ব্যাংক আমানতের সুদের হার বৃদ্ধি পাওয়ার ফলে সঞ্চয়পেত্র সুদের বা মুনাফার হার সরকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে-এখনও প্রজ্ঞাপন জারি হয়নি তবে খুব শিঘ্রই জারি হবে– সঞ্চয়পত্র নতুন মুনাফা রেট ২০২৪
সুদের হার কি ২% বাড়বে? না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলো সাধারণত স্থায়ী আমানতে ৯ থেকে ১১ শতাংশ সুদ দেয়। তবে কিছু ব্যাংক ১৩ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। অন্যদিকে সঞ্চয়পত্রে বর্তমানে ১১ থেকে সাড়ে ১১ শতাংশ সুদ পান গ্রাহক। আগে ব্যাংক আমানাতের চেয়ে সঞ্চয়পত্রে অনেক বেশি মুনাফা দেওয়া হতো। এসব দিক বিবেচনায় নিয়ে নতুন পদ্ধতি অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২ দশমিক ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর এর বেশি বিনিয়োগকারীদের জন্য সুদহার হবে ১২ দশমিক ৩৭ শতাংশ। বর্তমানে, পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে সুদহার ১১ দশমিক ২৮ শতাংশ রয়েছে।
সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে সুদ কত? সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা কিছুটা বেশি সুদ পাবেন। ১ জানুয়ারি থেকে হিসাব করে সঞ্চয়পত্রের নতুন সুদহার কার্যকর করা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সুদহার পাঁচ বছর ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) অনুযায়ী নির্ধারণ করা হবে।
তবে, সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ৫০ বেসিস প্রিমিয়াম যোগ করা হবে। এতে করে তাদের জন্য কিছুটা বেশি সুদ নির্ধারণ করা হবে।
সঞ্চয়পতত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুদহার ২০২৫/বিনিয়োগ বাড়লে সুদের হারও কমবে
চলতি অর্থবছরে সরকারের লক্ষ্য এ খাত থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার।
Caption: TBS News
পারিবারিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২ দশমিক ৫০ শতাংশ হবে।
৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ৩৭ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ স্কিমে সুদহার ১১ দশমিক ৫২ শতাংশ রয়েছে।
তিন বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদহার হবে ১২ দশমিক ৩০ শতাংশ। আর এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ।
বাজেট ঘাটতি মেটাতে সরকার গত কয়েক বছর সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করেছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) সুপারিশ করেছিল, সঞ্চয়পত্রের সুদব্যয়ে সরকারকে যে পরিমাণ টাকা দিতে হয়, তা কমানো উচিত।
রাজস্ব আহরণ কমে যাওয়ায় এবং ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমায় সরকার আবারও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার দিকে ঝুঁকছে।
৭.৫ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার কত??
বর্তমানে এ স্কিমে সুদহার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ রয়েছে। তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুদহার হবে ১২ দশমিক ৩০ শতাংশ। আর এর বেশি বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২ দশমিক ২৫ শতাংশ।
পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদহার হবে ১২ দশমিক ৫৫ শতাংশ। আর এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ৩৭ শতাংশ সুদ হবে। বর্তমানে এ স্কিমে সুদহার ১১ দশমিক ৭৬ শতাংশ।