চাকুরী ২৫ বছরের উর্ধ্বে হলে তাঁর পেনশন নির্ধারণ যেভাবে হবে। এক্ষেত্রে একজন চাকুরীজীবি যদি স্বেচ্ছায় পেনশনে যায় অথবা ২৫ বছর চাকরি করে মারা যান অথবা অক্ষম হয়ে পড়ে তবে পেনশন নির্ধারণ পদ্ধতি দেখে নিব- স্বেচ্ছায় অবসর পেনশন নির্ধারণ 2024
পেনশন হিসাব কিভাবে করে? শেষ আহরিত বেতন ১৬তম গ্রেডে ১৪,৭২০/- টাকা (এলপিআর এ থাকাকালীন সময়ে গ্রহনকৃত)। পেনশন হিসাব করতে একটি ইনক্রিমেন্ট লাগাতে হবে ১৪,৭২০+৭৪০ = ১৫,৪৬০/-(ইএলপিসি দিবে হিসাব রক্ষণ অফিস)
মোট পেনশন = ১৫,৪৬০ x ৯০/১০০ বা ১৩,৯১৪ (তের হাজার নয়শত চৌদ্দ) টাকা। ১/২(অর্ধেক) অংশ সমর্পণ = ১৩,৯১৪ x ১/২ বা ৬,৯৫৭ টাকা ( অর্ধেক সরকারকে সমর্পণ করতে হয়)। মাসিক পেনশন = ১৩,৯১৪-৬,৯৫৭ =৬,৯৫৭/- (ছয় হাজার সাতান্ন) টাকা মাত্র। তার প্রাপ্য আনুতোষিক হবে = ৬,৯৫৭ x ২৩০= ১৬,০০,১১০/- (ষোল লক্ষ একশত দশ) টাকা মাত্র। (সরকার নির্ধারিত ২৫ বছরের উর্দ্ধে চাকুরী করলে ১ টাকা সমান ২৩০ টাকা ধরা হয়)।
উক্ত ব্যক্তি মাসিক মোট পেনশন গ্রহন হবে: মাসিক পেনশন ভাতা+চিকিৎসা ভাতা = ৬,৯৫৭+১,৫০০ = ৮,৪৫৭/- (আট হাজার চারশত সাতান্ন) টাকা মাত্র।
পেনশন ও অবসর সুবিধা সংক্রান্ত বিধি ও আদেশ । পেনশনের সহজ হিসাব কি?
প্রাইমারি পেনশন হিসাব ২০২৩ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন হিসাব কি ভিন্ন হয়?