পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পেনশন নমিনি ফরম ২০২৫ । সরকারি পেনশন উত্তরাধিকার ঘোষণা কিভাবে দিবেন?

সাধারণ পেনশনে যাওয়ার সময় প্রাপ্তব্য পেনশনের উত্তরাধিকার ফরম পূরণ করে অফিসে জমা দিতে হয়- আপনি চাইলে জীবত থাকা কালীন পেনশন নমিনি ফরম নিজ অফিসে জমা দিয়ে রাখতে পারেন-স্ত্রী বা প্রতিবন্ধী সন্তান বাদে অন্য কাউকে যদি নমিনি দিতে হয় তবে সেটি পূর্বেই করে রাখতে হয়–পেনশন নমিনি ফরম ২০২৫

পেনশন ও আনুতোষিক নমিনি ফরম আছে? হ্যাঁ। পেনশনের জন্য নমিনি (beneficiary) বা সুবিধাভোগী নিয়োগ করার নিয়ম সাধারণত পেনশন প্রদানকারী কর্তৃপক্ষের উপর নির্ভর করে। আপনার পেনশন প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ফর্ম পূরণ করুন। এই ফর্মটিতে নমিনির নাম, ঠিকানা, সম্পর্ক ইত্যাদি তথ্য উল্লেখ করতে হবে। কিছু ক্ষেত্রে নমিনি নিয়োগের জন্য অতিরিক্ত কাগজপত্র যেমন: পরিচয়পত্র, ছবি, ইত্যাদি প্রয়োজন হতে পারে। কিছু পেনশন স্কিমে একাধিক নমিনি (যেমন: স্বামী/স্ত্রী এবং সন্তান) নিয়োগের সুযোগ থাকে। সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একাধিক নমিনিদের তালিকা তৈরি করতে পারেন।

অবসরভাতাভোগীর মৃত্যুর পর পেনশনার? হ্যাঁ। অনেক ক্ষেত্রে পেনশনারের মৃত্যুর পর পেনশন সুবিধা তার নমিনি বা উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরের ব্যবস্থা থাকে। সরকারি পেনশন স্কিমে পারিবারিক পেনশনের ব্যবস্থা থাকে, যেখানে পেনশন সুবিধা স্বামী/স্ত্রী/সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেক্ষেত্রে নমিনি হিসেবে তাদের নাম উল্লেখ করা যেতে পারে।

জিপিএফ এর নমিনি আলাদা ভাবে দিতে হয়? হ্যাঁ। জিপিএফ এবং পেনশন , আনুতোষিক আলাদা বিষয়। দুটি বিষয়ের জন্য আলাদাভাবে নমিনি দেয়া যায়। অবিবাহিত হলে জিপিএফ ও পেনশনের টাকা যে কোন ব্যক্তিকে নমিনি করতে পারবেন, তবে পরিবারের সদস্য হওয়ার সাথে সাথে উক্ত নমিনি বাতিল হয়ে যাবে।।যদি বিবাহিত হন, পরিবারের সদস্য অর্থাৎ স্বামী বা সন্তানদের নমিনি করতে পারবেন, পরিবারের সদস্য ছাডা অন্য কাহাকেও নমিনি করা যাবে না। আপনি অবিবাহিত অবস্থায় ভাইকে নমিনি করলে বিবাহ করার সাথে সাথে আপনার ভাই এর নামের নমিনি বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার স্ত্রী সন্তানের নামে নমিনি না করলেও তাঁরাই জিপিএফ ও পেনশন প্রাপ্য হবেন।

পেনশন পাবে স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তান, অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী সন্তান। এরা না থাকলে পনের বছর পর্যন্ত উত্তরাধিকারীগণ পেনশন পাবেন। পেনশন উত্তোলনের নমিনি করা যায় কিন্তু পেনশন পাওয়ার জন্য নমিনি করা যায় না।

আজীবন পেনশন পাবেন কে? মূল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৪০৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ

Caption: Pension Nominee Form Bangladesh

পেনশন আনুতোষিক ও জিপিএফ নমিনি নির্দেশনা ২০২৫ । চাকরি করছে কিন্তু নমিনি সম্পর্কে জানেন না?

  1. প্রথমত আইবাস++ এ স্ত্রী সন্তানের তথ্য এন্ট্রি দেওয়া থাকতে হবে এবং আইবাস++ এ নমিনির তথ্য এন্ট্রি নিশ্চিত করবেন।
  2. দ্বিতীয় প্রাপ্তব্য পেনশন উত্তরাধিকার ফরম পূরণ করে নিজ অফিসে জমা দিবেন।
  3. আপনার চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাগজপত্রাদি নিজ বাসা/বাড়িতে একটি ফাইল আকারে সংরক্ষণ করে রাখবেন।

স্ত্রীর পেনশন কি স্বামী পায়?

হ্যাঁ। আজীবন পাবে, তবে পেনশনারের অবসর গ্রহণ হতে ১৫ বৎসরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, স্বামীর পেনশন বন্ধ হয়ে যাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৮-১৩৮, তারিখ: ১৪/১১/২০১৮ খ্রিস্টাব্দ।

১ম স্ত্রী নি: সন্তান, ২য় স্ত্রীর ৪ সন্তান, এমতাবস্থায় কে কত শতাংশ পাবে? মোট পেনশন ১৬আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে। সূত্র: ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬(৪০)- এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ

অবসরভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যু হলে
পারিবারিক পেনশন আবেদন ফরম – ০১ কপি.pdf.docxসত্যায়িত ছবি (স্বামী/ স্ত্রী/ উত্তারাধিকারীগণের) – ০৪ কপিউত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট – ০৩ কপি.pdf.docx
নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ – ০৩ কপি.pdf.docxঅভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ সনদ – ০৩ কপি.pdf.docxচিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদ – ০১ কপি
অবসর ভাতার মঞ্জুরিপত্র – ০১ কপিপিপিও এবং ডি-হাফ – ০১ কপিপ্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র – ০৩ কপি
সূত্র দেখুন উত্তরাধিকারীর পেনশন দাবীর আবেদন পত্র পিডিএফ কপি ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *