সরকারি দপ্তরের জন্য গাড়ি ভাড়ার নিয়ম ২০২৫ । যে সকল শর্তে সরকারি দপ্তরে ভাড়া গাড়ি অনুমোদন দেয়া হয়
গাড়ির চালককে লগ বই সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে এবং গাড়ি ব্যবহারকারী কর্মকর্তা/ কর্মচারীগণ সঙ্গে সঙ্গে লগ বই এ মাইলেজ লিপিবদ্ধ করবেন। লগ বই হারানো গেলে গাড়ি ভাড়া পরিশোধ করা হবে না। গাড়ির যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ এবং ড্রাইভারের বেতন মালিকগণ বহন করবেন-সরকারি দপ্তরের জন্য গাড়ি ভাড়ার নিয়ম ২০২৫
সরকারি গাড়ি কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায়? হ্যাঁ। সরকারি দপ্তরে গাড়ি ভাড়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। সাধারণত, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য পরিচালক বা সমমর্যাদার কর্মকর্তার অনুমতি প্রয়োজন হয়। এছাড়া, গাড়ি ব্যবহারের জন্য ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয় এবং ব্যবহারের ফলে গাড়ির কোনো ক্ষতি হলে ব্যবহারকারীকে তার দায়ভার নিতে হয়। ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে হলে, সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। গাড়ি ব্যবহারের পর ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এক্ষেত্রে, সরাসরি বা পরিবহন সুপার/ডিলিং সহকারীর মাধ্যমে ট্রেজারি চালানে টাকা জমা দেওয়া যেতে পারে। গাড়ি ব্যবহারের সময় কোনো ক্ষতি হলে, তার দায়ভার ব্যবহারকারীকে বহন করতে হবে।
দাপ্তরিক কাজে ড্রাইভারসহ গাড়ি ভাড়া নেয়া হয়? হ্যাঁ। গাড়ির চালককে লগ বই সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং ব্যবহারকারী কর্মকর্তাদের মাইলেজ লগ বই এ লিপিবদ্ধ করতে হবে। গাড়ির রক্ষণাবেক্ষণ এবং ড্রাইভারের বেতন-ভাতা গাড়ির মালিক বহন করবেন। সরকারি যানবাহন ব্যবহারের জন্য ভাড়ার হার সাধারণত সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। নিজ মন্ত্রণালয় ও যানবাহন অধিদপ্তরের অনুমতিক্রমে গাড়ি ভাড়া চুক্তি সম্পাদন করতে হয়। এক্ষেত্রে মন্ত্রণালয় ও অধিদপ্তরের আদেশ প্রয়োজন পড়ে।
সরকারি কাজে গাড়ি ভাড়ার নিয়ম ২০২৫ । ড্রাইভার ও জ্বালানি গাড়ি সরবরাহকারী কর্তৃপক্ষ সরবরাহ করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার
সদর দপ্তর
৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি
শের-ই বাংলা নগর, ঢাকা-১২০৭।
নম্বর: ১৫.৫৩.০০০০.০১৫.২৬.০০৭.১৯.৬১১; তারিখ: ২১/০১/২০১৯ খ্রি:
অফিস আদেশ
তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ বেতারের সম্প্রচার কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বাংলাদেশ বেতারের কেন্দ্র /ইউনিটের অকেজো সিজান কার ও মাইক্রোবাসের বিপরীতে নতুন গাড়ী ক্রয় না করা পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে প্রতিটি সিডান কার ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং প্রতিটি মাইক্রোবাস ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকায় (মাসিক রক্ষণাবেক্ষণ ও ড্রাইভারের বেতনসহ) ভাড়া করে পরিচালনার জন্য অনুমোদন প্রদান করা হলো।
শর্তসমূহ
১। নতুন গাড়ী ক্রয় করা হলে ভাড়া গাড়ী বন্ধ করে দিতে হবে।
২। গাড়ীর জ্বালানী ব্যয় স্ব কেন্দ্র/ইউনিটের জ্বালানী খাত হতে নির্বাহ করতে হবে।
৩। গাড়ী প্রতি ঘন মিটার সিএনজিতে ন্যূনতম ৪ কিলোমিটার চলবে।
৪। গাড়ী ন্যূনতম ২০১০ মডেলের হতে হবে।
৫। গাড়ির যাবতীয় কাগজপত্র যথাযথ ও হালনাগাদ থাকতে হবে এবং এ সংক্রান্ত ব্যয় মালিকপক্ষ বহন করবেন।
৬। গাড়ি ব্লু-বুক, ট্যাক্স টোকেন, ইন্সুরেন্স সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সর্বদাই গাড়িতে রাখতে হবে।
৭। বৈধ লাইসেন্স ধারী ড্রাইভার নিয়োগ করতে হবে। ড্রাইভারের আচরণ সন্তোষজনক হতে হবে এবং তার ড্রাইভিং লাইসেন্স এর নবায়ন হালনাগাদ থাকতে হবে।
৮। গাড়ির চালককে লগ বই সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে এবং গাড়ি ব্যবহারকারী কর্মকর্তা/ কর্মচারীগণ সঙ্গে সঙ্গে লগ বই এ মাইলেজ লিপিবদ্ধ করবেন। লগ বই হারানো গেলে গাড়ি ভাড়া পরিশোধ করা হবে না।
৯। গাড়ির যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ এবং ড্রাইভারের বেতন মালিকগণ বহন করবেন।
(নারায়ণ চন্দ্র শীল)
মহাপরিচালক
বাংলাদেশ বেতার।
যে সকল শর্তে সরকারি দপ্তরে ভাড়া গাড়ি অনুমোদন দেয়া হয়: ডাউনলোড