গত ২৯-০১-২০২০ খ্রি: তারিখে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, তথ্য মন্ত্রণালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকার স্মারক নং -সিএও/তথ্য/প্রশা/বিবিধ/১৩৯৮(৩য় খন্ড)২৫১৫/১ নম্বর পত্রের মাধ্যমে কিছু অতিরিক্ত তথ্য প্রেরণ করতে বলা হয়েছে।
সাধারন পেনশনারের ক্ষেত্রে কি কি কাগজ লাগে? ১। পেনশনারের জাতীয় পরিচয় পত্রের (পুরাতন) ফটোকপি। ২। চেক বই এর পাতার ফটোকপি। ৩। মোবাইল নম্বর। ৪। চার কপি সত্যায়িত ছবি। ৫। নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৬। সিলেকশন গ্রেড/ টাইম স্কেল/ পদোন্নতিসহ সকল আদেশের ফটোকপি
Documents for Pension । পারিবারিক পেনশনারের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে?
- ১। মূল পেনশনারের জাতীয় পরিচয় পত্রের (পুরাতন) ফটোকপি।
- ২। মূল পেনশনারের মূল পিপিও বই।
- ৩। পারিবারিক পেনশনারের চেক বই এর পাতার ফটোকপি।
- ৪। মোবাইল নম্বর।
- ৫। পারিবারিক পেনশনারের চার কপি সত্যায়িত ছবি।
- ৬। পারিবারিক পেনশনারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
পেনশনারের মোবাইল নম্বর, নমিনির জাতীয় পরিচয়পত্র, তার নিজ জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি। বিস্তারিত জানতে PDF ফাইল দেখুন
পেনশন কেইস দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পেনশন মঞ্জুরী ও অন্যান্য কাগজপত্রের সাথে যে কাগজগুলো প্রেরণ আবশ্যিক সংক্রান্ত পত্রটি দেখে নিতে পারেন: ডাউনলোড