ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ফি সংশোধন ২০২৪ । বিয়ে ও ডিভোর্স খরচ কি বেড়ে গেল?

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে এ ফি বাড়ানো হয়েছে- দেন মোহর বাড়লে কাজীর খরচ বাড়বে এবং রেজিস্ট্রেশন ফি দ্বিগুণ করা হয়েছে – মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর সংশোধন ২০২৪

বিবাহ নিবন্ধন আইন সংশোধন ২০২২ –গত ২১ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ‘মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস (রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৪’- এ দেয়া ক্ষমতা বলে তারা এ বিধিমালা সংশোধন করে। ২৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়, নতুন বছর হতেই সংশোধনী কার্যকর হয়েছে।

বিবাহ ও তালাক সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন একজন নিকাহ রেজিস্ট্রার ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। আগে ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১২ টাকা ৫০ পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজী। প্রতি হারে ১.৫০ পয়সা ব্যয় বাড়ানো হল।

বিধিমালা অনুযায়ী, দেনমোহরের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। তবে দেনমোহরের পরিমাণ যা হোক না কেন, ফি ২০০ টাকার কম হবে না। এদিকে, তালাক নিবন্ধনের ফিও বাড়ানো হয়েছে। একজন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি নিতে পারতেন। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন তা বেড়ে হলো এক হাজার টাকা।

পাঁচ লক্ষ পরবর্তী প্রতি লাখে ব্যয় দ্বিগুন করা হল / বিয়ে বা তালাকের রেজিস্ট্রেশন ফি দ্বিগুন করা হয়েছে

৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতি হারে ১৪ টাকা রাখা হলেও পরবর্তী প্রতি এক লক্ষ টাকার উপর ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা বাড়বে। অন্যদিকে রেজিস্ট্রেশন ফিও দ্বিগুন করা হয়েছে।

সরকার, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর নিম্নরূপ অধিকতর সংশোধন গেজেট PDF ডাউনলোড করুন

বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি বা পরিবর্তন । যে দফা গুলো সংশোধন করা হয়েছে 

  • (১) বিধি ৬ এর উপ-বিধি (৮) এর— দফা (ক) তে উল্লিখিত “১০,০০০/- (দশ হাজার)” সংখ্যা, কমা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “২০,০০০ (বিশ হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
  • (খ) দফা (খ) এর অনুচ্ছেদ (অ) তে উল্লিখিত “২০০০/- (দুই হাজার)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৪,০০০ (চার হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
  • (আ) অনুচ্ছেদ (আ) তে উল্লিখিত “৭০০/- (সাতশত)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দের পরিবর্তে “১,৪০০ (এক হাজার চারশত)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; অনুচ্ছেদ (ই) তে উল্লিখিত “৫০০/- (পাঁচশত)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দের পরিবর্তে “১,০০০ (এক হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
  • (২) বিধি ৭ এর উপ-বিধি (১) এর— (ক) দফা (ক) তে উল্লিখিত “৫০০০/- (পাঁচ হাজার)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১০,০০০ (দশ হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
  • (খ) দফা (খ) তে উল্লিখিত “১০০০/- (এক হাজার)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “২,০০০ (দুই হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; দফা (গ) তে উল্লিখিত “৫০০/- (পাঁচশত)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দের পরিবর্তে “১,০০০ (এক হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; দফা (ঘ) তে উল্লিখিত “১০০/- (একশত)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দের পরিবর্তে “২০০ (দুইশত)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
  • (৩) বিধি ২১ এ উপ-বিধি (১) এ— (অ) দুইবার উল্লিখিত “৪ (চার)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৫ (পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং (আ) উল্লিখিত “১২.৫০ (বার টাকা পঞ্চাশ পয়সা)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১৪ (চৌদ্দ)” সংখ্যা, বন্ধনী ও শব্দটি প্রতিস্থাপিত হইবে;
  • (খ) উপ-বিধি (২) এ উল্লিখিত “৫০০ (পাঁচশত)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “১,০০০ (এক হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
  • (গ) উপ-বিধি (৭) এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-
    “(ক) সিটি কর্পোরেশনের প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে ১৬,০০০ (ষোল হাজার) টাকা;”;
    (আ) দফা (খ) তে উল্লিখিত “দুই হাজার” শব্দগুলির পরিবর্তে “৪,০০০ (চার হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (ই) দফা (গ) তে উল্লিখিত “এক হাজার” শব্দগুলির পরিবর্তে “২,০০০ (দুই হাজার)” সংখ্যা, কমা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

কাবিন যত বেশি হবে কাজির আয় তত বেশি?

রেজিস্ট্রেশন খরচ বিবাহ বা তালাক দুটি ক্ষেত্রেই ১০০০ টাকা নির্ধারিত থাকলেও কাজীর আয় নির্ভর করবে যত বেশি কাবিন বা দেনমোহর ধার্য থাকবে তার উপরই। কাজি রেজিস্ট্রিকৃত হলেও তাদের আয়ের বড় অংশই হল বিবাহ রেজিস্ট্রের মাধ্যমে আয়। ৫ লক্ষ পর্যন্ত প্রতি হাজারে ১৪ টাকা এবং পরবর্তী প্রতি লাখে ২০০ টাকা হারে হাদিয়া প্রাপ্য হইবে।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *