ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার নিমিত্ত উন্নয়নকৃত ইম্প্রভমেন্ট অব পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিস থ্রু ইমপ্লিমেন্টেশন অব BACS & iBAS++ এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে iBAS++ সিস্টেম ব্যবহার করে সকল মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ দপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তর/ সংস্থাসমূহের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ (ডিডিও) বাজেট বাস্তবায়নের কাজগুলো পরিচালনা করছেন। iBAS++ এ সংযুক্ত নতুন ফিচারসমূহ অবহিতকরণের লক্ষ্যে সকল দপ্তর/ সংস্থার আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের (ডিডিও) জন্য অনলাইন প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ইস্প্রভমেন্ট অব পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেলিভারী থ্রু ইমপ্লিমেন্টেশন অব BACS & iBAS++ স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (SPFMS)
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
আই ই বি ভবন (৫ম তলা) রমনা, ঢাকা-১০০০
স্মারক নং: ০৭.০০.০০০০.০০০.২৫.০৪৩.২০.৫৯৬; তারিখ: ৩০ জুন ২০২১
বিষয়: iBAS++ এর ভিডিও মডিউল বিষয়ক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিতকরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার নিমিত্ত উন্নয়নকৃত ইম্প্রভমেন্ট অব পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিস থ্রু ইমপ্লিমেন্টেশন অব BACS & iBAS++ এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে iBAS++ সিস্টেম ব্যবহার করে সকল মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ দপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তর/ সংস্থাসমূহের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ (ডিডিও) বাজেট বাস্তবায়নের কাজগুলো পরিচালনা করছেন। iBAS++ এ সংযুক্ত নতুন ফিচারসমূহ অবহিতকরণের লক্ষ্যে সকল দপ্তর/ সংস্থার আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের (ডিডিও) জন্য অনলাইন প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগারি ও মাদরাসা শিক্ষা বিভাগ-এর প্রশিক্ষণ আগামী ১২, ১৩, ১৪ জুলাই ২০২১ তারিখে সকাল ১০.০০ টা হতে দুপুর ০১.০০ টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। উক্ত তারিখের যে কোন একদিন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখের পূর্বেই অনলাইনে রেজিস্ট্রেশন (http://training.finance.gov.bd/onlinetraining) কার্যক্রম সম্পন্ন করতে হবে (সংযুক্তি অনলাইনে ডিডিও মডিউলে রেজিস্ট্রেশনের পদ্ধতি)
২। এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিস/ শিক্ষা প্রতিষ্ঠানের (আইবাস++ এর অন্তর্ভূক্ত) আয়ন ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) উক্ত অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে প্রয়োজনে জনাব আশরাফুল কবির, জুনিয়র কনসালটেন্ট, মোবাইল-০১৭১৮-২০২২৭৬ এর সাথে যোগাযোগ করা যেতে পারে। উল্লেখ্য, এই প্রশিক্ষণ হতে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
(বিলকিস জাহান রিমি)
গ্রোগ্রাম এক্সিকিউটিভ এন্ড কো অর্ডিনেটর (যুগ্নসচিব)
৫৫১১০৫৪৬-৫৫
iBAS++ এর ভিডিও মডিউল বিষয়ক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত: ডাউনলোড