সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের ভ্যাট কর্তনের তালিকা pdf । হাইলাইটস –ক্রয় বা যোগানদার খাতে ২০২২-২৩ অর্থ বছরে কর্তন করতে হবে-৭.৫% । মেরামত খাতে-১০% । নিয়ম না মেনে কোন কোন ক্ষেত্রে কম -বেশি ভ্যাট কর্তন করা হয়।
০১. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১৫%
০২. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৭.৫%
০৩. মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
০৪. আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
০৫. জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
০৬. যান্ত্রিক লন্ড্রি-১৫%
০৭. ডকইয়ার্ড-১০%
০৮. নিলামকারী সংস্থা-১৫%
১০. তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
১১. ছাপাখানা-১০%
১২. ইন্ডেটিং সংস্থা-৫%
১৩. ইন্টারনেট-৫%
১৪. মেরামত ও সার্ভিসিং-১০%
১৫. শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
১৬. বোর্ড সভায় যোগানদারকারী-১০%
১৭. ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
১৮. ক্রয় বা যোগানদার -৭.৫%
১৯. নির্মাণ সংস্থা ৭.৫%
২০. বিজ্ঞাপনী সংস্থা-১৫%
২১. নিলামকৃত পন্যের ক্রেতা-১৫%
২২. বিবিধ-১৫%
ভ্যাট কর্তনের হার ২০২৪-২০২৫ pdf । ভ্যাট কর্তনের হার দেখে নিন
VAT Rate 2024-25 PDF File Download
২০২০-২০২১ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড
অর্থ আইন গেজেট ২০২০ : ডাউনলোড
২০১৯-২০২০ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড
হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত ভ্যাট কর্তনের তালিকা ২০১৯-২০ সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: কি কি খাতে ভ্যাট হার পরিবর্তন করা হয়েছে?
উত্তর: উল্লেখযোগ্য দুটি খাত নিলামকারী সংস্থা ও নিলামকৃত পন্যের ক্রেতা এ দুটি খাতে ১৫% করা হয়েছে। যেখানে ৭.৫% ছিল।
ভ্যাট কর্তন হার ২০২২-২৩ । কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন
আরও দেখুন:
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।
আমার একটি লিঃকোম্পানি আছে ,যার ভাড়ার উপর ১৫% হারে ভ্যাট মাসিক-১২০০০ টাকা করে ১২ মাসে =১৪৪,০০০/- প্রদান করি,ভ্যাট অফিস আমাকে জানায় ২% হারে বিল্মব মুসলদিতে হবে।কিন্তু সমস্য ভ্যাট আফিসের হিসাব অনুযায়ী জরিমানা হয়-১৪৪,০০০/-*২৪%-=৩৪,৫৬০/- প্রদান করতে হবে।প্রকৃত নিয়ম জানার প্রয়োজন?
প্রতিমাসের ভ্যাট প্রতি মাসে জমা দিতে হয়, নতুবা ২% হারে বিলম্ব মাশুল ধরা হয়। মূল্য সংযোজন কর আইন দেখুন। http://nbr.gov.bd/publications/vat/ban লিংক থেকে। ধন্যবাদ
২০২০-২০২১ সালের ভ্যাট ও ট্যাক্স এর তালিকা পেতে চাই।
ডাউনলোড লিংকে দেওয়া আছে
আউটসোর্সিং এ কর্মরত ক্লিনারের বিলের উপর কত% ভ্যাট।
১০ টাকার উপর হলে ১০%
জেলা বাসা বরাদ্দ কমিটির রুপরেখা আছে কি?
NO.