সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সাকুল্য বেতন নির্ধারণ ছক ২০২৪ । প্রকল্পে চাকরি করলে বেতন ভাতাদি কেমন পাওয়া যায়?

উন্নয়ন প্রকল্পে কর্মরত জনবলের সাকুল্য বেতন নতুন জাতীয় বেতন স্কেল/২০১৫ এর ধারাবাহিকতায় নির্নয় করা হয়। গ্রেড ভিত্তিক মূল বেতন ধরা হয়। সাথে বাড়ি ভাড়া এলাকার হারে। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা হারে। টিফিন ভাতা ২০০ টাকা  কর্মচারীদের ক্ষেত্রে। উৎসব ভাতা/টিএ ডিএ, পাহাড়ী ভাতা ও যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, বাংলা নববর্ষ ভাতা সবই প্রাপ্য হয়।

প্রকল্পে কাজ করলে কি বোনাস ও অন্যান্য সব ভাতা পাওয়া যায়? হ্যাঁ, সরকারি চাকরিজীবিদের মত প্রকল্প চলাকালীন সকল সুবিধাই ছক মোতাবেক পাওয়া যায়। বৈশাখী ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, ভ্রমণ ভাতা ও উৎসব ভাতা পাওয়া যাবে।

ছকে উল্লেখিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি পাওয়া যাবে: (ক) ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য আলাদা বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা। গ্রেড-১ থেকে ২০তম পর্যন্ত চার্ট সংযুক্ত। (খ) চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়নগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার সিটি কর্পোরেশনের জন্য আলাদা বেতন সিডিউল। (গ) অন্যান্য স্থানের জন্য আলাদা সিডিউল সংযুক্ত। শর্তাবলী: মোট ৬টি শর্ত রয়েছে। তন্মধ্যে এ সাকুল্য বেতন গ্রেড অনুসারে ১ জুলাই, ২০১৫ তারিখে বেতন নির্ধারিত হবে এবং এই নির্ধারিত বেতন ১ জুলাই, ২০১৫ হতে প্রদান করা হবে। তবে, অন্যান্য সকল ভাতাদি ৩০ জুন, ২০১৫ তারিখে প্রাপ্য অংকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত প্রদান করা হবে।

উৎসব ভাতা / টিএ/ডিএ: ০১/০৭/২০১৬ খ্রি: তারিখ হতে উৎসব ভাতা প্রদান এবং টিএ ডিএ নির্ধারণের ক্ষেত্রে ছক/ সিডিউলে উল্লেখিত ২ নং কলামে প্রদর্শিত প্রারম্ভিক বেতনকে মূল বেতন হিসাবে ধরা যেতে পারে। তবে ৩০/০৬/২০১৬ পর্যন্ত বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে উক্ত তথ্যাদি প্রদেয় হবে।

পাহাড়ী ভাতা:

পার্বত্য জেলা সমূহের জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল কর্মচারীদের মূল বেতেনর ২০% হারে সর্বোচ্চ ৩০০০ টাকা এবং উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পাহাড়ি ভাতা প্রদেয় হবে।

যাতায়াত ভাতা:

সাকুল্য বেতন ছকের গ্রেড ১১-২০ ভুক্ত জনবলের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার কর্মস্থল হলে তারা যাতায়াত ভাতা বাবদ বিদ্যমান মাসিক ১৫০ টাকার স্থলে ৩০০ টাকা পাবেন।

ছক অনুসারে শিক্ষসহায়ক ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হইবেন। যথা নিয়মে আয়করও দিতে হবে।

সম্পূর্ণ পরিপত্রটি নিয়ে নিন: ডাউনলোড

সাকুল্য বেতন নির্ধারণ করা হয় যে ছকের মাধ্যমে (পরিপত্র) ।  The salable wage is determined by the table (circular)

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “সাকুল্য বেতন নির্ধারণ ছক ২০২৪ । প্রকল্পে চাকরি করলে বেতন ভাতাদি কেমন পাওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *