পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

সরকারি বিল দাখিলের শেষ টাইম ২০২৫ । রাত ১২ টার পর বিল সংশোধনের সুযোগ নেই?

চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি এবং বিল দাখিলের সময়সীমা নির্দেশক্রমে পুন:নির্ধারণ করা হয়েছে- বিল দাখিলের সময়সীমা বৃদ্ধি ২০২৫ 

প্রতিবছরই কি বিল দাখিল সময়সীমা বৃদ্ধি করে? হ্যাঁ। গত ৫ বছরের সার্কুলার পর্যালোচনা করলে দেখা যাবে যে, প্রতি বছরই পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সময়সীমা বর্ধিত করে থাকে এবং এটিই চূড়ান্ত সীমা হিসেবে নির্ধারিত হয়।

আবারও কি সময় বৃদ্ধি করতে পারে? না। পরিচালন ও উন্নয়ন খাতের অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সময়সীমা আর কোনক্রমেই বৃদ্ধি করা হবে না মর্মে ঘোষণা চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাই সতর্ক এবং নিশ্চিত থাকুন যে, এই সময় সীমার মধ্যেই বিল দাখিল ও চেক ইস্যু করতে হবে।

পরিচালন বাজেট কাকে বলে? অপারেটিং বাজেটের মধ্যে রয়েছে একাধিক অংশ যেমন রাজস্ব, পরিবর্তনশীল খরচ (যেমন বেতন এবং পণ্যের খরচ), এবং নির্দিষ্ট খরচ (যেমন ভাড়া এবং বীমা)। একটি অপারেটিং বাজেট তৈরি করার সময় বিবেচনা করার অন্যান্য উদাহরণ হল সম্পদের অবমূল্যায়ন, সুদের অর্থ প্রদান, এবং মুদ্রা বিনিময়, যদি প্রযোজ্য হয়।

২০২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে । রাত ১২ টার পর আর নতুন বিল দাখিল করা যাবে না

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসে ব্যয় বিল দাখিল সংক্রান্ত নির্দেশনা জারী করা হয়েছে। উক্ত নির্দেশনায় পরিচালন ও উন্নয়ন উভয় বাজেটের আওতায় বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ ২৬/০৬/২০২৫ খ্রি: নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে হিসাবরক্ষণ কার্যালয়কে নিম্নলিখিত নির্দেশনা পরিপালন করতে হবেG

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ পুনঃনির্ধারণ।

উন্নয়ন বাজেট কি?

দেশের উন্নয়নমূলক কাজের জন্যে যে বাজেট করা হয় তাকে মূলধনী বাজেট বলে। এ বাজেটে সরকার গৃহিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়। যেমন এক বছরে কৃষি, শিল্প, যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ ইত্যাদি খাতের উন্নয়নের জন্য যে ব্যয় হবে তা এ বাজেটে দেখানো হয়। সময় সীমা কোন ক্রমেই বাড়ানো হবে না মর্মে অনুচ্ছেদ লেখা থাকলেও প্রতি বছরই সময় বৃদ্ধি করে পুন: নির্ধারণ করা হয়।

রাত ১২ টা পর্যন্ত বিল দাখিল করা যাবে?

হ্যাঁ। ব্যয় বিল পরিশোধ কার্যক্রম ২৬/০৬/২০১৫ খ্রি: তারিখের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আইবাস++ সিস্টেমে বিল এন্ট্রি/এপ্রুভ, চেক/ইএফটি এন্ট্রি/ট্রান্সমিট ইত্যাদি ধাপসমূহ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কারণ কোন ধাপ অসম্পূর্ণ থাকলে উল্লিখিত তারিখের (রাত ১২.০০ ঘটিকা) পর পরিশোধ কার্যক্রম সংশোধনের সুযোগ নেই। যেমন: চেক সিস্টেমে এন্ট্রি ব্যতীত ইস্যু করা হলে ২৬/০৬/২০২৫ খ্রি: তারিখের পর তা এন্ট্রি করার সুযোগ নেই। খ) উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্রে পেমেন্ট অর্ডার এন্ট্রিসহ বিল ও সিস্টেম জেনারেটেড এডভাইস এর কপি উল্লিখিত তারিখের (২৬/০৬/২০১৫ খ্রি:) মধ্যে সোনালী ব্যাংক বরাবর প্রেরণ নিশ্চিত করতে হবে।

Budget Circular 2024 । সরকারি ব্যয় বিল দাখিল, চেক ইস্যু ও চেক নগদায়নের সময়সীমা ঘোষানা হয়েছে?

সময় সীমা পুন: নির্ধারন, অর্থ অবমুক্তির সময় বৃদ্ধি,

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *