বাংলাদেশ রুলস পার্ট-২ এর বিধি-২০। পূর্ব পদে কর্মকালে নতুন পদে বদলি হইলে বিধি-১১ ও ১২ এর বিধান সাপেক্ষে যােগদানকালেরর জন্য পূর্বতন পদের সহিত সংযুক্ত ক্ষতিপূরক ভাতা পাইবেন(এ) যদি নতুন পদের সহিত অনুরূপ ভাতা সংযুক্ত থাকে; এবং (বি) যদি অনুরূপ ভাতা নতুন পদের সহিত সংযুক্ত না থাকে, তাহা হইলে শুধু। সাময়িক বদলিকালে। তবে এই অধ্যায়ের বিধিসমূহের অধীনে তাহা প্রাপ্য হইতে হইবে।
নােটঃ দুইটি পদের ভাতার পরিমাণ ভিন্ন হইলে অনুচ্ছেদ-(এ) এর অধীনে প্রাপ্য ভাতার মধ্যে যে পরিমাণটি কম, উহা প্রাপ্য হইবে।
বিধি-২১। প্রয়ােগ নাই।