পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

স্বেচ্ছায় অবসর পেনশন নির্ধারণ 2024 । সরকারি চাকরির চাকুরীর বয়স ২৫ বছরের উর্ধ্ব ক্ষেত্রে পেনশন নির্ধারণ নিয়ম দেখুন

চাকুরী ২৫ বছরের উর্ধ্বে হলে তাঁর পেনশন নির্ধারণ যেভাবে হবে। এক্ষেত্রে একজন চাকুরীজীবি যদি স্বেচ্ছায় পেনশনে যায় অথবা ২৫ বছর চাকরি করে মারা যান অথবা অক্ষম হয়ে পড়ে তবে পেনশন নির্ধারণ পদ্ধতি দেখে নিব- স্বেচ্ছায় অবসর পেনশন নির্ধারণ 2024

পেনশন হিসাব কিভাবে করে?  শেষ আহরিত বেতন ১৬তম গ্রেডে ১৪,৭২০/- টাকা (এলপিআর এ থাকাকালীন সময়ে গ্রহনকৃত)। পেনশন হিসাব করতে একটি ইনক্রিমেন্ট লাগাতে হবে ১৪,৭২০+৭৪০ = ১৫,৪৬০/-(ইএলপিসি দিবে হিসাব রক্ষণ অফিস)

মোট পেনশন = ১৫,৪৬০ x ৯০/১০০  বা ১৩,৯১৪ (তের হাজার নয়শত চৌদ্দ) টাকা।  ১/২(অর্ধেক) অংশ সমর্পণ = ১৩,৯১৪ x ১/২  বা ৬,৯৫৭ টাকা  ( অর্ধেক সরকারকে সমর্পণ করতে হয়)। মাসিক পেনশন  = ১৩,৯১৪-৬,৯৫৭ =৬,৯৫৭/- (ছয় হাজার সাতান্ন) টাকা মাত্র। তার প্রাপ্য আনুতোষিক হবে = ৬,৯৫৭ x ২৩০= ১৬,০০,১১০/-  (ষোল লক্ষ একশত দশ) টাকা মাত্র। (সরকার নির্ধারিত ২৫ বছরের উর্দ্ধে চাকুরী করলে ১ টাকা সমান ২৩০ টাকা ধরা হয়)। 

উক্ত ব্যক্তি মাসিক মোট পেনশন গ্রহন হবে: মাসিক পেনশন ভাতা+চিকিৎসা ভাতা = ৬,৯৫৭+১,৫০০ = ৮,৪৫৭/- (আট হাজার চারশত সাতান্ন) টাকা মাত্র।

পেনশন ও অবসর সুবিধা সংক্রান্ত বিধি ও আদেশ । পেনশনের সহজ হিসাব কি?

স্বেচ্ছায় অবসর পেনশন নির্ধারণ । চাকরির চাকুরীর বয়স ২৫ বছরের উর্ধ্ব ক্ষেত্রে পেনশন নির্ধারণ নিয়ম

প্রাইমারি পেনশন হিসাব ২০২৩ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন হিসাব কি ভিন্ন হয়?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *