ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

পিআরএল এর নববর্ষ ভাতা ২০২৫ । ১০ এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও পাবেন?

আগামী ১৪২৩ বঙ্গাব্দ হতে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রবর্তিত হবে; জাতীয় বেতনস্কেলের আওতাভূক্ত সকল সরকারী কর্মচারী (সামরিক/বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০% হারে ‘বাংলা নববর্ষ ভাতা‘ প্রাপ্য হবেন-পিআরএলদের নববর্ষ ভাতা ২০২৫

সারসংক্ষেপ:

  • এপ্রিল মাসের ১০ তারিখে চাকরি ছেড়ে দিলে বা চূড়ান্ত অবসর গ্রহণ করলেও যদি নববর্ষ ভাতা উক্ত ব্যক্তি কর্মরত থাকাকালীন অবস্থায় ক্যাশ করা হয় তাকে বাদ দেওয়ার অবকাশ নাই।
  • মার্চ মাসের আহরিত বেতনের ২০% পূর্ণ হারেই তিনি বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন।


এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও নববর্ষ ভাতা পাবেন এ সংক্রান্ত আদেশ টি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

অবসর উত্তর ছুটিতে থাকলে কি বেশাখী ভাতা পাওয়া যায়?

হ্যাঁ। পিআরএল বা বিশেষ ছুটি ভোগকালীন বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হওয়ার বিধান রয়েছে। সরকার কর্তৃক প্রবর্তিত বাংলা নববর্ষ ভাতা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সকল কর্মচারী, সামরিক ও বেসামরিক, এই ভাতার জন্য যোগ্য। এই ভাতা প্রতি বছর মার্চ মাসে মূল বেতনের ২০% হারে প্রদান করা হয়। পিআরএল-এ থাকা কর্মচারীরাও এই ভাতার জন্য যোগ্য। পিআরএল-এ থাকা কর্মচারীরা তাদের প্রাপ্য মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। সুতরাং, পিআরএল-এ থাকা কর্মচারীরা বাংলা নববর্ষ ভাতা পাওয়ার যোগ্য। এই ভাতা তাদের মার্চ মাসের মূল বেতনের ২০% হারে প্রদান করা হবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “পিআরএল এর নববর্ষ ভাতা ২০২৫ । ১০ এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও পাবেন?

  • স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবসর গ্রহণ (পি আর এল )৭/৪/২০২৪ তারিখ শেষ হলে বৈশাখি ভাতা প্রাপ্যতার আদেশ আছে কি?

  • পিআরএল শুরুর পূর্বে বেশাখী ভাতা বিতরণ করলে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *