সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো ২০২৪ । ৯ম পে স্কেল এভাবে হলে কেমন হতো?

নতুন পে স্কেল অবশ্যই কর্মচারী বান্ধব হতে হবে- গতানুগতিক বেতন কাঠামো আর চাই না-বৈষম্যযুক্ত বেতন স্কেল থেকে বেরিয়ে আসতে হবে–সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো ২০২৪

ন্যূনতম মূল বেতন কত হওয়া উচিৎ?– সরকারি বেতন স্কেল মোতাবেক ন্যূনতম মূল বেতন মূল্যস্ফিতি বিবেচনায় ২৫০০০ টাকা হওয়া উচিৎ। অনেকেই বলবেন এটি ২০ হাজার টাকাও হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে দুদিন পর পরই আপনি পে স্কেল চাইতে পারবেন না। তাই যুক্তিসঙ্গত ও বাজার মুখী একটি সর্বনিম্ন মূল বেতন ধার্য্য করতে হবে যা আপনাকে ন্যূনতম বেচে থাকার নিশ্চয়তা দিবে। তাই মূল বেতন ২৫ হাজার থেকে শুরু হয়ে ১,১০,০০০ টাকা উচিৎ বলে কর্মচারীদের অনেকেই মনে করছেন।

বাড়ি ভাড়া কি মূল বেতনের ভিত্তিতে হওয়া উচিৎ? না। মূল বেতন অনুসারে বাড়ি ভাড়া নির্ধারিত হলে আকাশ পাতাল বাড়ি ভাড়া তফাৎ সৃষ্টি হয়। উর্ধ্ব গ্রেডের কেউ কেউ ৩টি বাড়ি ভাড়ার সমান টাকা পেয়ে থাকেন। ১-২ গ্রেডে ৩০ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা করা যেতে পারে। ৩-৬ গ্রেডে ২৫ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা দেওয়া যেতে পারে। ৭-১০ গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া ২০০০০ টাকা করা যেতে পারে। ১১-১৪ গ্রেডের কর্মচারীদের জন্য ১৫ হাজার টাকা করা যেতে পারে। ভাড়া যদি এভাবে নির্ধারিত হয় তবে শহরমূখী হওয়ার প্রবনতা কমবে এবং বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্টের মত এখানেও ইনক্রিমেন্ট থাকতে হবে অন্যথায় কয়েক বছর পর এই টাকায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না।

সরকারি চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা কি ফিক্সড থাকা উচিৎ? সরকারি কর্মকর্তা/কর্মচারীদের চিকিৎসা ভাতা ন্যূনতম ৩০০০ টাকা করা উচিৎ কারণ বর্তমান বাজারে ডাক্তার ও টেস্ট সম্পন্ন করে ঔষুধ কেনা মত টাকাই থাকে না। এক্ষেত্রে মূল্যস্ফিতি বিবেচনায় এনে সর্বনিম্ন চিকিৎসা ভাতা ৩০০০ টাকা করা উচিৎ। শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধি করে এক সন্তানের জন্য ২৫০০ টাকা এবং দুটি সন্তানের জন্য ৫০০০ টাকা করা উচিৎ। পড়াশুনা এখন এত বেশি মূল্যবান বা এক্সপেনসিভ হয়ে গেছে যে, নিম্ন গ্রেডের কর্মচারী বা উচ্চ গ্রেডের কর্মচারী মাত্র ৫০০-১০০০ টাকা দিয়ে কভার করতে পারছে না। ভতুর্কী দিয়ে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম চালু রাখতে হচ্ছে। বেতন ও ভাতাদি কমিশন গঠন করে নির্দিষ্ট সময় পর পর এটিও বৃদ্ধির জন্য বিবেচনায় আনতে হবে।

সরকারি চাকরির বয়স ৫৯ বা সর্বোচ্চ ২৯ বছর করা উচিৎ বলে বিশেষজ্ঞগণ মতামত দিচ্ছেন / চাকরির বয়স ১৫ হলেই স্বেচ্ছায় অবসরে যাওয়ার ব্যবস্থা করা উচিৎ এতে যেমন পোস্ট খালি হবে, তেমনি নতুন পোষ্ট ক্রিয়েট হবে

এমন যদি হতো আমি পাখির মত…………….স্বাধীন দেশে নতুন পে স্কেল কাঠামো জারি করার মাধ্যমে ইতিহাস গড়ার প্রয়োজনীয়তা রয়েছে।

Pay Scale as it is 2024

Caption: Suggested pay scale Bangladesh । Credit to Saiful Islam

পে স্কেল ২০২৪ । ১৪ গ্রেড নাকি ১০ গ্রেডে মূল বেতন হলে ভাল হয়?

  1. ১,১০,০০০/-
  2. ৮৫,০০০/-
  3. ৮০,০০০/-
  4. ৭৫,০০০/-
  5. ৭০,০০০/-
  6. ৬৫,০০০/-
  7. ৬০,০০০/-
  8. ৫৫,০০০/-
  9. ৫০,০০০/-
  10. ৪৫,০০০/-
  11. ৪০,০০০/-
  12. ৩৫,০০০/-
  13. ৩০,০০০/-
  14. ২৫,০০০/-

ধোলাই ভাতা ও টিফিন ভাতা কত হওয়া উচিৎ?

একজন নিম্ন গ্রেডের সরকারী কর্মচারী অর্থাৎ ১৪ গ্রেডের কর্মচারীদের প্রতি বছর পোষাক প্রদান করা হয়। এজন্য পোষাক ধোলাই করতে ন্যূনতম ভাতা ৩০০০ টাকা হওয়া উচিৎ বলে অনেকেই মনে করছেন। ব্যাংকারদের মত দৈনিক লাঞ্চ ভাতা ২০০ টাকা না হলেও মাসিক টিফিন ভাতা অন্তত ৩০০০ টাকা হওয়া খুবই জরুরি। উৎসব ভাতা মুল বেতনের সমান যা কার্যকর রয়েছে তাই রাখা যেতে পারে। যাতায়াত ভাতা ৩০০ টাকা নয় বরং ৩০০০ টাকা করা যেতে পারে।

গ্রেড ৩-৬ গ্রেড ৭-১০গ্রেড ১১-১৪
বাড়ি ভাড়া ২৫,০০০/-২৫,০০০/-১৫,০০০/-
চিকিৎসা ভাতা ৩,০০০/-চিকিৎসা ভাতা ৩,০০০/-চিকিৎসা ভাতা ৩,০০০/-

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *