ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

Overtime order for betar only 2025 । প্রতিটি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আলাদা অধিকাল ভাতা অর্ডার থাকে?

বাংলাদেশের সরকারি দপ্তর গুলোতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী বর্তমানে ১১-২০ গ্রেডের কর্মচারীদের অধিকাল ভাতা প্রদানের বিধান রয়েছে যদি অধিকাল খাতে বাজেট বরাদ্দ থাকে। অধিকাল খাতে বাজেট বরাদ্দ না থাকলে ২০ টাকা হারে টিফিন ভাতা প্রাপ্য হইবে। অধিকাংশ সরকারি দপ্তরে অধিকাল ভাতা খাতে বরাদ্দ নেই তাই অধিক সময় ডিউটি করে অধিকাল ভাতা পান না-Overtime order for betar only 2025

একই তারিখের একই নম্বরের স্থলাভিষিক্ত

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য মন্ত্রণালয়

সংস্থাপন-৫ শাখা

নং-তম/স ৩/২৬ -৯০/৯০/৫৬৮ তারিখ: ০৫-০৩-১৯৯০ ইং

প্রেরক: আফাযজল হায়দার চৌধুরী

সিনিয়র সহকারী সচিব

প্রাপক: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (তথ্য)

এজিবি ভবন, ঢাকা।

বিষয়: রেডিও বাংলাদেশের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকাল ভাতা মঞ্জুরী প্রসংগে।

মহোদয়,

উপরোক্ত বিষয়ে আদিষ্ট হয়ে রেডিও বাংলাদেশের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী দিগকে – তাঁদের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসাব নিম্নে উল্লেখিত শর্তে ও হারে অধিকাল ভাতা প্রদানের সরকারী মজুরী জ্ঞাপন করছি যা অবিলম্বে কার্যকর হবে।

(ক) অফিস ছুটির পর ১ (এক) ঘন্টা বাদ দিয়ে অধিকাল সময় গণনা করা হবে ।

(খ) অ ধিকাল ভাতা মূল বেতনের দ্বিগুণ হবে ।

(গ) অধিকাল ভাতা মাসিক ১৫০ (এক শত পঞ্চাশ) ঘন্টার বেশি হবে না।

২। এই ব্যয় রে ডি ও বাংলাদেশের বাৎসরিক অনুন্নয়ন বাজেটের “১৪৮ -সম্প্রচার, তথ্য ও প্রকাশনা-১/বেতার-গ-ভাতা/অ ধিকাল ভাতা উপ–খাত হতে মিটানো হবে।

৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনএমে এই আদেশ জারী করা হলাে।

আপনার অনুগত,

(আফাযজল হায়দার চৌধুরী )

সিনিয়র সহকারী সচিব

রে ডিও বাংলাদেশের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকাল ভাতা মঞ্জুরী প্রসংগে: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “Overtime order for betar only 2025 । প্রতিটি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আলাদা অধিকাল ভাতা অর্ডার থাকে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *