সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সিনিয়র ও জুনিয়রদের বেতন সমতাকরণ ২০২৪ । ২০১৫ সালের পূর্বের অসমতা নিরসনের সুযোগ আছে কি?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের ০৯/০৩/২০১৪খ্রিঃ তারিখে উন্নীত স্কেলে বেতন নির্ধারণের পর জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকগণের বার্ষিক বর্ধিত বেতনের তারিখের ভিন্নতার কারণে বেতন বৈষম্য হলে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ এবং অর্থ মন্ত্রণালয়ের ১০/০১/২০২১খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-০৮ নং স্মারকের নির্দেশনামতে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণ করা যেতে পারে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.cga.gov.bd

নং- ০৭.০৩.০০০০.০০৯.৩৮.৫০০.১৭(খন্ড-৩)-৩৮৫ তারিখঃ ২৯-১২-২০২১খ্রিঃ।

প্রাপকঃ

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয় হিসাব ভবন বাড়ী নং-৬৫/এ-২, রােড নং-৩ নাসিরাবাদ হাউজিং সােসাইটি, চট্টগ্রাম।

বিষয়ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক ও জুনিয়র প্রধান শিক্ষকগণের মধ্যে বেতন সমতাকরণ প্রসঙ্গে। 

সূত্রঃ ডিসিএ/চট্ট/প্রশা/সিদ্ধান্ত/কুমিল্লা/(পার্ট-১)/৩৬৩৪, তারিখঃ ০৯/১১/২০২১খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ২। আলােচ্য বিষয়ে সিদ্ধান্তের জন্য সূত্রস্থ পত্রের মাধ্যমে এ কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়। জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদে নির্দেশনা রয়েছে, “বার্ষিক বেতনবৃদ্ধির তারিখের কারণে সমপদে একই গ্রেডেশন তালিকাভুক্ত জ্যেষ্ঠ ও কনিষ্ঠের মধ্যে বেতন বৈষম্য হইলে জ্যেষ্ঠের বেতন বৃদ্ধির তারিখ কনিষ্ঠের বেতন বৃদ্ধির তারিখে আনয়ন করিয়া সমতা করিতে হইবে। এ ক্ষেত্রে সূত্রস্থ পত্রে উল্লিখিত সিনিয়র প্রধান শিক্ষক ও জুনিয়র প্রধান শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণ সংক্রান্ত অনুরূপ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অর্থ মন্ত্রণালয় বরাবর সিদ্ধান্তের জন্য পত্র প্রেরণ করা হলে অর্থ মন্ত্রণালয়ের ১০/০১/২০২১খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-০৮ নং স্মারকে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে, জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ স্ব-ব্যাখ্যাত বিধায় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রস্তাবিত বিষয়টি নিষ্পত্তির সুযােগ রয়েছে।

এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের ০৯/০৩/২০১৪খ্রিঃ তারিখে উন্নীত স্কেলে বেতন নির্ধারণের পর জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকগণের বার্ষিক বর্ধিত বেতনের তারিখের ভিন্নতার কারণে বেতন বৈষম্য হলে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ এবং অর্থ মন্ত্রণালয়ের ১০/০১/২০২১খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-০৮ নং স্মারকের নির্দেশনামতে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণ করা যেতে পারে।

বিষয়টি আদিষ্ট হয়ে অবহিত করা হলাে।

(মােঃ জাকির হোসেন)

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোনঃ ৮৩৯২৬১৩

সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বেতন সমতাকরণের সুযোগ বিদ্যমান: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *