সচিব পদে প্রায়ই পরিবর্তন ঘটে- বাংলাদেশ সরকার পূর্বের সচিব কে অব্যাহতি দিয়ে নতুন সচিব নিয়োগ দিয়ে থাকে –সচিব নিয়োগের প্রজ্ঞাপন ২০২৪
সচিব কে? সচিব বাংলাদেশের সরকারি প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। জনপ্রশাসনের সর্বোচ্চ পদ হলো মন্ত্রিপরিষদ সচিব। তাঁরা বিসিএস ক্যাডার থেকে আসেন। সচিবদের ৭৫ ভাগ নিয়োগ হয় প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ২৫ ভাগ নিয়োগ হয় সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডার থেকে৷ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব একজন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার হয়ে থাকেন। একজন সচিব সাধারণত কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয়ের প্রধান জবাবদিহিতা কর্মকর্তা। বর্তমানে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব হলেন খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব হলেন সচিবদের মধ্যে জ্যেষ্ঠ।
মন্ত্রীর পরে কি সচিব? একজন সচিব/সিনিয়র সচিব মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর থাকে। মন্ত্রীর কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। সচিব মন্ত্রীকে সর্বতোভাবে সবক্ষেত্রেই সাহায্য করে। মন্ত্রীর পর সচিব-ই হচ্ছেন মন্ত্রণালয়ের অধিভুক্ত দপ্তরসমূহের অন্যতম নিয়ন্ত্রক। বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নে আছেন সহকারী সচিব এবং সবার উপরে মন্ত্রী। এটি মূলত স্তরভিত্তিক নীতির উপর ব্রিটিশ কাঠামোর অনুকরণে গড়ে উঠেছে। ছকে তা দেওয়া হলো: মন্ত্রী >> সিনিয়র সচিব>> সচিব>> অতিরিক্ত সচিব >> যুগ্ম সচিব >> উপসচিব >> সিনিয়র সহকারী সচিব >> সহকারী সচিব।
উপসচিব পদে পদোন্নতি বা নিয়োগ যোগ্যতা, কখন হয়? যে সকল কর্মকর্তার সিনিয়র স্কেল পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে অন্যূন ১০(দশ) বহুর চাকরি পূর্ণ হয়েছে তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়। তবে কথা হচ্ছে প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডার হতেও এ পদে পদোন্নতি বা নিয়োগ প্রদান করা হয়।
সচিবের নিয়োগ কর্তা কে? / রাষ্ট্রপতির অনুমতিক্রমে কেবল কেউ সচিব পদে অধিষ্ঠিত হতে পারে
সচিব পদে নিয়োগের প্রজ্ঞাপনে যদিও একজন উপসচিব স্বাক্ষর করে থাকেন কিন্তু রাষ্ট্রপতির অনুমতি নেওয়া ছাড়া কাউকে সচিব পদে নিয়োগ দেওয়া যায় না।
সরকারের সচিব/সমমর্যাদাসম্পন্ন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাবৃন্দের তালিকা ২০২৪
- মন্ত্রিপন্ত্রিষদ সচিব
- মুখ্য সচিব
- সিনিয়র সচিব বা সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা
- সচিব বা সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা (তালিকা দেখতে এখানে ক্লিক করুন)
একজন সচিবের দায়িত্ব কি?
মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগের আনুষ্ঠানিক প্রধান। তিনি আন্তঃমন্ত্রণালয় আলোচনা বিষয়ক কয়েকটি সচিব পর্যায়ের কমিটিরও প্রধান। বাংলাদেশ হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান হলেও, মন্ত্রিপরিষদের প্রধান নির্বাহী হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব। দেশের নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম ব্যক্তিত্ব তিনি। তিনি যেকোনো সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন।
সহকারী সচিব | সিনিয়র সচিব | সচিব |
অতিরিক্ত সচিব | মন্ত্রিপরিষদ সচিব | জ্যেষ্ঠ সচিব |
উপসচিব | ওএসডি সচিব | সচিবের সহকারি |
সচিব পদে রদবদল ২০২৪ । সচিব কে, একজন সচিবের কাজ কি?