ফর্ম I আবেদনপত্র । নমুনা

Officer Pay Bill Form Excel 2024 । কর্মকর্তার বেতন বিল (নতুন) সফটকপি এক্সেল ফরমেট ডাউনলোড

সাধারণত গেজেটেড কর্মকর্তারা সেল্ফ ড্রয়িং হয়ে থাকে। নিজের বেতন নিজেই উত্তোলন করে। তাই তার বেতন বিল তাকেই তৈরি করার কথা কিন্তু সচারাচর এটা হয় না। বেতন বিলটা কর্মচারীদেরই করে দিতে হয়।

তাই গেজেটেড কর্মকর্তাদের বেতন বিল করার সুবিধার্থে এক্সেল ফরমেট ফরমেট দেয়া হলো। যাতে শুধুমাত্র ডাটা ইনপুট দিলেই বেতন বিল রেডি হয়ে যাবে।

  • তথ্য ইনপুট দিয়ে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিলেই হবে।
  • এপিঠ ওপিঠ প্রিন্ট করে নিলেই হবে। 
  • সিডিউলগুলো আলাদা সংযুক্ত করে নিলে ভাল হয়।
  • সুত্র প্রয়োগ করা আছে ডাটা ইনপুট দিলেই বিল রেডি।
  1. গেজেটেড কর্মকর্তার বেতন বিল (নতুন) সফটকপি এক্সেল ফরমেট-০১ : ডাউনলোড
  2. গেজেটেড কর্মকর্তার বেতন বিল (নতুন) সফটকপি এক্সেল ফরমেট-০২ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “Officer Pay Bill Form Excel 2024 । কর্মকর্তার বেতন বিল (নতুন) সফটকপি এক্সেল ফরমেট ডাউনলোড

  • Good

  • গেজেটেড কর্মকর্তার বেতন বিল (নতুন) সফটকপি এক্সেল ফরমেট-০২ : ডাউনলোড অপশনে পাসওয়ার্ড দেওয়া আছে এজন্য ইডিট করা সম্ভব হচ্ছে না

  • এখন তো বিল করা সহজ। আপনি ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফর্মে করলে ভাল হবে। কারণ নতুন ভ্রমণ বিধিমালা অনুসারে বিল করা খুবই সহজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *