নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

ভূতাপেক্ষ প্রমোশন ২০২৫ । নির্দিষ্ট সময়ের পরে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়?

বি.সি.এস ক্যাডারের কর্মকর্তা ড. গোপাল চন্দ্র, অধ্যাপক কে ভূতাপেক্ষ ভাবে পদোন্নতি প্রদান করা হয়েছে। সাধারণ সময় অতিবাহিত হওয়ার পরে যে পদোন্নতি পূর্বের তারিখ হতে কার্যকর হয় সেটাই ভূতাপেক্ষ পদোন্নতি। এটা জনস্বার্থেও জারি করা হয়। কোন কারণে সময় অতিক্রান্ত হলে এমন পদোন্নতি দেওয়া হয়-ভূতাপেক্ষ প্রমোশন ২০২৫

ভূতাপেক্ষ পদোন্নতি কি? ভূতাপেক্ষা মানে হলো আগে থেকে কার্যকর হওয়া। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলছেন সৎ, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের মধ্যে যারা গত আমলে নিয়মানুযায়ী পদোন্নতি পাননি তাদের বাছাই করে ভূতাপেক্ষা পদোন্নতি দিতে পারলে সেটি প্রশাসনের জন্য ভালো হবে। ভূতাপেক্ষ পদোন্নতি (Retrospective promotion) বলতে বোঝায়, কোনো কর্মীকে এমনভাবে পদোন্নতি দেওয়া, যা তার আগের কোনো তারিখে কার্যকর হবে। অর্থাৎ, পদোন্নতির আদেশ জারির তারিখের পরিবর্তে, কোনো নির্দিষ্ট অতীত তারিখ থেকে পদোন্নতি কার্যকর করা হয়। এই ধরনের পদোন্নতি সাধারণত কিছু বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়, যেমন- যদি কোনো কারণে পদোন্নতি প্রদানে বিলম্ব হয় এবং সেই বিলম্বের জন্য কর্মীর কোনো দায় না থাকে। যদি কোনো আইনি জটিলতার কারণে পদোন্নতি আটকে থাকে এবং পরে তা নিষ্পত্তি হলে। সরকার বা কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় জনস্বার্থে এই ধরনের পদোন্নতি দেওয়া হতে পারে।

সরকারি চাকরিতে ভূতাপেক্ষ পদোন্নতি হলে কি আর্থিক সুবিধা পায়? হ্যাঁ। ভূতাপেক্ষ পদোন্নতির ফলে কর্মীর আর্থিক সুবিধাও আগের তারিখ থেকে কার্যকর হতে পারে, যেমন- বকেয়া বেতন বা অন্যান্য ভাতা। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মকর্তা গত বছর পদোন্নতি পাওয়ার যোগ্য হন, কিন্তু কোনো কারণে পদোন্নতি এই বছর দেওয়া হয়, তাহলে ভূতাপেক্ষ পদোন্নতির মাধ্যমে তার পদোন্নতি গত বছর থেকেই কার্যকর হবে এবং তিনি বকেয়া বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। 

সুপার নিউমারারি পদোন্নতি (Supernumerary Promotion) বলতে এমন একটি পদোন্নতিকে বোঝায় যা কোনো প্রতিষ্ঠানের নিয়মিত অনুমোদিত পদের বাইরে দেওয়া হয়। ভূতাপেক্ষ (ভূত+অপেক্ষ)’ অর্থ (বিশেষণে) চিঠিপত্র দলিল বা কোনো ঘটনা সংঘটনের ক্ষেত্রে প্রকৃত তারিখের পূর্ববর্তী; পূর্বের কোনো তারিখ থেকে কার্যকর। পূর্বের বা অতীতের কোনো তারিখ হতে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ‘ভূতাপেক্ষ’ কথা দিয়ে নির্দেশ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

শাখা:সরকারি কলেজ-১
স্মারক নং : ৩৭.০০.০০০০.০৬৭.১২.০০৫.২০১২ (অংশ)-৭৪৬ তারিখ: –  ২২ আগস্ট ২০১৭

প্রজ্ঞাপন

বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. গােপাল চন্দ্র দেবনাথ (৪৪), অধ্যাপক (প্রাণিবিদ্যা)-কে সহকারী অধ্যাপক হিসেবে ভূতাপেক্ষভাবে ৩১-০৮-১৯৮৭ (৬ষ্ঠ গ্রেড, জাতীয় বেতন স্কেল ১৯৮৫ অনুযায়ী বেতন স্কেল ২৮০০৪৪২৫/-) পদোন্নতি প্রদান করা হলাে।


০২। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারি করা হলাে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,
(আবু কায়সার খান)

সিনিয়র সহকারী সচিব

ফোন-৯৫৪০৪৬৭

নির্দিষ্ট সময়ের পরে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদানের আদেশ: ডাউনলোড

ভূতাপেক্ষ /ভুতাপেক্‌খো/ কি?

ড. মোহাম্মদ আমীন এর মতে তৎসম ‘ভূতাপেক্ষ’ ইংরেজি ‘antedated’ কথার বাংলা পরিভাষা। স্বাভাবিক সময় অতিবাহিত হওয়ার পরে যে পদোন্নতি পূর্বের কোনো তারিখ হতে কার্যকর হয় সেটা ভূতাপেক্ষ পদোন্নতি। অভিধানমতে, `ভূতাপেক্ষ (ভূত+অপেক্ষ)’ অর্থ (বিশেষণে) চিঠিপত্র দলিল বা কোনো ঘটনা সংঘটনের ক্ষেত্রে প্রকৃত তারিখের পূর্ববর্তী; পূর্বের কোনো তারিখ থেকে কার্যকর। পূর্বের বা অতীতের কোনো তারিখ হতে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ‘ভূতাপেক্ষ’ কথা দিয়ে নির্দেশ করা হয়।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

8 thoughts on “ভূতাপেক্ষ প্রমোশন ২০২৫ । নির্দিষ্ট সময়ের পরে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়?

  • মোঃ আনোয়ার হোসেন

    আপনাদের উপরোক্ত পোষ্ট এর জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপরোক্ত পোষ্ট আমাদের জন্য অনেক উপকারী হবে যদি নিচের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়।

    ভূতাপেক্ষ পদোন্নতির আদেশের কোন সূত্র আপনারা দিতে পারবেন? কোন কোন ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যায়? আমাদের প্রমোশন উর্দ্ধতন কর্মকর্তাগন ইনটেনশনালী ২ বছর আটকিয়ে রেখেছেন, তাদের ক্ষুদ্র উদ্দেশ্য হাসিলের জন্য। এই ক্ষেত্রে কি ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যায়?

  • অবশ্যই ভূতাপেক্ষ পদোন্নতি পাবেন এক্ষেত্রে। আমার কাছে এ সংক্রান্ত আর কোন সূত্র বা বিধি নাই।

  • মোঃ মিজানুর রহমান

    কেউ যদি আগে থেকে ওই পদে কাজ করে।ভূতাপেক্ষভাবে পদায়ন দেওয়া যায় কি?
    এ সংক্রান্ত কোনো বিধি-বিধান আছে?
    জানালে উপকৃত হতাম।
    ধন্যবাদ

  • দেওয়া যায়।

  • স, রহমান

    আমাকে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়ার ব্যাপারে আমি অবহিত না হওয়ার কারনে আমি আমার বেতন ভাতা তুলতে পারিনি, এখন কি আমি আমার বেতন এবং চাকরি continue করতে পারবো।

  • অবশ্যই পারবেন।

  • Md. Hedayet Hossain

    পদোন্নিতর জন্য অধিদপ্তরের নির্দেশক্রমে আবেদন করার কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও তাদের বিলম্বের কারণে যদি পিআরএল এসে যায় তাহলে কি ভূতাপেক্ষে পদোন্নতি পাবে না ?

  • পিআরএল এ পদোন্নতি হলেও সকল আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *