প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

পুলিশ ভেরিফিকেশন ২০২৪ । সরকারি চাকরির ক্ষেত্রে ভেরিফিকেশনে কি কি দেখা হয়?

আপনি সরকারি চাকুরী করছেন তো অনেক বছর হয়ে গেছে। অথবা আপনি নতুন যোগদান করেছেন মাত্র। আপনার চাকুরির পুলিশ ভেরিফিকেশন করিয়েছেন তো? না করে থাকলে আজই করিয়ে নিন। নিম্নোক্ত কাজ সমূহে পুলিশ ভেরিফিকেশন লাগবে। সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন।

  • চাকুরি স্থায়ী করণ করতে পুলিশ ভেরিফিকেশন লাগে।
  • চাকুরি স্থায়ীকরণ না করে থাকলে আপনার পদোন্নতি হবে না।
  • চাকুরি স্থায়ীকরণ করা না থাকলে আপনি গৃহ নির্মাণ ঋণ পাবেন না।
  • চাকুরী স্থায়ীকরণ করা না থাকলে আপনি মারা গেলে আপনার পরিবার সরকারি অনুদান ৮,০০,০০০ টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

উপরোক্ত বিষয়ে বিবেচনা করে আজই পুলিশ ভেরিফিকেশন করিয়ে ফেলুন:  Poice Verification form download

বিসিএস পরীক্ষা উপরের অংশ টুকু বাদ দিয়ে দিন।

আপনার করনীয়:
১। ভালভাবে ফরমটি পুরণ করে আপনার কর্তৃপক্ষ বরাবর আবেদন করুন(আপনার জেলা বিশেষ শাখায় ফরমটি পাঠাতে)
২। সাথে যোগ করবেন স্কুলের প্রসংশা পত্র ও সার্টিফিকেট।
৩। এনআইডি কার্ডটিও যোগ করে দিন।
৪। আপনার জেলার বিশেষ শাখায় কথা বলে রাখুন।

অফিসের করনীয়: অফিস কর্তৃপক্ষ ফরওয়ার্ডিং দিয়ে গোয়েন্দা বিভাগে পাঠিয়ে দিবে।

হ্যাঁ, আরেকটি কথা ” পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে, দপ্তর থেকে আপনি একটি ফটোকপি সংগ্রহ করবেন” পরবর্তীতে কাজে লাগবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

19 thoughts on “পুলিশ ভেরিফিকেশন ২০২৪ । সরকারি চাকরির ক্ষেত্রে ভেরিফিকেশনে কি কি দেখা হয়?

  • চাকুরীতে ঢোকার পর কয়বার ভেরিফিকেশন লাগে?

  • নতুন নিয়োগ হলেই। অর্থাৎ পদোন্নতি হলেও।

  • এইগুলো কি শুধুমাত্র সরকারী চাকরির জন্য? নাকি স্বায়িত্বশাসিত চাকরির জন্য প্রযোজ্য?

  • স্বায়ত্তশাসিতও

  • হাতে পুরণ করতে হবে নাকি কম্পিউটা?

  • হাতে করলেও হবে, কম্পিউটারে করলেও হবে।

  • যদি কারো নিজস্ব সম্পত্তি না থাকে অর্থাৎ তার যদি কোন কারনে নিজ জন্মস্থানের ভিটে মাটি না থাকে আর জিবীকার জন্য সে যদি অন্যত্র অবস্থান করে , সেক্ষত্রে সরকারী চাকরির ভেরিফিকেশন কিভাবে হবে? এ বিষয়ে কোন নির্দেশনা আছে কি ?

  • জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় প্রশাসন অর্থাৎ চেয়ারম্যান বা কাউন্সিলরের নিকট হতে পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা দ্বারা নির্ধারিত হইবে।
    https://bdservicerules.info/nid-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA/

  • ভাই স্থায়ী ঠিকানা কি এনআইডি কার্ড দিয়ে নির্ধারণ করবে নাকি চেয়ারম্যান প্রত্যয়নপত্র দিয়ে নির্ধারণ হবে।

  • ভাই স্থায়ী ঠিকানা কি এনআইডি কার্ড দিয়ে নির্ধারণ হবে নাকি চেয়্যারম্যান সার্টিফিকেট দিয়ে নির্ধারণ হবে।

  • চেয়ারম্যান সার্টিফিকেট

  • চেয়ারম্যান প্রত্যয়নপত্র।

  • ভাই ডিজিএফআই আমার ভেরিফিকেশনের সময় আমার এনআইডি কার্ড দেখে বললো আপনার NID কার্ডে তো গ্রাম+ পাড়া উল্লেখ করা।বাট আমার (DGFI)কাছে যে তথ্য দিছে তাতে তো শুধু গ্রামের নাম দেওয়া, পাড়া উল্লেখ নেই।এই কথাটা কয়েকবার জিজ্ঞেস করছে,NID তে পাড়া আছে আমার(উনার) দেওয়া তথ্যতে পাড়া নেই কেন?।আমার জানার বিষয় হলো এই পাড়া না থাকার কারণে কি ভেরিফিকেশনে কোন প্রবলেম হবে?

  • ভেরিফিকেশন হওয়ার স্থায়ী ঠিকানা পরিবর্তন করুন।

  • আমার সরকারি চাকরির বয়স১৩ বছর পুলিশ ভেরিফিকেশন করা হয়নি।তবে চাকরি স্হায়ীকরন করা হয়েছে। যদি পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না দেয় তাহলে কি হবে?

  • না দিলে ঝামেলা হবে। সন্তোষজনক নিতে হবে। সাময়িক বরখাস্ত হতে পারেন।

  • কারো নামে পূর্বে মামলা ছিল কিন্তু বর্তমানে সেই মামলা আর নেই। সমঝোতার মাধ্যমে মামলাটি মীমাংসা করা হয়েছে।

    এটি চাকুরির পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরুপ প্রিতিক্রিয়া ফেলবে কিনা ?

    উল্লেখ্য যে, চাকরির বয়স ১ বছরের বেশি কিন্তু পুলিশ ভেরিফিকেশন এখনো হয়নি।

  • সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *