশ্যই না। পুন:নির্ধারণ করা হয়েছে।
না।