সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

Ibas++ Rest & Recreation Bill । সরকারি শ্রান্তি ও বিনোদন বিল কি অনলাইনে দাখিল করা যায়?

শ্রান্তি ও বিনোদন ভাতার বিল এখনও আইবাস++ অনলাইনে দাখিল করা যায় না-ক্রমান্বয়ে অবশ্যই চালু করা হবে – Ibas++ Rest & Recreation Bill

এসডিও দের ক্ষেত্রে কিভাবে বিল হবে? – শ্রান্তি বিনোদন ছুটির বিল ম্যানুয়ালি হবে। এসডিও বা কর্মকর্তা হলে সেই বিল পাশের পর ইএফটি হবে। বিল ম্যানুয়ালি দাখিল করতে হবে কর্মচারীগণ ক্যাশ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, কর্মকর্তাগণ ইএফটি’র মাধ্যমে ব্যাংক হিসেবে টাকা পাবেন।

প্রতি ০৩ বছর পর পর সরকারি কর্মচারীগণ রেস্ট এন্ড রিক্রেশন ছুটি ভোগ করে থাকে-Govt. Rest & Recreation Leave Rules
জনস্বার্থে কোন সরকারী কর্মচারীর আবেদনের তারিখ হতে ভাতাসহ শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই তিনি ছুটিতে যাবেন তখনই এই ভাতা প্রাপ্য হবে। গেজেটেড ও নন-গেজেটেড সকল সরকারী কর্মচারী প্রতি ৩ বৎসর পর পর শ্রান্তি ও বিনোদন ছুটি ও এক মাসের মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন।

কোন কর্মচারী যে মাসে চিত্ত বিনোদন ছুটিতে যাবেন সে মাসে প্রাপ্য মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন। শ্রান্তি-বিনোদন ছুটি গ্রহণ করা না হলে বিনোদন ভাতা প্রাপ্য হবেন না।  এলপিআর ভোগরত কর্মচারীগণ বিনোদন ভাতা প্রাপ্য হবেন না।

শ্রান্তি ও বিনোদন বিল করার নিয়ম / বেতন বিল ফর্মে শ্রান্তি বিনোদন ভাতার বিল করতে হবে

পূর্বের ন্যায় ট্রেডিশনার পদ্ধতিতেই বিল দাখিল করতে হবে। অনলাইনের এখনও দাখিল করা যাচ্ছে না।

Caption: ibas++2

R&R Bill Rules । প্রতি তিন বছর অন্তর শ্রান্তি ও বিনোদন ভাতার বিল পাওয়া যায়

  1. কোন কর্মচারী ব্যাক্তির ৩১/১২/২০২০ তারিখ ৩ বছর পূর্ণ হয়। উক্ত ব্যাক্তি ০৩ বছর পূর্ন হওয়ার পর আবেদন করবে নাকি ০৩ বছর পূর্ন হওয়ার আগে আবেদন করবে? ৩ বছর পূর্ণ হওয়ার ১ মাস পূর্বে আবেদন করবেন।
  2. কোন কর্মচারী ব্যাক্তি ৩১/১২/২০২০ তারিখ ৩ বছর পূর্ণ হয়। কিন্তু দপ্তর কর্তৃক মঞ্জুরী চিঠি ইস্যু তারিখ ১০/০১/২০২১ এবং ছুটি দেওয়া হয়েছে ১৬/১/২০২১-৩০/১/২০২১ এখন উক্ত পরবর্তী ৩ বছর কোন তারিখ থেকে ধরা হবে? ৩১/১২/২০২০ তারিখ থেকে পরবর্তী ০৩ বছর নাকি মঞ্জুরী স্মারক ১০/১/২০২১ তারিখ হতে পরবর্তী ০৩ বছর নাকি ছুটি শুরুর তারিখ নাকি ৪ ১৬/১/২০২১ পরবর্তী ০৩ বছর অথবা নাকি ছুটির শেষ হওয়ার তারিখ- ৩০/১/২০২১ পরবর্তী ০৩ বছর? আদেশেই পরবর্তী শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্যতার তারিখ উল্লেখ থাকে। যদি আপনি শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্যতার তারিখের পূর্বেই আবেদন করে থাকেন তবে আপনার শ্রান্তি বিনোদন তারিখ পরিবর্তন হবে না। আপনার ছুটি তারিখ ঠিক থাকবে অর্থাৎ ৩১/১২/২০২০ তারিখ হতে পরবর্তী ৩ বছর।
  3. কোন কর্মচারীর যেহেতু ৩১/১২/২০২০ তারিখ ৩ বছর পূর্তি হয়েছে। সেহেতু ছুটির সঠিক নিয়ম কোনটি? ০১/০১/২০২১ থেকে ১৫/০১/২০২১ নাকি দপ্তর কর্তৃক মঞ্জুরকৃত ছুটি? আবেদন ছুটি পরে করে থাকেন তবে কর্তৃপক্ষ যে তারিখ অর্থাৎ ০১/০১/২০২১ হতে ১৫/০১/২০২১ তারিখ মঞ্জুর করে থাকলে ০১/০১/২০২১ তারিখ হতে পরবর্তী ৩ বছর গণনা করা হবে।
  4. কোন কর্মচারী যদি ০৩ বছর পূর্তিতে শ্রান্তি বিনােদন না নিয়ে থাকে সেক্ষেত্রে যদি ০৩ বছরের ঊর্ধ্বে যেকোন সময় নেয় সেই সময় থেকে পরবর্তী ০৩ বছর গণনা করা হবে? যে সময় থেকে শ্রান্তি বিনোদন ছুটি শুরু হবে ঠিক সেই সময় থেকেই পরবর্তী ৩ বছর গণনা করা হবে যদি তিনি সময়মত আবেদন না করে থাকেন। যদি সময় মত আবেদন করে থাকেন তবে অবশ্যই আবেদনে প্রাপ্য সময় হতেই ৩ বছর গণনা করা হবে। Rest and Recreation Leave Application । শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর জন্য আবেদনপত্র নমুনা

ইচ্ছা করলে কি এ ছুটি নির্ধারিত সময়ের পরেও মঞ্জুর করা যায়?

হ্যাঁ। ০৩ বছর পূর্তি হওয়ার পর নির্ধারিত তারিখের পরেও এ ছুটি মঞ্জুর করা এবং ভোগ করা যাইতে পারে।

Ibas++। আইবাস++। গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল দাখিল ২০২১

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *