সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য কর্মচারীদের তথ্য প্রেরণের জন্য নির্দেশনা জারি করেছে সরকার- এ মাসেই তথ্য প্রেরণ নিশ্চিত করতে হবে-সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪
কত তারিখের মধ্যে ফর্ম পাঠাতে হবে? সরকারি কর্মচারী হাসপাতালে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী সরকারি কর্মচারীগণকে (পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে) ‘হাসপাতাল কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীগণের স্ব-স্ব দপ্তর হতে নির্ধারিত ছকে প্রত্যায়নকৃত তথ্যের মাধ্যমে পরিচিতি নিশ্চিত হয়ে পূর্ব নিবন্ধিত অথবা নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করে ‘হাসপাতাল কার্ড’ প্রদান করা হবে। নমুনা ছক অনুযায়ী স্ব-স্ব কর্তৃপক্ষ হতে আগ্রহী সরকারি কর্মচারীকে প্রত্যয়নপত্র জমা দিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ‘হাসপাতাল কার্ড’ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
নিজ অফিসের প্রত্যয়নপত্র লাগবে? হ্যাঁ। প্রথমে স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত নমুনা ছকে সরকারি কর্মচারী হিসেবে প্রমাণকস্বরূপ প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অতপর পরিবারের সদস্যদের অন্তর্ভূক্ত করাতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণকসহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য দাখিল করতে হবে। তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত স্থানে ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে। সরকারি কর্মচারীর নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করা হবে।
কার্ড ছাড়া কি এখন সেবা পাওয়া যাবে না? না। আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখ হতে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতিত কোন সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ব্যতীত সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পর ‘সরকারি’ হিসেবে নিবন্ধিত আইডিসমূহ ‘বেসরকারি’ হিসেবে রূপান্তর করা হবে। স্ব-স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার ‘সরকারি’ হিসেবে নিবন্ধন করে ‘হাসপাতাল কার্ড’ প্রদান করা হবে।
প্রথমে কর্মচারীর নিজের কার্ড করতে হবে / পরিবারের জন্যও কার্ড করা যাবে হসপিটাল হতেই
সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের তথ্য (সরকারি কর্মচারী কর্তৃক পুরণ করতে হবে) একটি অংশ এবং অন্য অংশটি কর্মচারী নিজে পূরণ করবে।
Caption: PDF Form Download Link
সরকারি ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ২০২৪ । নির্ধারিত ফর্মের সাথে কি কি দিতে হবে?
- সরকারি কর্মচারীর নিজের এবং ছকে উল্লিখিত পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে;
- নির্ধারিত স্থানে ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে;
- অফিস থেকে প্রত্যয়ন প্রাপ্তির উক্ত প্রত্যয়ন পত্র দাখিল করে নিজের রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন এবং
- তারপর পরিবারের সদস্যদের তথ্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সহ জমা দিয়ে তাঁদের নিবন্ধন সম্পন্ন করবেন।
শ্বশুর শাশুরীর জন্য কার্ড করা যাবে?
হ্যাঁ। সরকারি কর্মচারী হাসপাতাল এর নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিবর্গ সরকারি কর্মচারীর পরিবারের সদস্য হিসাবে হাসপাতাল কার্ডে সংযুক্ত হতে পারবেন। স্বামী/স্ত্রী ছাড়াও ছেলে/মেয়ে (২৫ বছর বা অবিবাহিত পর্যন্ত অথবা শারীরিক/ মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন) এবং পিতা/মাতা চিকিৎসার জন্য কার্ড করা যাবে। এছাড়াও শ্বশুর/শাশুড়ি এবং নির্ভরশীল ভাই/বোন (শারীরিক/মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন) জন্যও কার্ড করা যাবে।
আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখ হতে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা | স্ব-স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতিত কোন সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ | ব্যতীত সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পর |
‘সরকারি’ হিসেবে নিবন্ধিত আইডিসমূহ ‘বেসরকারি’ হিসেবে রূপান্তর করা হবে। | স্ব-স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার ‘সরকারি’ | হিসেবে নিবন্ধন করে ‘হাসপাতাল কার্ড’ প্রদান করা হবে। |