Salary Transmitted by ibas++ but eft message is not found inbox-ইএফটি মেসেজ মোবাইলে না আসা বা দেরিতে আসার কারণ জেনে নিন
EFT এর SMS না পাওয়ার কারনে অনেকেই হতাশ হয়ে যান ৷ হতাশ হওয়ার কিছুই নাই ৷ আপনি আপনার Token Status দেখবেন “EFT File Transmitted” অবস্থায় আছে কিনা৷ যদি এই অবস্থায় থাকে EFT SMS না পেলেও যদি আপনার Bank branch খোলা থাকে তা হলে ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে ৷
iBAS++ সিষ্টেম থেকে EFT SMS SEND কমান্ড দেওয়া হয়ে থাকে বিধায় অনেক সময় আপনার ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার পরেও EFT মেসেজ পাওয়া যায় ৷
মাসের প্রথমে SMS লোড বেশী থাকায় iBAS++ সিষ্টেমে থেকে মেসেজ টেলিটক অপারেটরের মাধ্যমে প্রেরন করতে কিছুটা বিলম্ব ঘটে ৷ EFT Transmit করার সাথে সাথেই SMS Sent কমান্ড দেয়া হয়ে থাকে ৷ এই কমান্ড দেয়ার পর SMS Sending দেখাবে যতক্ষন পর্যন্ত মেসেজ প্রেরন শেষ না হবে ৷ মেসেজ প্রেরন শেষ হলে SMS Completed দেখাবে ৷ তখনই iBAS++ সিষ্টেমের Mobile at Payee তে আপনার যেই মোবাইল নম্বর সংরক্ষন করা আছে সেই মোবাইলে নিম্মরূপ SMS যাবে।
এসএমএস টি নিম্নরুপ নমুনায় যাবে
EFT Advice with reference no. EFVA200920003268 for the Salary for the month of April 2020 of Tk 000000 has been transmitted today to Bangladesh Bank. The amount will be credited to your Bank Account by next working day. – DCA Chittagong
SMS Completed না হওয়া পর্যন্ত SMS Sending দেখাবে ৷ অনেক সময় SMS প্রেরন কমান্ড দীর্ঘ সময় পর্যন্ত Sending mode এ থাকার কারনে মেসেজ পেতে বিলম্ব হয় ৷
আপনার এই তথ্যের জন্য অনেক ধন্যবাদ। অনেক দুঃশ্চিন্তায় ছিলাম।